জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকেও যোগ্য সম্মান দিল না টলিউড, কোথায় হারিয়ে গেলেন ‘সুবর্ণলতা’?

কোথায় হারিয়ে গেলেন অনন্যা চট্টোপাধ্যায়? কেন রাতারাতি ছেড়ে দিলেন অভিনয়?

Where Is Tollywood Actress Ananya Chatterjee : বাংলা টেলিভিশনে বহু আইকনিক সিরিয়াল (Bengali Mega Serial) এসেছে। কিছু কিছু সিরিয়াল দর্শকদের মনের মধ্যে এমনভাবে গেঁথে গিয়েছে যে বছরের পর বছর কেটে গেলেও তাদের জনপ্রিয়তা কমেনি। এমন একটি সিরিয়াল ছিল সুবর্ণলতা (Subarnalata)। আশাপূর্ণা দেবীর উপন্যাস অবলম্বনে জি বাংলা (Zee Bangla) -র পর্দায় উপস্থাপিত এই সিরিয়ালটি খুবই জনপ্রিয় হয়েছিল। মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অনন্যা চ্যাটার্জী (Ananya Chatterjee)

তবে অনন্যা শুধু সুবর্ণলতা সিরিয়ালে নয়, তিনি আরও বেশ কিছু সিরিয়াল এবং সিনেমাতে অভিনয় করেন। শেষবার তাকে টেলিভিশনের পর্দায় ‘জয় কালী কলকাত্তাওয়ালী’ (Jai Kali Kalkattawali) ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল। আর বুদ্ধদেব দাশগুপ্তের ‘টোপ’ ছবি ছিল তার অভিনীত শেষ সিনেমা। তারপর থেকে কোথায় যেন হারিয়ে গেলেন অভিনেত্রী।

Ananya Chatterjee

দর্শকদের অতি পছন্দের অভিনেত্রী, অভিনয়ের গুণে তিনি জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। কিন্তু তবুও এখন আর সেভাবে অভিনয় করতে দেখা যায় না অনন্যাকে। তিনি স্বস্তিকা মুখোপাধ্যায়ের ‘মোহমায়া’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন। তবে তার আগে দীর্ঘ ছয় বছর তিনি কাজ থেকে বিরতি নিয়ে নেন।

একজন সু-অভিনেত্রী হওয়ার পাশাপাশি অনন্যা ভাল নাচও জানেন। তিনি মমতা শংকরের নাচের একাডেমিতে নাচ শিখতেন। সেখান থেকেই অভিনয়ের সুযোগ পান তিনি। ‘একদিন প্রতিদিন’ ধারাবাহিক দিয়ে তার অভিনয় জগতে হাতেখড়ি হয়। তিথির অতিথি, আলেয়ার মত একাধিক সিরিয়াল ও বহু টেলিফিল্ম রয়েছে তার ঝুলিতে।

Ananya Chatterjee

২০০২ সালে ‘টক ঝাল মিষ্টি’ ছবির হাত ধরে অনন্যা বাংলা ছবি দুনিয়াতে পা রাখেন। ঋতুপর্ণ ঘোষের ‘আবহমান’ (Abohoman) সিনেমার জন্য তিনি পেয়েছিলেন জাতীয় পুরস্কার (National Award)। তবে টলিউডে সেভাবে তিনি গুরুত্ব পাননি। এরপর আবার বাংলা সিরিয়ালে অভিনয় করতে শুরু করেন অনন্যা। তার অভিনীত পুরনো সিরিয়ালগুলোর রিপিট টেলিকাস্ট আজও বেশ ভালই চলে।

Ananya Chatterjee

আরও পড়ুন : ৩০ বছরের কেরিয়ারে এই প্রথম, বিরাট নজির গড়ে ফেললেন রচনা ব্যানার্জী

শোনা যায় অভিনেত্রীর ব্যক্তিগত জীবন খুব একটা সুখের নয়। বিয়ের চার বছরের মধ্যেই তার সংসার ভেঙে যায়। আর কাজের ব্যাপারেও তার বেশ বাছবিচার আছে। তিনি একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘বাজে কাজ করার থেকে বই পড়া ভালো।” আর কাজের জন্য তিনি পরিচালকদের হাতে পায়ে ধরতে পারবেন না। তাই তিনি অভিনয় জগত থেকে দূরেই রয়েছেন।

আরও পড়ুন : “শিরদাঁড়া বিক্রি করিনি, তাই…!” টলিউডের বিরুদ্ধে বিস্ফোরক টোটা রায় চৌধুরী