সুবর্ণলতা থেকে মিঠাই, নায়িকাদের নামেই সুপারহিট হয়েছে এই ১০ বাংলা সিরিয়াল

নায়িকাদের নামেই হিট সিরিয়াল, রইল এমন ১০ নারীকেন্দ্রিক সিরিয়ালের তালিকা

Popular Bengali Serials Named After Heroines : জি বাংলা (Zee Bangla) হোক কিংবা স্টার জলসা (Star Jalsha), বাংলা টেলিভিশনের পর্দার সিরিয়ালের বিষয়বস্তু প্রধানত নারীকেন্দ্রিকই হয়। নায়িকারাই গল্পের প্রধান বিষয়বস্তু। তাদের কেন্দ্র করেই গল্প আবর্তিত হয়। কাজেই বেশ কিছু সিরিয়ালের নামকরণ করা হয় নায়িকাদের নামে। আর নায়িকাদের নামেই হিট হয়েছে বাংলার এমন দশটি সিরিয়াল। দেখুন সেই তালিকা।

জগদ্ধাত্রী (Jagadhatri) : জগদ্ধাত্রী সিরিয়ালটি জি বাংলাতে সম্প্রচারিত হয়। মুখ্য ভূমিকায় অভিনয় করেন অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। সিরিয়ালটি প্রথম থেকেই টিআরপির সেরা ১০ এর তালিকাতে রয়েছে। প্রতি সপ্তাহেই টিআরপি টপার হওয়ার দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই করে জগদ্ধাত্রী। নামের সঙ্গে সিরিয়ালের নায়িকার চরিত্রের বেশ মিল রয়েছে। তাই দর্শকরাও জগদ্ধাত্রীকে পছন্দ করেন।

PHULKI

ফুলকি (Phulki) : গৌরী এলোকে সরিয়ে এই জায়গাতে শুরু হয়েছে নতুন সিরিয়াল ফুলকি। বক্সিং চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখে সে। এই সিরিয়ালটিও কিন্তু এখন দারুণ জনপ্রিয় দর্শকদের কাছে। টিআরপি তালিকাতে রেটিং রয়েছে তুঙ্গে। নায়িকার নামেই চলছে এই সিরিয়াল।

মুকুট (Mukut) : জি বাংলায় সম্প্রচারিত আরেকটি নারী কেন্দ্রিক সিরিয়াল হল মুকুট। মুখ্য ভূমিকাতে অভিনয় করছেন শ্রাবণী ভুঁইয়া (Shraboni Bhunia)। এই সিরিয়ালটির নায়িকা নিজেই মা কালী সেজে অপরাধীদের শায়েস্তা করেন। জনপ্রিয়তা থাকলেও সেরকম টিআরপি নেই এই সিরিয়ালের।

SANDHYATARA

সন্ধ্যাতারা (Sandhyatara) : স্টার জলসাতে শুরু হয়েছে নতুন সিরিয়াল সন্ধ্যা তারা। একজন নয়, এই সিরিয়ালের দুই নায়িকার নামে এই নামকরণ করা হয়েছে। দুই বোন সন্ধ্যা এবং তারার ভূমিকাতে অভিনয় করছেন যথাক্রমে অন্বেষা হাজরা এবং অমৃতা দেবনাথ।

তুঁতে (Tunte) : স্টার জলসার আরো একটি নতুন সিরিয়ালের নামকরণ করা হয়েছে নায়িকার নামে। তুঁতে হলো একজন ফ্যাশন ডিজাইনার যে একটি বড়লোকের বাড়িতে কাজের মেয়ে হয়ে রয়েছে। মুখ্য ভূমিকাতে অভিনয় করছেন দীপান্বিতা রক্ষিত।

MITHAI

মিঠাই (Mithai) : জি বাংলার মিঠাই সিরিয়ালটিও বেশ জনপ্রিয় একটি সিরিয়াল। টানা আড়াই বছর ধরে জনপ্রিয়তার শিখরে ছিল মিঠাই। এই সিরিয়ালের নায়িকা সৌমিতৃষাকে মিঠাই নামেই চেনেন দর্শকরা।

করুণাময়ী রানী রাসমণি (Karunamoyi Rani Rasmoni) : জি বাংলার আরও একটি সিরিয়াল যেটা চলেছিল বহু বছর। এই সিরিয়ালটিতে বাংলার ঐতিহাসিক রাসমণির চরিত্রে অভিনয় করেন দিতিপ্রিয়া রায়। সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরেও দিতিপ্রিয়াকে রাসমণি হিসেবেই মনে রেখেছেন বাংলা সিরিয়ালের দর্শকরা।

EKKA DOKKA

মোহর (Mohor) : স্টার জলসাতে সম্প্রচারিত এই সিরিয়ালের মুখ্য ভূমিকাতে অভিনয় করেছিলেন সোনামণি সাহা। লীনা গাঙ্গুলীর লেখা এই সিরিয়ালটিও বেশ হিট হয়েছিল। তিনি এই চরিত্র মারফত অনেক জনপ্রিয় হয়েছিলেন।

দেবী চৌধুরানী (Debi Chowdhurani) : স্টার জলসাতে দেবী চৌধুরানী চরিত্রে নায়িকার ভূমিকাতে অভিনয় করেছিলেন সোনামণি। এটাই ছিল তার অভিনীত প্রথম বাংলা সিরিয়াল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস অবলম্বনে এই সিরিয়ালটিও চলেছিল বহুদিন।

Ananya Chatterjee

আরও পড়ুন : জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকেও যোগ্য সম্মান দিল না টলিউড, কোথায় হারিয়ে গেলেন ‘সুবর্ণলতা’?

সুবর্ণলতা (Subarnalata) : এই সিরিয়ালটি বেশ পুরনো। তবুও এখনো দর্শকরা এই সিরিয়ালের কথা মনে পড়লে নস্টালজিক হয়ে যান। সুবর্ণলতা চরিত্রে অভিনয় করেছিলেন অনন্যা চ্যাটার্জী। জি বাংলার পর্দায় সম্প্রচারিত এই সিরিয়াল খুবই জনপ্রিয়তা পেয়েছিল।

আরও পড়ুন : ৪ মাসও চলল না, বন্ধের মুখে জি বাংলার জনপ্রিয় এই সিরিয়াল, রইল অন্তিম সম্প্রচারের দিনক্ষণ