ছিল না মাথা গোঁজার ঠাঁই, স্টেশনেই দিন কাটাতেন, কীভাবে অভিনয়ে এলেন সৌমি 

ইদানিং বাংলা টেলিভিশনের (Bengali Telivision) খলনায়িকা হিসেবে সৌমি ঘোষকে (Soumi Ghosh) চেনেন প্রায় সকলেই। স্টার জলসায় একসময় সম্প্রচারিত হতো ওগো নিরুপমা নামে একটি ধারাবাহিক। এই ধারাবাহিকে গৌরব রায়চৌধুরী এবং অর্কজা আচার্যের সঙ্গে অভিনয় করেছিলেন তিনিও। তবে বাংলা সিরিয়ালের সঙ্গে তার যোগাযোগ কিন্তু বেশ কিছু সময় পেরিয়ে গিয়েছে।

সৌমি ঘোষ করুণাময়ী রানী রাসমণি থেকে শুরু করে ওগো নিরুপমা, সীমারেখার মত ধারাবাহিকে অভিনয় করেছেন। এখনও তিনি একটি বাংলা ধারাবাহিকে অভিনয় করছেন। তবে একটা সময় ইন্ডাস্ট্রিতে তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। এখানে তার অনেক খারাপ অভিজ্ঞতাও হয়েছে। অভিনয়ে কেরিয়ার শুরু করার মুহূর্তে অনেক বাধা পেতে হয়েছিল তাকে।

সম্প্রতি টলি ফোকাস কলকাতাতে একটি সাক্ষাৎকার দেন সৌমি। সেখানেই তিনি তার কেরিয়ারের স্ট্রাগলের কথা তুলে ধরেন। সৌমি জানান একসময় পরপর খলনায়িকা চরিত্রে কাজ করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েন। তিনি যেন চ্যানেলগুলোর কাছে টাইপ কাস্ট হয়ে পড়েছিলেন। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে ভবিষ্যতে তিনি আর কখনও নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন না।

অভিনেত্রী আক্ষেপ করে বলেছেন মুখ্য চরিত্রে অভিনয় করার যোগ্যতা থাকা সত্ত্বেও পরিচালকরা তাকে খলনায়িকার চরিত্র ছাড়া ভাবতেই পারছেন না। তবে তিনি সিরিয়ালে সারাক্ষণ কুটকাচালি এবং নেগেটিভ চরিত্রে অভিনয় করতে চাইছেন না আর। এতে তার নিজের জীবনেও নাকি নেগেটিভিটি চলে এসেছিল। তিনি এখন সেখান থেকে বেরোনোর চেষ্টা করছেন।

অভিনেত্রী জানিয়েছেন তিনি অনেক ছোট বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন। সেই সময় থেকেই তাকে নানাভাবে ছোট করার চেষ্টা হয়। ইন্ডাস্ট্রিতে যারা অভিনয় করতেন তাদের সকলকেই গাড়ি দেওয়া হত। কিন্তু সৌমির কাছেই সেই সুযোগ থাকত না। ট্যাক্সি ভাড়া বাঁচাতে বাবাকে নিয়ে তখন তাকে শিয়ালদহ স্টেশনেও রাত কাটাতে হয়েছিল। তখন তাদের কাছে শিয়ালদহ স্টেশনই ছিল রাজপ্রাসাদের সমান।

সৌমির মা প্রথম প্রথম চাইতেন না মেয়ে অভিনয় করুক। কিন্তু তিনি বরাবর তার বাবাকে পাশে পেয়েছেন। একটা সময় ছিল যখন তার বাবা চাকরি হারিয়েছিলেন। তখন সৌমি ধারাবাহিকে অভিনয় করে যে ৮-১০ হাজার টাকা পেতেন তাই দিয়েই তাদের সংসার চলত। এখন কালার্স বাংলাতে ‘শ্রেয়সী’ ধারাবাহিকে এক স্মৃতিশক্তি হারানো প্রায়ই পাগল চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে যদি তার চরিত্র কখনো নেগেটিভিটি আসে তাহলে অভিনয় ছেড়ে দেবেন বলে জানিয়েছেন।