TRP তালিকায় দুর্দান্ত চমক! কে হল বেঙ্গল টপার? দেখুন তালিকা

TRP-তে দুর্দান্ত কামব্যাক দীপার, কোথায় দাঁড়িয়ে জগদ্ধাত্রী-পর্ণা-গীতারা? রইল রেজাল্ট

প্রতি সপ্তাহে বৃহস্পতিবার স্টার জলসা (Star Jalsha), জি বাংলা (Zee Bangla), সান বাংলা এবং কালার্স বাংলার ধারাবাহিকগুলির টিআরপি তালিকা প্রকাশিত হয়। এই তালিকার রেজাল্ট দেখেই নির্বাচন হয় কোন ধারাবাহিক জনপ্রিয়তা পেল, কোন ধারাবাহিক পিছিয়ে গেল জনপ্রিয়তা নিরিখে। চলতি সপ্তাহে টিআরপি (TRP) তালিকায় সেরা ধারাবাহিক হলো কে? কার মাথায় উঠলো বেঙ্গল টপারের শিরোপা?

কে হল বেঙ্গল টপার?

‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকের টিআরপি (TRP) যবে থেকে কমতে শুরু করেছে তবে থেকে ক্রমশ পিছিয়ে পড়ছে স্টার জলসা। মাঝে ‘গীতা এলএলবি’ (Geeta LLB) কোনও রকমে স্টার জলসাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল সামনের দিকে কিন্তু ফের এই সপ্তাহে পিছিয়ে পড়েছে ‘গীতা এলএলবি’। অন্যদিকে এবারেও বেঙ্গল টপার হল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। শুধু তাই নয়, প্রথম তিনেই রয়েছে জি বাংলার নাম।

Jagaddhatri

প্রথম ৫ -এ রয়েছে কোন কোন সিরিয়াল?

‘জগদ্ধাত্রী’ চরিত্রটি মানুষের মনে এতটাই ছাপ ফেলে দিয়েছে যে কোনও ভাবেই প্রথম স্থান থেকে তাকে সরানো যাচ্ছে না। এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’ এবং তৃতীয় স্থানে আবার নিজের স্থান অর্জন করেছে ‘নিম ফুলের মধু’। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার নাম। ‘গীতা এলএলবি’ এবং ‘অনুরাগের ছোঁয়া’, যথাক্রমে পেয়েছে চতুর্থ এবং পঞ্চম স্থান।

সেরা দশের তালিকা এক নজরে

৮.৯ নম্বর পেয়ে ‘জগদ্ধাত্রী’ পেয়েছে প্রথম স্থান। ৮.৭ নম্বর পেয়ে ‘ফুলকি’ রয়েছে দ্বিতীয় স্থানে। ‘নিম ফুলের মধু’ রয়েছে তৃতীয় স্থানে। প্রাপ্ত নম্বর ৮.২। ‘গীতা এলএলবি’ ৮.০ নম্বর পেয়ে পিছিয়ে এসেছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে ৭.৮ নম্বর পেয়ে ‘অনুরাগের ছোঁয়া’ নিজের স্থান বজায় রেখেছে।

ANURAGER CHHOWA

ষষ্ঠ স্থানে ফের রয়েছে জি বাংলার নাম। ৭.৪ নাম্বার পেয়ে ষষ্ঠ স্থান অর্জন করেছে ‘কোন গোপনে মন ভেসেছে’। ‘সন্ধ্যা তারা’ ধারাবাহিকটি ৬.৬ নম্বর পেয়ে রয়েছে সপ্তম স্থানে। অষ্টম স্থানে রয়েছে ‘জল থৈথৈ ভালোবাসা’, প্রাপ্ত নম্বর ৬.৫।

আরও পড়ুন : ‘‘আমার যোগ্য সিরিয়াল নয়!”‌ ‘সন্ধ্যাতারা’ থেকে বাদ পড়ে ক্ষোভ নায়িকার

নবম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক। ‘কার কাছে কই মনের কথা’ এবং ‘কথা’ এই দুটি ধারাবাহিক পেয়েছে ৬.৪ নম্বর। দশম স্থানে রয়েছে ‘তোমাদের রানী’, ৬.২ নম্বর পেয়ে। এই মুহূর্তে বন্ধের মুখে দাঁড়িয়ে রয়েছে ‘ইচ্ছে পুতুল’। কোনও রকমে সেরা পাঁচের মধ্যে জায়গা করে নিতে পারছে না সে। এদিকে গল্পের প্লট অনুযায়ী ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকটিও খুব শীঘ্রই শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

ICCHE PUTUL

আরও পড়ুন : মৃত্যুর মুখে নীল, গ্রেফতার ময়ূরী! তুলকালাম পর্ব আসছে ‘ইচ্ছে পুতুলে’

কারা ছিটকে গেল সেরা দশের তালিকা থেকে?

সেরা দশের তালিকায় জায়গা করে নিতে পারেনি ‘ইচ্ছে পুতুল’ যার প্রাপ্ত নম্বর ৫.৩। ‘লাভ বিয়ে আজকাল’ ও ‘তুমি আশে পাশে থাকলে’ এই দুটি ধারাবাহিক পেয়েছে ৬.০। ‘আলোর কোলে’ পেয়েছে ৫.৭। ‘হরগৌরী পাইস হোটেল’ পেয়েছে ৫.৯ নম্বর। ‘মিঠিঝোরা’ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ৪.৪ নম্বর নিয়ে।