হুবহু যেন লতা মঙ্গেশকর, অসাধারন গান গেয়ে ভাইরাল এই গৃহবধূ

বছরের শুরুতেই সঙ্গীত সম্রাজ্ঞি লতা মঙ্গেশকারকে (Lata Mangeshkar) হারিয়েছে সংগীতমহল। তার মৃত্যুতে যে শূন্যস্থান তৈরি হয়েছে তা কোনওভাবেই পূরণ করা যায় না। লতাজির ভক্তরা তার গানগুলিকে অমূল্য সম্পদ হিসেবে আজীবন বাঁচিয়ে রাখবেন। ভক্তদের কাছে লতা মঙ্গেশকর দেবী সরস্বতীর মত। তার তুলনা একমাত্র তিনি নিজেই। কেউ তার জায়গা নিতে পারে না। তবে লতাকন্ঠীদের গান এক লহমার জন্য শ্রোতাদের মন ভরিয়ে দেয়।

সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি সেন্সেশন হয়ে উঠেছেন লতা কন্ঠী এক গৃহবধূ। তিনি অবিকল লতাজির গলা নকল করে গান গাইতে পারেন। লতা মঙ্গেশকরের কালজয়ী ‘সত্যম শিবম সুন্দরাম’ গানটি গেয়ে শোনালেন তিনি। তার বেশভূষা অতি সাধারণ, তবে তার গলার স্বর এককথায় অনবদ্য। এই মহিলার গলার স্বর নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে।

মলিন শাড়ি, মাথার চুলে পাক ধরেছে। তবে কন্ঠটি তার অবিকল লতা মঙ্গেশকরের মত! ছোট্ট একটি স্টুডিও ঘরের মত ঘরে মাইক হাতে নিয়ে মিউজিকের সঙ্গে তালে তাল মিলিয়ে অত্যন্ত নিষ্ঠা সহকারে গানটি গেয়ে শুনিয়েছেন এই মহিলা। নেটিজেনরা এই লতাকন্ঠীর গান শুনে প্রশংসায় পঞ্চমুখ। কমেন্ট বক্সে তাকে নিয়ে চলছে চর্চা।

উল্লেখ্য, এই নাম না জানা মহিলার গান নিমেষের মধ্যে নেটিজেনদের আরও এক লতা কন্ঠীর কথা মনে করিয়ে দেয়। তিনি আর কেউ নন, রানাঘাটের রানু মন্ডল। মাঝে লতাকন্ঠী হিসেবে তার সুনাম ছড়িয়ে পড়েছিল সর্বত্র। একসময় রানাঘাটের স্টেশনে গান গেয়ে ভিক্ষা করে উপার্জন করতেন তিনি। এইভাবে গান গাইতে গাইতে সোশ্যাল মিডিয়ার নজরে পড়ে যান। বাকিটা ইতিহাস। রাতারাতিই খ্যাতি, প্রশংসা কুড়িয়েছিলেন রানু মন্ডল। একজন সাধারণ ভিক্ষাজীবীর কণ্ঠস্বরে মুগ্ধ হয়েছিল গোটা দেশ। ডাক পড়েছিল বলিউড থেকেও।

হিমেশ রেশমিয়ার মত শিল্পীর সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার সুযোগও পেয়েছিলেন তিনি। এছাড়াও মুম্বাইয়ের নামিদামি মঞ্চ থেকেও এসেছিল ডাক। কিন্তু এত নামডাক, খ্যাতি তিনি ধরে রাখতে পারেননি। যে ভক্তরা তাকে মাথায় তুলে রাখত সেই ভক্তদের সঙ্গেই দুর্ব্যবহার করে তাদের রোষানলে পড়তে হয় রানু মন্ডলকে। বর্তমানে ফের কষ্টে-সৃষ্টেই দিন কাটছে তার।