ঝুলিতে প্রচুর ডিগ্রী, অথচ পকেট ফাঁকা, জল-বিস্কুট খেয়ে দিন কাটাতেন অভিনেতা বিজয়

নেপোটিজম বিতর্কে বলিউডের (Bollywood) নাম ডুবেছে। তবে বলিউডে কি শুধুই নেপোটিজম রয়েছে, প্রতিভা নেই কোনও? নওয়াজুদ্দিন সিদ্দিকী, বিজয় রাজদের (Vijay Raaz) মত অভিনেতারাই আজ বলিউডের মাথা সগর্বে তুলে ধরে রাখতে পেরেছেন। বলিউডে নাকি গডফাদার না হলে টেকা যায় না। এই মিথকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন বিজয় রাজ।

তবে হ্যাঁ, বলিউডের গডফাদার ছাড়া পথ চলাটা বেশ কঠিন। প্রতি পদে পদে আছাড় খাওয়ার ভয় থাকে। বিজয় রাজ যখন এই ইন্ডাস্ট্রিতে পা রেখে বড় অভিনেতা হওয়ার স্বপ্ন দেখছিলেন তখন তাকেও অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রায় দুই দশক ধরে তিনি এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন। বলিউডের দর্শকদের অনেক কিছুই উপহার দিয়েছেন তিনি।

প্রথম প্রথম যখন তিনি নিজের পরিচয় সেভাবে গড়ে তুলতে পারেননি তখন তার দিন অনেক কষ্টে কেটেছে। পরিস্থিতি যখন এতটাই খারাপ ছিল যে শুধু পারলে জি বিস্কুট খেয়েও দিন কাটাতে হয় তাকে। তবে তার স্বপ্ন ছিল অনেক বড়। তাই আর্থিক অনটনের মধ্যেও তিনি স্বপ্ন দেখা ছাড়েননি। লক্ষ্যে পৌঁছানোর জন্য অটুট ছিল তার মনোবল।

ছোট থেকেই পড়াশোনাতে বেশ ভাল ছিলেন বিজয় রাজ। স্কুল এবং কলেজের পড়া তিনি দিল্লি থেকেই সম্পূর্ণ করেন। কলেজে পড়ার সময় থেকেই থিয়েটার গ্রুপে যোগ দেন। তখন অভিনয়টা ছিল তার প্যাশন। এরপর তিনি অভিনয়কেই লক্ষ্য বানিয়ে নিয়ে মুম্বাইতে চলে আসেন। তবে মুম্বাইতে আসার আগে এন এস ডি ন্যাশনাল স্কুল অফ ড্রামা রেপার্টরি কোম্পানিতে তিনি কাজ করতেন।

মুম্বাইতে এসে প্রথম প্রথম কঠোর পরিশ্রম করতে হয়েছিল তাকে। তবে তিনি তার প্রতিভার জেরে দর্শকদের মনে জায়গা করে নেন। মনে পড়ে ‘রান’ ছবিতে সেই কাউয়া বিরিয়ানির কথা? সেই বিরিয়ানি খেয়ে বিজয় রাজের গলা থেকে শুধু ‘কা কা’ শব্দ বের হয়েছিল। দেখে হেসে গড়িয়ে পড়েছিলেন দর্শকরা। সেই থেকে দর্শকরা তাকে চিনতে শুরু করেন।

অবশ্য অভিনয় জগতে তিনি পা রাখেন ১৯৯৯ সালে। ‘ভোপাল এক্সপ্রেস’ ছিল তার অভিনীত প্রথম ছবি। ২০০০ সালে রাম গোপাল ভার্মার ছবি ‘জঙ্গল’ তার ভাগ্য বদলে দেয়। তার প্রতিভাকে চিনে নিয়েছিল বলিউড। তাই বলিউডের একের পর এক ছবিতে তিনি অভিনয় সুযোগ পান। মনসুন ওয়েডিং, কোম্পানি, পাঁচ, রোড, দিল্লি বেলি, যুব, স্ত্রী এর মত অসংখ্য ছবিতে তিনি এই কাজ করেছেন।

হালফিলে তাকে সঞ্জয় লীলা বানসালির ছবি ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’তে একজন ট্রান্সজেন্ডারের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। এই ছবিতে আলিয়া ভাটও অভিনয় করেছেন। তবে বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে স্বল্প সময়ের জন্য অভিনয়ের সুযোগ পেলেও নিজের জাত চিনিয়েছেন বিজয় রাজ।