সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত Animal সিনেমাটি যতটা সাফল্য অর্জন করেছে তার থেকে অনেক বেশি সাফল্য অর্জন করেছে ববি দেওলের এন্ট্রি সং ‘জামাল কুদু’ (Jamal Kudu) গানটি। তবে এই গানে ববি দেওল ছাড়াও যিনি নজর কেড়েছেন তিনি হলেন তানাজ ডাভুডি (Tannaz Davoodi)। ববির এন্ট্রি দৃশ্যে এই নায়িকা মাইকে গান গাইছিলেন। মাত্র একটি দৃশ্যেই অভিনয় করে বেশ ভালই জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। চলুন এই অজ্ঞাতনামা অভিনেত্রী সম্পর্কে বিস্তারিত কিছু কথা আলোচনা করে নেওয়া যাক।
‘অ্যানিমেল’ সিনেমাটিতে ববির মদের গ্লাস মাথায় নিয়ে নাচটি ইতিমধ্যে কয়েক কোটি মানুষ অনুকরণ করে ফেলেছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু এখন দেখা যাচ্ছে এই নাচটি। তবে ববির নাচ এই গানের মূল আকর্ষণ হলেও তানাজ কোন অংশে কম যান না। মাইকে গান গাওয়ার দৃশ্যে অভিনয় করেই বেশ ভালই জনপ্রিয় হয়েছেন তিনি। কে এই সুন্দরী অভিনেত্রী? কোথায় থাকেন তিনি? নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে?
তানাজ ভারতের নয় বরং ইরানের অভিনেত্রী। যেহেতু জামাল কুদু গানটি ইরানের তাই ইরান বংশোদ্ভুত এই অভিনেত্রীকে সিনেমায় রাখার সিদ্ধান্ত নেন সন্দীপ। ১৯৯৭ সালে ২৭ জুন ইরানের জন্ম হয় এই অভিনেত্রীর। অভিনেত্রীর বাবা মেহেদী আলিয়ারি এবং মা মারজান ডায়মন্ড। ইরানে শৈশবের অধিকাংশ সময় কাটালেও বাবার ব্যবসা সূত্রে পরবর্তীকালে লন্ডনে চলে যান অভিনেত্রী, আর সেখানেই শুরু করেন ফ্যাশন নিয়ে পড়াশোনা।
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ফ্যাশন নিয়ে কলেজে পড়াশোনা করার পর একটি চাকরি করতে শুরু করেন তানাজ। তবে বেশ কিছুদিন চাকরি করার পর তিনি চাকরি ছেড়ে দেন কারণ তানাজের প্রথম থেকেই ইচ্ছা ছিল ফিল্ম জগতে নিজের ক্যারিয়ার তৈরি করার। ছোটবেলা থেকেই হিন্দি সিনেমার গানের দৃশ্য দেখতে পছন্দ করতেন তিনি, আর সেই গানের তালে তালে নিজে নিজেই নাচের স্টেপ করতেন।
আরও পড়ুন : অ্যানিমেলের অন্তরঙ্গ দৃশ্যের শুটিং কীভাবে হয়েছিল? জানালেন ‘জোয়া’ তৃপ্তি
সিনেমা জগতে নিজের ক্যারিয়ার গড়ে তোলার জন্য তিনি মুম্বাইতে নৃত্যশিল্পী হিসেবে কাজ শুরু করেন। ২০১৭ সালে তানাজ এমন একটি সংস্থার সঙ্গে যুক্ত হন যেখান থেকে হিন্দি ছবির গানের দৃশ্যে অভিনয় করার সুযোগ পেতে শুরু করেন তিনি। বলিউডে বরুণ ধাওয়ান, জন আব্রাহাম এবং নোরা ফাতেহির মত তারকাদের সঙ্গেও কাজ করেছেন তিনি। অ্যানিম্যাল সিনেমার আগে একাধিক হিন্দি সিনেমায় ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেছেন তিনি, তবে নজর কেড়েছেন অ্যানিম্যাল সিনেমার হাত ধরেই।
আরও পড়ুন : খুল্লামখুল্লা যৌনতা! ১০ মিনিট মুখ দেখিয়ে কত টাকা নিলেন ‘অ্যানিমেলে’র জোয়া জানলে ঘুরবে মাথা
নাচ ছাড়াও তিনি ঘুরে বেড়াতে ভীষণ ভালোবাসেন কারণ মাঝে মাঝেই দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্তে ডান্স পারফরম্যান্স করতে দেখা যায় এই অভিনেত্রীকে। সমাজ মাধ্যমে তানাজের অনুরাগীর সংখ্যা নজরকারা, যা অ্যানিমেলের পর আরো বহুগুণ বেড়ে গেছে। ইতিমধ্যেই অভিনেত্রীর অনুরাগী সংখ্যা দু’লক্ষের গণ্ডি পেরিয়ে গেছে।
আরও পড়ুন : ‘জামাল কুদু’ আসলে কোন দেশের গান? গানের উৎপত্তি হয় কীভাবে এবং মানে কী?