ফাঁকা ঘরে ডেকে অনন্যার সাইজ জানতে চেয়েছিলেন! পরিচালককে চরম শাস্তি দেন অনন্যা চ্যাটার্জী

ফাঁকা ঘরে ডেকে অনন্যার শরীরের মাপ জানতে চেয়েছিলেন এক প্রযোজক! টলিউডের কাস্টিং কাউচের নোংরা দ্বীপ ফাঁস করে দিলেন অভিনেত্রী অনন্যা চ্যাটার্জী। টলিউডের অন্দরে বহুবার বহু অভিনেত্রীই কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছিলেন। অনন্যা নিজেও কাস্টিং কাউচের শিকার। তবে যে পরিচালক তথা প্রযোজক অনন্যার সঙ্গে এমন আচরণ করেছিলেন তাকে যোগ্য জবাব দিয়ে কঠিন শাস্তিও দিয়েছিলেন অভিনেত্রী।

সুবর্ণলতা খ্যাত অনন্যা খুব ছোট বয়সে অভিনয় দুনিয়াতে পা রেখেছিলেন। জাতীয় পুরস্কার প্রাপ্ত অনন্যাকে ডেকে এক প্রযোজক জানতে চেয়েছিলেন তার Vital Statistics অর্থাৎ তার শরীরের মাপ। তখন তার বয়স ছিল খুবই কম। মাত্র ১৯ বছর বয়সে অভিনয়ে দুনিয়াতে পা রেখেছিলেন তিনি। যদিও অভিনয়ের যে খুব একটা ইচ্ছে ছিল তার এমন নয়। ঠিক তখনই তাকে ওই প্রযোজক ডেকে পাঠান। এবং তিনি প্রযোজকের সঙ্গে দেখা করতে কনফারেন্স রুমে ঢুকলে তাকে ওই প্রশ্ন করেন।

Ananya Chatterjee

অনন্যা এমন প্রশ্নের কারণ জানতে চাইলে প্রযোজক বলেন, “তোমায় স্ক্রিনে কেমন দেখাবে সেটা জানতে চাই।” এই প্রশ্নের পাল্টা অনন্যাও বলেন বড় পরিচালক-প্রযোজক হয়েও যদি অনন্যাকে পর্দায় কেমন মানাবে সেটা না বোঝেন তাহলে তার পরিচালক হওয়াই উচিত নয়। এতে খুবই রেগে ওই পরিচালক অনন্যাকে হুমকি দিয়ে বলেন, “তুমি জানো আমি কে? আমি অমুকের তমুকের সাইজ জানি।”

আরও পড়ুন : সুবর্ণলতা থেকে মিঠাই, নায়িকাদের নামেই সুপারহিট হয়েছে এই ১০ বাংলা সিরিয়াল

Ananya Chatterjee

আরও পড়ুন : জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকেও যোগ্যসম্মান দিলো না টলিউড, অভিনয় ছেড়ে নতুন পেশা নিলেন সুবর্ণলতা

তবে অনন্যাও ছেড়ে দেওয়ার পাত্রী ছিলেন না। তিনিও বলেন, “এই ঘর থেকে বের হওয়ার পর বুঝবেন আমি কে।” অনন্যা এরপর ওই পরিচালকের মুখোশ ফাঁস করে দেন ইন্ডাস্ট্রিতে। তিনি তার এক বিশ্বস্ত ব্যক্তিকে জানিয়েছিলেন এই কথা। তারপর বিষয়টা জানাজানি হতেই ওই পরিচালক তথা প্রযোজককে ফোন করে অনন্যা এবং তার বাবা-মার কাছে ক্ষমা চাইতে বাধ্য করা হয়।