২০২৩-এর সুপারফ্লপ ৬ বলিউড নায়িকা, যারা প্রডিউসারদের দেউলিয়া করে ছেড়েছেন

যে কোন অভিনেতা অভিনেত্রীর একটা সময় আসে, যখন তাদের সিনেমা তেমনভাবে বক্স অফিসে সাফল্য অর্জন করে না। এক একটা বছর এক একজন শিল্পীদের কাছে খারাপ বছর হিসেবে প্রমাণিত হয়। ২০২৩ সালে তেমনি কিছু নায়িকাদের জন্য খারাপ বছর হিসেবে প্রমাণিত হয়েছে যারা বক্স অফিসে দিয়েছে একের পর এক ফ্লপ সিনেমা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই নায়িকাদের নাম।

Bhumi Pednekar : চলতি বছরে ভূমি পেডনাকর অভিনীত ‘দ্যা লেডি কিলার’, ‘থ্যাংক ইউ ফর কামিং’, ‘ভেদ’ এই তিনটি সিনেমায় বক্স অফিসে চূড়ান্তভাবে ফ্লপ হয়েছে। এর আগে ভূমির বহু সিনেমা হিট হলেও ২০২৩ ভূমির জন্য একেবারেই ভালো প্রমাণিত হলো না।

Kangana Ranaut

Kangana Ranaut : বলিউডের কুইন কঙ্কনার এই বছর মুক্তি পেয়েছে ‘তেজস’, ‘চন্দ্রমুখী টু’- এর মতো একাধিক সিনেমা। কিন্তু কোন সিনেমায় এ বছর বক্স অফিসে কোন ভালো ফল করতে পারেনি। যদিও বিগত কয়েক বছর ধরেই কঙ্গনা বক্স অফিসকে কোন হিট সিনেমা উপহার দিতে পারেননি।

Kriti Sanon : একদিকে যেমন ২০২৩ সালে মিমি সিনেমার জন্য জাতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন কৃতি স্যানান, ঠিক অন্যদিকে ২০২৩ সালে ‘শেহজাদা’, ‘আদিপুরুষ’ এবং ‘গণপত’ সিনেমার মতো একাধিক ফ্লপ সিনেমাও তিনি উপহার দিয়েছেন। ২০২৩ অভিনেত্রীর জন্য ভালো মন্দ দুটোই খবর এনেছে।

Mrunal Thakur

আরও পড়ুন : অল্প বয়সে হৃদরোগের শিকার এই ৫ বলিউড তারকা, ঘটেছে মর্মান্তিক পরিণতি

Mrunal Thakur : ২০২৩ সালে মৃণাল ঠাকুর অভিনীত ‘আখ মেচলি’, ‘সেলফি’ এবং ‘গুমরাহ’ এই তিনটি সিনেমায় বক্স অফিসে চূড়ান্তভাবে ফ্লপ হয়। বোঝাই যাচ্ছে চলতি বছর এই অভিনেত্রীর জন্য একেবারেই যথাযথ ছিল না।

Shilpa Shetty : বহুদিন বাদে বলিউডে কামব্যাক করেছিলেন শিল্পা শেট্টি। ‘সুখী’ সিনেমার হাত ধরে কাম ব্যাক করলেও সেই সিনেমাটি বক্স অফিসে ভালো ফল করতে পারেনি। নতুনদের ভিড়ে শিল্পার জাদু যে আর চলে না তা আরো একবার প্রমাণ হয়ে গেল।

আরও পড়ুন : এই বছরই বাবা-মা হয়েছেন, ২০২৩ সালে সন্তানের মুখ দেখেছেন এই ৪ সেলেব দম্পতি

Divya Khosla Kumar

Divya Khosla Kumar : টি সিরিজের কর্মকর্তা দিব্যা খোসলার সিনেমা ‘ইয়ারিয়া টু’, বক্স অফিসে চূড়ান্তভাবে ফ্লপ হয়ে যায়। ইয়ারিয়া সিনেমার সফলতার পর সিনেমাটির দ্বিতীয় পর্ব এইভাবে বক্স অফিসে ফ্লপ হবে তা সত্যি কল্পনা করা যায়নি।