‘থ্রি ইডিয়টস’এর মিলিমিটার আজ কোথায়, ১২ বছরে কতটা বদলেছে সে

আমির খান, আর মাধবন, শরমন যোশী, বোমান ইরানি এবং করিনা কাপুর খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’ (3 Idiots) বলিউডের কাল্ট ছবি হয়ে থেকে যাবে আজীবন। এই ছবিটি প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন তুলেছে। কমেডির মোড়কে মোড়া হলেও বর্তমান শিক্ষাব্যবস্থার দিকে আঙ্গুল তুলতে ও দর্শকদের ভাবতে বাধ্য করেছে ‘থ্রি ইডিয়টস’। ছবির প্রতিটি চরিত্র ছিল গুরুত্বপূর্ণ। এদের মধ্যে একজন ‘মিলিমিটার’, তাকে নিশ্চয়ই ভুলে যাননি দর্শক?

মিলিমিটার, যে ছিল ইঞ্জিনিয়ারিং কলেজের ‘লন্ড্রি বয়’। আবার কলেজের সব ছাত্রদের জন্য সে ছিল খুব কাজের ছেলে। নোটস কপি করা থেকে আরম্ভ করে সমস্ত টুকিটাকি গোপনীয় কাজ গোপন রেখে করতে সে ছিল ওস্তাদ। ছবির একেবারে শেষ ভাগে এসে আর মাধবনের কথায় মিলিমিটারকে ‘সেন্টিমিটার’ রূপে দেখা যায়। অর্থাৎ অনেক বড় হয়ে গিয়েছিল সে। তাকে চেনাই ছিল মুশকিল! বাস্তবে কতটা বড় হয়েছেন মিলিমিটার?

‘থ্রি ইডিয়টস’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। তার পরেও বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি। আজ তার সেই ছোটখাটো পাতলা চেহারা আর নেই। বদলে রীতিমতো সুপুরুষ হয়ে উঠেছেন অভিনেতা। তার আসল নামটা কী জানেন? মিলিমিটারের আসল নাম রাহুল কুমার। ছোটবেলা থেকেই তিনি অভিনয় করছেন। ২০০৫ সালে ‘দ্য ব্লু আমব্রেলা’ ছবি মারফত শিশুশিল্পী হিসেবে বলিউডে ডেবিউ করেন তিনি। পরের বছর সাইফ আলি খানের ‘ওমকারা’ ছবিতে ল্যাংড়া ত্যাগীর ছেলে ‘গোলু’র চরিত্রে তিনি অভিনয় করেছিলেন।

জন্ম ১৯৯৫ সালে উত্তরাখণ্ডের আলমোড়াতে। বর্তমানে মুম্বইয়ে থাকেন। থিয়েটারেই প্রথম অভিনয়ে হাতেখড়ি। ১৯৯৮ সাল থেকে থিয়েটারে শিশু অভিনেতা হিসেবে কাজ শুরু করেন। সেখান থেকে অ্যাড ফিল্ম, টিভি শো হয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ। টিভি কমার্শিয়ালেও প্রচুর কাজ করেন রাহুল। অভিনয়ের শুরুর দিকে চুটিয়ে অ্যাড ফিল্মে কাজ করেছেন। বেশ নামী ব্র্যান্ডের টিভি কমার্শিয়ালেও দেখা গিয়েছে তাঁকে।

এরপরই তার কাছে ‘থ্রি ইডিয়টস’ ছবির জন্য প্রস্তাব আসে। সুপারহিট এই ছবির সূত্রে তিনি অনেক জনপ্রিয়তা পান। ২০১২ সালে রাহুলকে ফের ‘জিনা হ্যায় তো ঠোক ডাল’ ও ‘বিটওয়া’ ছবিতে অভিনয় করতে দেখা যায়। এই দুটি ছবি অবশ্য তেমন জনপ্রিয়তা পায়নি। তবে রাহুল কুমারের অভিনয় দর্শকদের ফের একবার পছন্দ হয়েছে। রাহুল এখনও অভিনয় করে চলেছেন। সোশ্যাল মিডিয়াতে তার অনুরাগী সংখ্যাটাও অনেক।

আজ অনেকটাই বড় হয়ে গিয়েছেন রাহুল। তার চেহারাতেও এসেছে অনেক পরিবর্তন। সোশ্যাল মিডিয়াতে তিনি বেশ সক্রিয় থাকেন। রাহুলের বয়স এখন ২৩। সে দিনের ছোট্ট মিলিমিটার এখন একজন সুদর্শন, ঝকঝকে তরুণ। অভিনয়ের পাশাপাশি তাঁর পছন্দের বিষয় গান ও গিটার বাজানো। শাহরুখ খান, রণবীর কপূর, অমিতাভ বচ্চন-সহ অনেক সুপারস্টারের সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন রাহুল।