

সালমান খানের বিগ বসকে টেক্কা দেওয়ার জন্য বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) ওটিটিতে লক আপ নিয়ে হাজির! সোশ্যাল মিডিয়া এবং বলিউডের নামিদামি বিতর্কিত তারকাদের কঙ্গনার লক আপের মধ্যে থাকতে হয়েছিল মাসের পর মাস। অবশেষে লক কাপের (Lock Upp) প্রথম সিজনের সমাপ্তি হল। জয়ের হাসি হাসলেন মুনওয়ার ফারুকী (Munawar Faruqui)।
মুনওয়ার ফারুকী পেশায় একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান। তার মজার মজার কথা শুনে মুহূর্তের মধ্যে মন ভালো হয়ে যায় শ্রোতাদের। ভক্তরা তাকে সকলেই বেশ ভালোবাসেন। ১৯৯২ সালে জানুয়ারি মাসে গুজরাটের জুনাগড়ের একটি মুসলিম পরিবারে জন্ম হয়েছিল তার। তবে গুজরাট দাঙ্গার সময়ে পরিবারসহ তিনি চলে আসেন মুম্বাইতে। তার পরিবারের অবস্থা ভাল ছিল না মোটেও। তাই মাত্র ১৭ বছর বয়স থেকেই তাকে কাজ করতে হয়েছে।
স্কুলে পড়ার সময় থেকেই একটি মাটির দোকানে কাজ করতেন মুনাওয়ার। তার বয়স যখন ২০ বছর তখন তিনি গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন। এরপর ২০১৭ সালে ওটিটি প্ল্যাটফর্মে তিনি তার দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছিলেন। এর মাঝেই স্ট্যান্ড আপ কমেডির দুনিয়াতে তিনি নাম উপার্জন করতে থাকেন। আচমকা গত বছরের জানুয়ারি মাসে হিন্দু দেব-দেবীদের নিয়ে অশালীন মন্তব্য করে বসেন তিনি। ইন্দোর পুলিশ তাকে গ্রেপ্তার করে। সুনাম বা দুর্নাম যাই বলুন, এই ঘটনার পর মুনাওয়ারের নাম গোটা দেশে ছড়িয়ে পড়ে।
কারাগার থেকে মুক্তি পেলেও তার দুর্দশা কাটেনি। মুহূর্তের মধ্যেই তার জীবনে নেমে এসেছিল অন্ধকার। তার হাত থেকে বেরিয়ে গিয়েছিল ১২টি শো। এই পরিস্থিতিতে তিনি এতটাই বিরক্ত হয়েছিলেন যে সোশ্যাল মিডিয়াতে স্ট্যান্ড আপ কমেডি ছাড়ার কথা ঘোষণা করে দেন। তবে হতাশ হননি মুনাওয়ার। এতকিছুর পরেও একতা কাপুরের প্রোডাকশন হাউজের তরফ থেকে তার কাছে লক আপের প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রস্তাব যায়। এই শোতে প্রথম থেকেই তার পারফরম্যান্স মনে ধরেছে সকলের। মুনাওয়ারকে ‘মাস্টারমাইন্ড’ বলছেন দর্শকরা।
মুনাওয়ার নিজেও বলেন তার মধ্যে এমন একটা ব্যাপার আছে যা সকলকে আকর্ষণ করে। তবে বিনোদনমূলক ব্যক্তিত্ব দিয়ে সকলকে মাতিয়ে রাখলেও তার ব্যক্তিগত জীবনে রয়েছে একটি দুর্বল জায়গা। তিনি জানিয়েছিলেন খুব অল্প বয়সে তার বিয়ে হয়। তাদের একটি সন্তান রয়েছে। তবে বিগত দেড় বছর তারা স্বামী-স্ত্রী আলাদা রয়েছেন। বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছেছে। এর থেকে বেশি তিনি আর কিছু বলতে চাননি।
Janta aur #KanganaRanaut, dono ka favourite @munawar0018 ko milti hai #LockUpp ke Atyaachari Jail se Badass Bail!
Heartiest congratulations! 🎊#MunawarFaruqui #KanganaRanaut @itsmetejasswi @kkundrra @EktaaRKapoor @altbalaji pic.twitter.com/y7D8KfPP6G
— MX Player (@MXPlayer) May 7, 2022
লক-আপ বিজেতা মুনওয়ার তার দুই বন্ধু সায়েশা শিন্দে এবং অঞ্জলি অরোরার থেকে সাহায্য পেয়ে তাদের প্রতি কৃতজ্ঞ। সেটে অঞ্জলির সঙ্গে তার বন্ধুত্ব সকলের নজর কেড়েছে। সকলের সামনেই অঞ্জলি তাকে ‘আই লাভ ইউ’ বলেছিলেন। তিনি প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর তার ভক্তরা এবং লক আপের দর্শকরা সকলেই ভীষণ খুশি।