“হারামজাদা, বুদ্ধি হবে না জীবনে!” প্রসেনজিতের উপর রেগে খাপ্পা অনামিকা

জীবনে বুদ্ধি হবে না তোর! প্রসেনজিৎকে কেন এই কথা বলেছিলেন অনামিকা?

Avatar

Published on:

বাংলা সিনেমার দজ্জাল শাশুড়ি হোক অথবা ডাকসাইটে ভিলেন, অনামিকা সাহা (Anamika Saha) পর্দায় এলেই ভয় পেয়ে যেতেন দর্শকরা। এই মুহূর্তে কোনও সিনেমায় অভিনয় না করলেও অভিনেত্রী এই মুহূর্তে অভিনয় করছেন জি বাংলার (Zee Bangla) ‘মন দিতে চাই’ (Mon Dite Chai) ধারাবাহিকে পর্দায়। এই ডাকসাইটে অভিনেত্রী এক সরস্বতী পুজোর দিন সবার সামনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee) দিয়েছিলেন গালাগাল, কিন্তু কেন? কী এমন ঘটনা ঘটেছিল সে দিন?

সরস্বতী পুজোর স্মৃতি শেয়ার করলেন অনামিকা

বর্তমানে সরস্বতী পুজোকে বলা হয় বাঙালির ভ্যালেন্টাইন ডে। কিন্তু একটা সময় ছিল যখন সরস্বতী পুজোর মাহাত্ম্যই ছিল আলাদা। সরস্বতী পুজো প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্মৃতির পাতা উল্টে অনামিকা সাহা বলেন, “আমাদের প্রজন্মে সরস্বতী পুজোর ফ্যাশন বলে কিছু ছিল না আলাদা করে। মায়ের শাড়ি গুটিয়ে পরা, সেফটিপিন দিয়ে ব্লাউজ পরাতেই আমরা খুশি থাকতাম। ৭ দিন আগে থেকে চোখে ঘুম থাকত না। ঠাকুর দেখব, পুজো দেব, অঞ্জলি দেব এই আনন্দেই রাত কেটে যেত। একসঙ্গে সবাই মিলে যখন মন্ত্র পড়তাম, তখন পুজো ঘর গম গম করত।”

Anamika Saha

অভিনেত্রী বলেন, “তখন সরস্বতী পুজো মানে ছিল ছোট ছোট আবদার। সরস্বতী পুজোর মানে ছিল কুল খাওয়ার ছাড়পত্র।পুজোর দিন নুন, লঙ্কা, চিনি দিয়ে কুল মেখে দিতেন মা, সেটাই খাওয়া হত। শেখানো হত মা সরস্বতীর কাছে গিয়ে একটু বসতে, মায়ের থেকে বিদ্যে, বুদ্ধি চাইতে। এখন ছেলে মেয়েরা ঘুরতে ঘুরতে মোবাইল ঘাটে, ইন্টারনেটের দিকেই সব সময় নজর থাকে তাদের।”

সরস্বতী পুজো মানেই কি প্রেম দিবস?

সরস্বতী পুজোর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা উল্লেখ করতে গিয়ে অভিনেত্রী বলেন, “একেবারে যে প্রেম হতো না এটা বলব না। তবে তখনকার প্রেমে এত ঘনঘন ব্যক্তি পাল্টাতো না। কেউ প্রেম করছেন, মানে করছেন। সরস্বতী পুজো মানেই কাউকে যে একটা ভালো লেগে গেল, এসবের চল তখন ছিল না।”

Anamika Saha

টলিউডে কেমনভাবে পালন হত সরস্বতী পুজো?

ইন্ডাস্ট্রিতে সরস্বতী পুজো উদযাপন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “কর্মজীবনে সরস্বতী পুজো আরো বিশেষ হয়ে উঠেছিল। এই দিনটি ইন্ডাস্ট্রিতে যে খুব বড় করে আয়োজন করা হতো, তা নয়। তবে আমরা একটাই বিল দিতাম টেকনিশিয়ান স্টুডিওয়। সেখানে বসিয়ে খাওয়ানো হতো। সব শিল্পীরা সেদিন আসতেন। যাদের শুটিং থাকতো তারা যেমন আসতেন, আবার যাদের শুটিং থাকতো না তারাও আসতেন। বেঞ্চ পেতে খাওয়ানো হত সবাইকে।”

কেন অনামিকা গালাগাল দিয়েছিলেন প্রসেনজিৎকে?

সরস্বতী পুজোর দিন একটি বিশেষ স্মৃতি ভাগ করে নিতে গিয়ে অভিনেত্রী বলেন, “একবার আমার এক ছবির মহরত পড়েছিল সরস্বতী পুজোর দিন। সেদিন প্রসেনজিৎ, ঋতুপর্ণা সবাই ছিল সেটে। তবে মজার বিষয় হল, আমার একটা দৃশ্য শুট করে মহরত হবে বলে ঠিক করা হলো। আমার চরিত্রটা বেশ ঝাঁঝালো ছিল। আগে পুজো হলো, খাওয়া দাওয়া হল, তারপর মেকআপে বসলাম।”

আরও পড়ুন : রাজপ্রাসাদের মত বাড়ি, দামী দামী গাড়ি! কত সম্পত্তির মালিক প্রসেনজিৎ চ্যাটার্জী?

Anamika Saha

অভিনেত্রী বলেন, “৫ টায় কল টাইম ছিল। আমার সংলাপ ছিল, ‘হারামজাদা বুদ্ধি আক্কেল জীবনে হবে না? এমন একটা মেয়ের সঙ্গে তুই মিশছিস?’ আমার শট হয়ে যাওয়ার পর বুম্বা আমায় বলল, ছি ছি অনামিকাদি, আজ সরস্বতী পুজোর দিন তুমি আমাকে এভাবে গালাগাল করলে?”

আরও পড়ুন : চা বিক্রি করে চালাতেন সংসার! প্রসেনজিতের ছোটবেলা কেটেছে খুবই কষ্টে

প্রসেনজিতের কথায় কেঁদে ফেলেন অনামিকা

“আমার মনে হয়েছিল বুম্বা সত্যিই আমাকে এই কথা বলছে। আমি ওকে জড়িয়ে ধরে বলি, বাবা এটা তো আমি বলিনি। এটা তো ছবিতে ছিল, কেন আমাকে তুমি ভুল বুঝছো? কথাটা বলেই আমি কেঁদে ফেলেছিলাম। এখনো দেখা হলে বুম্বা আমায় নকল করে বলে, এটা আমি বলিনি তো….।” এই ভাবেই মজার ঘটনাটি ঘটেছিল সরস্বতী পূজার দিন।