সাধারণ মানুষের ধারণা সিনেমা‘র (Cinema) জগতের তারকাদের জীবন খুবই জাঁকজমকপূর্ণ। তাই তাদের রোগ-ব্যধির সমস্যা দেখা দেয় না। কিন্তু এমনটা নয় বহু তারকাই নানা ধরনের অসুখে ভুগছেন। যেমন অনেক জনপ্রিয় তারকারা ডায়াবেটিস-এ (Diabetes) আক্রান্ত। এই প্রতিবেদনে তাদের কয়েকজনের নাম দেওয়া হয়েছে।
অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) : হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি‘র (Hindi film industry) সর্বকালের সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন অমিতাভ বচ্চন। তিনি টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত। কিন্তু এই সব বাধা সত্ত্বেও তিনি আজও বলিউডে কাজ করে যাচ্ছেন।
সোনাম কাপুর (Sonam Kapoor) : বলিউডের পরিচিত মুখ হলেন অভিনেত্রী সোনাম কাপুর। তিনি নিজেকে ফিট রেখেছেন। কিন্তু অনেকেই জানেন না যে তিনি সোনাম কাপুর ১৭ বছর বয়স থেকে টাইপ ২ ডায়াবেটিসে ভুগছেন।
সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) : দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী হলেন সামান্থা রুথ প্রভু। তিনি একটি হিন্দি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। তিনি ডায়াবেটিস আক্রান্ত। ২০১৩ সালে তিনি ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন।
রেখা (Rekha) : বলিউডে সুন্দরী অভিনেত্রীদের কথা বললে সবার আগেই নিতে হবে অভিনেত্রী রেখার নাম। বয়স বাড়লেও তার সৌন্দর্য কমেনি। তবে তিনি ডায়াবেটিক আক্রান্ত। তাই ব্যায়ামের মাধ্যমে নিজেকে ফিট রাখার চেষ্টা করেন তিনি।
রানা দাগ্গুবতী (Rana Daggubati) : বহু জনপ্রিয় দক্ষিণী ছবি ও হিন্দি ছবির পর্দায় দেখা গিয়েছে অভিনেতা রানা দাগ্গুবতীকে। তিনি নিজের সব সময় ফিট রাখতেই পছন্দ করেন। তবে তাও তিনি টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত। তাই বেছে বেছে খাবার খান তিনি।
নিক জোনাস (Nick Jonas) : হলিউডের জনপ্রিয় গায়ক নিক জোনাস বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী। তাদের এক সন্তানও রয়েছে। কিন্তু খুব কম বয়সেই নিক টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছিলেন। তাই ব্যায়ামের মাধ্যমে নিজেকে ফিট রাখার চেষ্টা করেন তিনি।
সুধা চন্দ্রন (Sudha Chandran) : হিন্দি টেলিভিশনের (Hindi television) জনপ্রিয় অভিনেত্রী হলেন সুধা চন্দ্রন। তাকে আমরা অনেক বিখ্যাত ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে তিনিও ডায়াবেটিস আক্রান্ত। মাত্র ১৬ বছর বয়সে এঈ রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।
আরও পড়ুন : বিরল রোগে আক্রান্ত অমিতাভ বচ্চন, কঠিন শারীরিক যন্ত্রণা নিয়ে লিখলেন খোলা চিঠি
কমল হাসান (Kamal Haasan) : তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির (Tamil Film Industry) সুপারস্টার হলেন অভিনেতা কমল হাসান। তিনি তামিল ছবির পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। কিন্তু তিনিও ডায়াবেটিস আক্রান্ত। তার টাইপ ১ ডায়াবেটিস রয়েছে।
আরও পড়ুন : বিরল রোগে আক্রান্ত সামান্থা প্রভু, হাসপাতালে শুয়ে চলছে জীবন মরণের লড়াই
ফাওয়াদ খান (Fawad Khan) : পাকিস্তানি ধারাবাহিকের (Pakistani series) জনপ্রিয় অভিনেতা হলেন অভিনেতা ফাওয়াদ খান। তিনি পাকিস্তানি ধারাবাহিক ছাড়াও বলিউড ও হলিউডে (hollywood) কাজ করেছেন। তিনিও ১৭ বছর বয়স থেকে ডায়াবেটিক টাইপ ১-এ আক্রান্ত।