শ্যামলা রং, সুন্দরী নন বলেই কি জাতীয় পুরস্কার পেয়েও অবহেলিত ছোট পর্দার সুবর্ণলতা

শ্যামবর্ণা ত্বক, উজ্জ্বল টানা টানা দুই চোখ, ঘন কালো কোঁকড়ানো চুল, ছোট পর্দার ‘সুবর্ণলতা’ (Subarnalata) দর্শকদের বিচারে আজও বাংলা টেলিভিশনের সেরা অভিনেত্রী। কথা হচ্ছে অভিনেত্রী অনন্যা চ্যাটার্জীকে (Ananya Chatterjee) নিয়ে। হাতেগোনা কিছু সিরিয়ালে অভিনয় করলেও অগুন্তি দর্শকের কাছে তিনি প্রিয় অভিনেত্রী। তবে এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কেন তাকে আর ধারাবাহকে অভিনয় করতে দেখা যায় না? সিনেমা-সিরিয়াল ছেড়ে এখন কী করছেন অনন্যা?

অনন্যার কেরিয়ার ঘাঁটলে দেখা যাবে খুব বেছে বেছে কিছু ধারাবাহিকেই তিনি কাজ করেছেন। তারমধ্যে জি বাংলার ‘সুবর্ণলতা’ ছিল অন্যতম। বাংলা ধারাবাহিকের নায়িকা হিসেবে তৎকালীন সময়ে তার প্রচুর ফ্যানবেস ছিল। এরপর তাকে দেখা যায় ‘জয় কালী কলকাত্তাওয়ালী’ ধারাবাহিকে। কিন্তু তারপর থেকে নিজেকে টেলিভিশন থেকে দূরে সরিয়ে নেন অভিনেত্রী।

Ananya Chatterjee

অথচ শুধু সিরিয়াল নয়, বাংলা সিনেমা জগতেও তার অবদান কিছু কম নয়। ঋতুপর্ণ ঘোষের ছবিতে কাজ করে তিনি পেয়েছিলেন জাতীয় পুরস্কার। অথচ জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রীকেই ভুলে বসেছে বাংলা টেলিভিশন চ্যানেলগুলো। কোনও এক অজ্ঞাত কারণে অনন্যা হারিয়েই গেলেন বাংলা সিরিয়াল এবং সিনেমার জগৎ থেকে।

তার ব্যক্তিগত জীবনও খুব একটা সুখের নয়। বিয়ের মাত্র চার বছরের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় তার। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন অসুখী দাম্পত্যের কারণেই নাকি অভিনয় ছেড়ে দিয়েছেন অনন্যা। আপাতত বই পড়ে তার সময় কাটে। তিনি নিজের মুখেই বলেছেন খারাপ কাজ করার থেকে বই পড়ে সময় কাটানো অনেক ভাল। তিনি এও বলেন কাজের জন্য তিনি পরিচালকের পায়েও ধরতে পারবেন না।

তার কথা শুনে ভক্তরা অনুমান করেন ইন্ডাস্ট্রির প্রতি অভিমান জমে আছে অভিনেত্রীর মনে। তবে তারা মনেপ্রাণে চাইছেন অভিনেত্রী আবার ফিরে আসুন বাংলা ধারাবাহিকে। আশাপূর্ণা দেবীর সৃষ্টি ‘সুবর্ণলতা’ চরিত্রটি তিনি ছাড়া আর কেউই এত দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলতে পারতেন না। মূলত বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ অনন্যা অভিনয় দক্ষতার নিরিখে সবার সেরা বলেই মনে করেন দর্শকদের একাংশ।

তবে অভিনেত্রী কিন্তু ওয়েব সিরিজের দুনিয়াতে ভালো কাজ খুঁজে পেয়েছেন। এর আগে হইচইয়ে ‘মোহ মায়া’ ওয়েব সিরিজে তাকে দেখা গিয়েছিল। শীঘ্রই হইচইয়ের নতুন সিরিজ ‘মাডার বাই দ্য সি’তে তাকে দেখা যাবে আবার। তাই যারা পর্দাতে অনন্যার ফেরার অপেক্ষা করছিলেন তারা নজর রাখতে পারেন হইচইয়ে।