“শিরদাঁড়া বিক্রি করিনি, তাই…!” টলিউডের বিরুদ্ধে বিস্ফোরক টোটা রায় চৌধুরী

টলিউডের বিরুদ্ধে বিস্ফোরক টোটা রায় চৌধুরী, তুলে ধরলেন বিস্ফোরক সত্যি

Tota Roy Chowdhury On Tollywood : বাংলা সিনেমা, সিরিয়াল থেকে ওয়েব সিরিজ, সব মাধ্যমেই সেরা অভিনেতা হিসেবে গণ্য হয়েছেন টোটা রায় চৌধুরী (Tota Roy Chowdhury)। দর্শকদের অতি পছন্দের অভিনেতা তিনি। বিনোদনের দুনিয়াতে টোটা পা রেখেছিলেন খুব কম বয়সে। তবে খ্যাতির শিখরে পৌঁছাতে পৌঁছাতে তার বেশ কয়েক দশক লেগেছে। মধ্য বয়সে এসে এখন টোটা টলিউড (Tollywood) -র পাশাপাশি বলিউড (Bollywood) -ও জয় করছেন।

এক সময় নাকি টলিউড ইন্ডাস্ট্রিতে নেপোটিজম (Nepotism) -র শিকার হয়েছিলেন টোটা। অভিনয় দক্ষতা থাকলেও তিনি কেবল পার্শ্ব চরিত্রে অভিনয় করার সুযোগ পেতেন। এভাবেই কেটেছে তার যুবা অবস্থা। তবে এই মধ্য বয়সে এসেও তিনি যেভাবে নিজেকে মেইনটেইন রেখেছেন এবং সেই সঙ্গে ঘষেমেজে নিজেকে ইন্ডাস্ট্রির আরও যোগ্য করে তুলেছেন তা প্রশংসার দাবি রাখে।

TOTA ROY CHOWDHURY

টোটা রায়চৌধুরী যখন অভিনয় শুরু করেন তখন তিনি কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্র। তিনি চেয়েছিলেন সেনাবাহিনীতে যোগ দেবেন। পরিচালক প্রভাত রায়ের কাছ থেকে অভিনয়ের প্রস্তাব পেয়ে তিনি ইন্ডাস্ট্রিতে পা রাখেন। তখন তার অভিনয়ের প্রতি তেমন জ্ঞান ছিল না। মূলত কমার্শিয়াল ছবিতেই কাজ করতেন তিনি। তবে তার কেরিয়ারের মোড় ঘুরে যায় ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করে।

এত বড় মাপের একজন অভিনেতা টোটা, কমার্শিয়াল ছবির পাশাপাশি তিনি ভিন্নধারার ছবিতেও সমান সাবলীল। কিছু দিন আগেই বলিউডে করণ জোহরের ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ ছবিতে অভিনয় করার সুযোগ পান তিনি। এই ছবিতে আলিয়া ভাটের বাবার চরিত্রে অভিনয় করেছেন টোটা। নিঃসন্দেহে তাই চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ।

TOTA ROY CHOWDHURY

টোটা বলেন তিনি সবসময় দর্শকরা কী চান, সেটাই বোঝার চেষ্টা করেন। যেটা তিনি বোঝাতে চাইছেন সেটা কেউ যদি নাই বোঝে তাহলে কোনও লাভ নেই। অভিনেতার কথায় ইন্ডাস্ট্রিতে একদল তারকা রয়েছেন যারা অভিনয় কেরিয়ার শুরু করার সঙ্গে সঙ্গেই জাঁকজমক দেখাতে গিয়ে ইএমআইয়ের ঝামেলায় পড়ে যান। আর তারপর কারও কাছে মেরুদণ্ড বিক্রি করে দেন।

TOTA ROY CHOWDHURY

আরও পড়ুন : অভিনয় ছেড়ে নতুন পেশা নিচ্ছেন, চমকে দেওয়ার মত সিদ্ধান্ত নিলেন যীশু সেনগুপ্ত

টোটা তার সাক্ষাৎকারে বলেছেন তিনি ওই মেরুদন্ড বিকিয়ে দেওয়ার দলে পড়েন না। তিনি নিজের মনের কথা শোনেন। সত্যিকে সত্যি, আর মিথ্যেকে মিথ্যেই বলতে পারেন। কম পরে, কম খেয়েও মাথা উঁচু করে চলা তার আদর্শ। এই কারণে তিনি কখনও কোনও শিবিরের অংশ হতে পারেনি। নিজেকে নিয়ে এই কথা স্পষ্ট করেই বলেছেন অভিনেতা।

আরও পড়ুন : ৫১ বছর পর আসছে উত্তম-অপর্ণার কালজয়ী ছবি, জানুন কোথায় কীভাবে দেখবেন