ছোটবেলায় হিট হলেও এখন গায়েব! এখন আর পর্দায় দেখা যায় না এই ৫ শিশুশিল্পীকে

ছোটবেলায় হিট হলেও এখন গায়েব! কোথায় হারিয়ে গেলেন বাংলার সেরা শিশুশিল্পীরা?

বাংলা বিনোদন দুনিয়াতে অনেক তারকাই খুব ছোটবেলায় ক্যামেরার সামনে মুখ দেখিয়েছিলেন। তবে অতটুকু বয়সেই তারা জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান। টলিউড থেকে বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রি, এই সংখ্যাটা নেহাত কিছু কম নয়। কিন্তু এই শিশুশিল্পীদের মধ্যে অনেকেই পরবর্তীকালে কোথায় যেন হারিয়ে গিয়েছেন। আজকের এই প্রতিবেদনে দেখুন এমনই ৫ জনপ্রিয় শিশুশিল্পীর তালিকা এবং জানুন তারা এখন কী করছেন।

তিথি বসু (Tithi Basu) : তিথি মা সিরিয়ালে ছোট্ট ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিলেন। সিরিয়ালটি এতটাই জনপ্রিয়তা পায় যে দশ বছর পর্যন্ত চলেছিল। এই সময়কালে ছোট থেকে বড় হয়ে যায় ঝিলিক। সেই সঙ্গে তিথিও। এখন আর অভিনয় করেন না তিথি বসু। তবে সোশ্যাল মিডিয়াতে তিনি বেশ সক্রিয় থাকেন।

Hiya Dey

হিয়া দে (Hiya Dey) : হিয়াকে দর্শকরা চেনেন পটল কুমার গানওয়ালা হিসেবে। পটলকে এবং তার গান খুবই পছন্দ করতেন দর্শকরা। হিয়া এরপর আলোছায়া, ফেলনা সিরিয়ালেও অভিনয় করেন। অভিনয় করেছেন সিনেমাতেও। তবে এখন তাকে আর সেভাবে অভিনয় করতে দেখা যাচ্ছে না।

আর্শিয়া মুখার্জি (Arishiya Mukherjee) : জি বাংলার ছোট্ট ভুতু ওরফে আর্শিয়া মুখার্জীও রয়েছেন এই তালিকায়। বাংলার এই সিরিয়ালটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে হিন্দিতেও এর রিমেক হয়। সেখানেও ভুতুর চরিত্রে আর্শিয়া অভিনয় করেছিলেন। আর্শিয়াও এখন অভিনয় থেকে দূরে পড়াশোনা নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে শীঘ্রই তিনি অভিনয়ে ফিরবেন বলে শোনা যাচ্ছে।

Soham Basu Roy Chowdhury

সোহম বসু রায় চৌধুরী (Soham Basu Roy Chowdhury) : রাখি বন্ধন সিরিয়ালে অভিনয় করেছিলেন সোহম। ওই সিরিয়ালে ভাইবোনের মিষ্টি ভালোবাসার গল্প ফুটে উঠেছিল বেশ ভালোভাবে। সোহম এরপর টলিউডেও অভিনয় করেন। তবে এখন তাকে পর্দায় দেখা যাচ্ছে না।

আরও পড়ুন : স্ট্রাগল না করে স্টার হওয়াই কাল হল! তাপস পালকে নিয়ে বোমা ফাটালেন চিরঞ্জিত

Soham Chakraborty

আরও পড়ুন : ২৫ বছরে কতটা বদলেছে চেহারা? বিজ্ঞাপনের জনপ্রিয় শিশুশিল্পীরা এখন কি করছেন জানেন

সোহম চক্রবর্তী (Soham Chakraborty) : সোহম চক্রবর্তীর পথচলার শুরুটাই হয়েছিল টলিউড সিনেমার হাত ধরে। ছোটবেলাতে মাস্টার বিটটু হিসেবে তিনি দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। বড় হওয়ার পরেও তিনি বেশ কিছু সিনেমাতে অভিনয় করেন। তবে ছোটবেলার মত তেমন সাফল্য বড় হয়ে আর জোটেনি নায়কের কপালে।