‘কাশ্মীর ফাইলস’ সিনেমায় অভিনেতারা কে কত টাকা পারিশ্রমিক পেলেন

বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবি মুক্তি পাওয়ার পর থেকেই বলিউডে ঝড় বইছে। গোটা দেশজুড়ে রমরমিয়ে ব্যবসা করছে ছবিটি। ছবিটি নিজেরই একের পর এক রেকর্ড ভাঙছে। প্রথম দিনে সাড়ে ৪ কোটি, প্রথম সপ্তাহেই ১০০ কোটি এবং দ্বিতীয় সপ্তাহের শেষেই ২০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। কাশ্মীরি পণ্ডিতদের উপর হওয়া অত্যাচারের কাহিনী নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে।

এই ছবিতে অভিনয়ের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি চরিত্রের অলংকরণ করেছেন বলিউডের তাবড় তাবড় তারকারা। তাদের অভিনয়গুণে কাশ্মীরে পণ্ডিতদের যন্ত্রণার সঙ্গে একাত্ম বোধ করতে পেরেছেন দর্শকরা। ২০০ কোটির এই ছবি থেকে কত পারিশ্রমিক পেলেন তারা? আসুন আজ জেনে নেওয়া যাক ছবির জন্য অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশীরা কত টাকা পারিশ্রমিক পেলেন।

Why ther is so Much Controversy about The Kashmir Files

এই ছবিটি বলিউড এবং দক্ষিণের মতো বিগ বাজেটের ছবি ছিল না। ১৪ কোটি টাকা হাতে সম্বল নিয়ে ছবিটি বানিয়েছিলেন পরিচালক। আজ সেই ছবি গল্প গুণে রেকর্ড ব্যবসা করছে। বলিউড সূত্রে খবর, এই ছবির জন্য অনুপম খের ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। ছবিতে পুষ্কর নাথ পন্ডিতের ভূমিকায় অনুপম খেরের লুক এবং অভিনয় সমালোচকদেরও প্রশংসা পেয়েছে।

ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। ছবির প্রয়োজনে তার লুকেও কিছু পরিবর্তন হয়। আইএএস ব্রহ্ম দত্তের ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন। ছবির জন্য মিঠুন চক্রবর্তী দেড় কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে জানা যাচ্ছে। এ ছাড়া বাদবাকি অভিনেতারা সকলেই লাখের ঘরে পারিশ্রমিক পেয়েছেন। কেউই কোটি টাকা দাবি করেননি। এবার চলুন জেনে নেওয়া যাক বাকি অভিনেতাদের পারিশ্রমিক কত ছিল।

ছবিতে বিবেক অগ্নিহোত্রীর স্ত্রী তথা বলিউড অভিনেত্রী পল্লবী যোশী রাধিকা মেননের ভূমিকায় অভিনয় করেছেন। ছবির জন্য তিনি ৫০-৭০ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন। লক্ষ্মী দত্তের ভূমিকায় অভিনয় করে মৃণাল কুলকার্নি ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন। ছবিতে কৃষ্ণা পন্ডিতের ভূমিকায় অভিনয় করেছেন দর্শন কুমার। তিনি ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন। ডিজিপি হরি নারায়ণের ভূমিকায় অভিনয় করেছিলেন পুনিত ইসার। তিনি পেয়েছেন ৫০ লক্ষ টাকা। সর্বশেষ, পরিচালক বিবেক অগ্নিহোত্রী ছবি বানাতে নিয়েছেন ১ কোটি টাকা পারিশ্রমিক।