বাংলা সিরিয়াল জগতের খুব পরিচিত এবং গুণী অভিনেত্রী হলেন রাজন্যা মিত্র (Rajanya Mitra)। কখনো খলনায়িকা কখনো আবার ভালো, সব রকম চরিত্রই আমরা দেখেছি এই অভিনেত্রীকে। কিন্তু অভিনয় জীবনের প্রথম দিকে কিছু ব্যর্থতার সম্মুখীন হয়েছিলেন তিনি, আর সেই অভিজ্ঞতাকেই নিজের সাফল্যের চাবিকাঠি বলে বর্ণনা করলেন রাজন্যা।
থিয়েটারে কাজ করতে করতেই প্রথম সিরিয়ালে অভিনয় করার সুযোগ পান তিনি। ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকে প্রথম অভিনয় করে মানুষের মন জয় করেছিলেন রাজন্যা। তারপর কার্যত তাকে আর ফিরে তাকাতে হয়নি। ‘ইচ্ছে নদী’, ‘নকশি কাঁথা’, ‘খড়কুটো’র মত একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন দাপটের সঙ্গে। দেখতে দেখতে ১৯ বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিয়েছেন তিনি।
‘ইচ্ছে নদী’ সিরিয়ালে কখনো অনুরাগের বৌদির চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি কখনো আবার ‘খড়কুটো’ সিরিয়ালে মিষ্টি বৌদির চরিত্রে অসাধারণ অভিনয় করে মানুষকে দেখিয়েছেন তার অভিনয় যোগ্যতা। তবে তেমনভাবে কখনো নায়িকার চরিত্রে অভিনয় করার সুযোগ পাননি তিনি। পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও রাজন্যা চিরকালই নিজের চরিত্রকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, শুরুর দিকে একাধিকবার রিজেক্ট হতে হয়েছিল তাকে। অনেকবার চরিত্রের জন্য তাকে ফাইনাল করার পরেও তিনি বাদ পড়ে গিয়েছেন সিরিয়াল থেকে। তবে এই নিয়ে কোন আফসোস নেই তার কারণ জীবনের স্ট্রাগল না করলে বড় হওয়া যায় না। জীবনে স্ট্রাগেল ছিল বলেই আজ তিনি এত বড় মাপের অভিনেত্রী হতে পেরেছেন। তবে ইন্ডাস্ট্রিতে থাকাকালীন কোন খারাপ অভিজ্ঞতা হয়নি তার।
রাজন্যা আরো বলেন, তখনকার ডিসিপ্লিন আর এখনকার পরিবেশের মধ্যে অনেকটাই তফাৎ। তবে এই ডিসিপ্লিন না থাকলে হয়তো এত সুন্দর করে কাজ শিখতে পারতেন না তিনি। বর্তমানের মতো ভবিষ্যতেও তিনি একইভাবে কাজ করে যেতে চান সিরিয়ালে। নতুন নতুন অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করতেও যে তার ভীষণ ভালো লাগে, সে কথাও জানাতে ভোলেন নি অভিনেত্রী।
আরও পড়ুন : ছোটবেলায় হিট হলেও এখন গায়েব! এখন আর পর্দায় দেখা যায় না এই ৫ শিশুশিল্পীকে
আরও পড়ুন : পার্শ্বচরিত্রেও মুগ্ধ করতেন দর্শকদের, কোথায় হারিয়ে গেলেন ‘সুবর্ণলতা’র প্রকাশ?
প্রসঙ্গত, এই মুহূর্তে ‘জল থৈ থৈ ভালোবাসা’ সিরিয়ালে অপরাজিতার ননদের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে রাজন্যাকে। ভীষণ পজেটিভ একটি চরিত্র এটি। অপরাজিতার পাশাপাশি রাজন্যার এই চরিত্রটিও সিরিয়ালটিকে অন্য মাত্রা এনে দেয়। আপাতত অপরাজিতাকে ‘জল থৈ থৈ ভালোবাসা’ ধারাবাহিক না দেখা গেলেও রাজন্যাকে কিন্তু প্রতিদিনই দেখা যাচ্ছে সিরিয়ালে।