রূপে করিনা, করিশ্মাকেও হার মানাবেন কাপুর বংশের এই মেয়ে। কাপুরদের মত টুকটুকে ফর্সা না হলেও সৌন্দর্যে নায়িকাদের হার মানিয়ে দেবেন পৃথ্বীরাজ কাপুরের মেয়ে উর্মিলা সিয়াল কাপুর। না, বাবা কিংবা দাদাদের মত তিনি বলিউডে প্রবেশ করেননি। কারণ তখনকার সময়ে কাপুর বংশের মেয়েদের বলিউডে প্রবেশ নিষিদ্ধ ছিল। তাই বলে রূপে তিনি কোনও অংশে কম ছিলেন না।
পৃথ্বীরাজ এবং রেশমি মেহেরার একমাত্র মেয়ে হলেন উর্মিলা সিয়াল কাপুর। তিনি রাজ, শাম্মী কাপুরের ছোট বোন ও শশী কাপুরের দিদি। গায়ের রং একটু শ্যামলা হওয়ার কারণে দাদারা ও ভাই তাকে বাবা মায়ের দত্তক কন্যা বলে ক্ষ্যাপাতেন। তবে ফর্সা মানেই তো আর সুন্দরী নয়। উর্মিলার গায়ের রং চাপা হলেও তিনি ছিলেন অসাধারণ সুন্দরী। আর তিনি ছিলেন তার দাদা এবং ভাইদের চোখের মণি। কাপুর পরিবারের খুবই আদরের মেয়ে ছিলেন উর্মিলা। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের লেডি আরউইন কলেজের ছাত্রী ছিলেন।
খুব ছোট বয়সেই তার বিয়ে হয়ে যায় নাগপুরের কয়লা খনির মালিক সিয়াল পরিবারের ছেলে চিরঞ্জিত সিয়ালের সঙ্গে। তার শ্বশুরবাড়ি বেশ বড়লোক। তাদের ৪ সন্তান রয়েছে, অনুরাধা, প্রীতি, নমিতা এবং যতীন। ৪ সন্তান এবং স্বামীকে নিয়ে সুখের সংসার ছিল উর্মিলার। কিন্তু ১৯৯৩ সালের ৩১শে ডিসেম্বর উর্মিলার ৬০ তম জন্মদিন পালনের পর দিনেই তার স্বামীর মৃত্যু হয়।
আরও পড়ুন : হানিমুনে করিশ্মাকে বন্ধুদের কাছে বিক্রি করে দেন! স্ত্রীর ‘রেট’ ধরে নিলামে তুলেছিলেন স্বামী
আরও পড়ুন : কাপুর পরিবারের সুপারস্টারদের আসল নাম কি? ৯৯% মানুষ জানেন না
২০০১ সালে ৬৭ বছর বয়সে মৃত্যু হয় উর্মিলারও। তার ছেলেমেয়েদের মধ্যে একমাত্র ছেলে যতীনই অভিনয় করতে চেয়েছিলেন। তিনি ঋষি কাপুরের ‘আ আব লট চলে’ ছবিতে অভিনয় করেন। তারপর শাহিদ কাপুরের বিবাহ সিনেমাতেও তিনি অভিনয় করেছিলেন। একাধিক সিনেমা, ওয়েবসিরিজ এবং সিরিয়ালে অভিনয় করেছেন যতীন। আহট, সাঁস, সঞ্জীবনী, তশন এ ইশকের মত টেলিভিশন সিরিয়ালেও তিনি অভিনয় করেন।