পরিবারের বিবাদ চরমে, সম্পত্তির ভাগাভাগি করে দিলেন অমিতাভ বচ্চন! কে কত টাকা পেল?

বেশ কিছুদিন ধরেই বচ্চন পরিবার (Bachchan Family) -র অন্দরমহলের সমস্যার কথা উঠে আসছে আমাদের সামনে। পরিবারের সদস্যদের মধ্যে যে কোন সমস্যা তৈরি হয়েছে তা বেশ বোঝাই যাচ্ছে। দিন কয়েক আগে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে এসে পাকাপাকিভাবে থাকতে শুরু করেছেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। কিন্তু এবার হলো সব ‘প্রতীক্ষার অবসান’। মেয়ে শ্বেতা বচ্চন নন্দাকে (Shweta Bachchan Nanda) উপহার স্বরূপ নিজের সাধের প্রতীক্ষা লিখে দিলেন অমিতাভ বচ্চন(Amitabh Bachchan)। ভাগাভাগি হয়ে গেল বচ্চন পরিবারের সম্পত্তি।

বচ্চন পরিবারের মনোমালিন্য

শাশুড়ি এবং ননদের সঙ্গে যে এর আগেও সমস্যা তৈরি হয়েছিল ঐশ্বর্যের, তা আমরা সকলেই জানি কিন্তু এবার বোধহয় সব সহ্যের মাত্রা ছাড়িয়ে গেছে। ঐশ্বর্যের জন্মদিনে অভিষেকের অনুপস্থিতি বা শশুর মশাইয়ের জন্মদিনে ঐশ্বর্যের শুধু একটি সোশ্যাল মিডিয়া পোস্ট, এমনকি বাড়ির ছোট নাতনি আরাধ্যার জন্মদিনেও কোন হৈ-হুল্লোড় না দেখতে পেয়ে জনগণ বুঝেই গেছেন পরিবারের মধ্যে হয়েছে কোনও বড় গন্ডগোল। বচ্চন পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্যের মধ্যেই এবার উঠে এলো সম্পত্তি ভাগাভাগির কথা।

Amitabh Bachchan

অমিতাভ বচ্চনের সম্পত্তির ভাগাভাগি

মৃত্যুর আগে নিজের দুই সন্তানের মধ্যে সম্পত্তি ভাগাভাগির কথা অনেক আগেই বলেছিলেন অমিতাভ বচ্চন। সেই সিদ্ধান্তের প্রথম পদক্ষেপই নিলেন তিনি। বাবা হরিবংশ রাই বচ্চনের থেকে উপহার পাওয়া অমিতাভ বচ্চনের প্রথম সম্পত্তি অর্থাৎ প্রতীক্ষার একটি অংশ অবশেষে মেয়ের নামে লিখে দিলেন বিগ বি।

মেয়ে শ্বেতা বচ্চন নন্দাকে কত সম্পত্তি দিলেন অমিতাভ বচ্চন

৫০ কোটি টাকার বাংলোর একটি অংশ অমিতাভ এবং জয়া যৌথভাবে উপহার দিলেন মেয়েকে। প্রতীক্ষার মোট দুটি অংশ রয়েছে যার মধ্যে একটি ৮৯০.৪৭ স্কোয়ার ফুট এবং অন্যটি ৬৭৪ স্কোয়ার ফুট। গত ৮ নভেম্বর একটি গিফট ডিড সই করে প্রতীক্ষার একটি অংশ দেওয়া হয়েছে শ্বেতাকে। এই গিফট ডিডের জন্য ৫০.৬৫ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়েছে। এই সম্পত্তি মেয়েকে লিখে দেওয়ার পর অমিতাভ কি একেবারেই হয়ে গেলেন সর্বস্বান্ত?

Amitabh Bachchan

আরও পড়ুন : বিদ্যুৎ বিলেই আস্ত ফ্ল্যাট কেনা যাবে! অমিতাভ বচ্চনের বাড়ির ইলেকট্রিক বিল কত আসে?

অমিতাভ বচ্চনের সম্পত্তির পরিমাণ

না, অমিতাভ বচ্চনের কাছে আছে মোট ৩৩০০ কোটি টাকার সম্পত্তি। প্রায় ছয় দশক ধরে অভিনয় জগতে যুক্ত থাকার পর বিশাল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন তিনি। প্রতীক্ষা ছাড়াও শাহেনশার কাছে আছে মুম্বাইতে আরও দুটি বাংলো, যেগুলি হল জলসা এবং জনক। গোটা বচ্চন পরিবার একসঙ্গে থাকেন সেই জলসাতে। ২০০৭ সালে অভিষেক এবং ঐশ্বর্যের প্রতীক্ষায় বিয়ে হবার পর বাকি অনুষ্ঠানগুলি হয়েছিল এই জলসা এবং জনকে।

আরও পড়ুন : শুধু জয়া আর রেখা নয়, এই ৩ অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খেতেন অমিতাভ বচ্চন

ABHISHEK BACHCHAN AND AISHWARYA RAI BACHCHAN

আরও পড়ুন : ভারতের সবথেকে দামি স্কুলে পড়ে অভিষেক-ঐশ্বর্যের মেয়ে! মাসের খরচই আপনার এক বছরের রোজগার

অভিষেক ও ঐশ্বর্য রাই বচ্চনের সম্পত্তির পরিমাণ

প্রসঙ্গত, অমিতাভ বচ্চন ছাড়াও জয়া বচ্চনের সম্পত্তির পরিমাণ প্রায় ২০০০ কোটি টাকা। অভিষেকের কাছে ২৮০ কোটি টাকার সম্পত্তি, ৫০ কোটি টাকার সম্পত্তি পেয়ে শ্বেতা ১১০ কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন। তবে দুই ভাই বোনের থেকে এগিয়ে রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। ঐশ্বর্যের সম্পত্তির পরিমাণ ৮২৮ কোটি টাকা। এছাড়া অমিতাভের নাতি অগস্ত্য নন্দা ২ কোটি এবং নাতনি নব্যা নভেলি নন্দা ১৬ কোটি টাকার সম্পত্তির মালিক।

আরও পড়ুন : কতদূর পড়াশোনা করেছেন অমিতাভ বচ্চন? ফাঁস হল তার রেজাল্ট