মাধ্যমিক দিয়েই অভিনয় শুরু, কিভাবে অভিনেত্রী হলেন খেলনা বাড়ির ‘মিতুল’

এখন জি বাংলার (Zee Bangla) খেলনা বাড়ি (Khelna Bari) ধারাবাহিকটিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের মাঝে। এই ধারাবাহিকে মিতুল এবং ইন্দ্রের রসায়ন ধীরে ধীরে জমে উঠছে। সেই সঙ্গে ধারাবাহিকের প্রতি দর্শকদের আগ্রহ বাড়ছে পাল্লা দিয়ে। এই ধারাবাহিকটি টিআরপি তালিকাতেও খুব একটা খারাপ ফল করে না। ‌মাঝেমধ্যেই টিআরপির সেরা ১০ এর তালিকাতে ঢুকে পড়ে খেলনা বাড়ি। মিতুল-ইন্দ্রের পাশাপাশি ছোট্ট গুগলিও দর্শকদের থেকে ভালই ভালোবাসা পাচ্ছে।

ধারাবাহিকের নায়িকা মিতুল ওরফে আরাত্রিকা মাইতি (Aratrika Maity) জি বাংলার নতুন নায়িকা। তবে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ তিনি। এর আগে সান বাংলাতে অভিনয় করেছিলেন আরাত্রিকা। জি বাংলার ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকেও তিন দিনের জন্য সংলাপ বিহীন অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি।

তবে আরাত্রিকাকে খেলনা বাড়ির আগে সান বাংলায় সম্প্রচারিত অগ্নিশিখা ধারাবাহিকের জন্যই বেশি মনে রেখেছেন দর্শকরা। ধারাবাহিক যেমনটা দেখানো হচ্ছে, মিতুল একটা গ্রামের পুতুল বিক্রেতা, ভাগ্যচক্রে তার সঙ্গে বিয়ে হয় কলকাতার নামী ব্যবসায়ীর। বাস্তবে আরাত্রিকা ঝাড়গ্রামের মেয়ে। অভিনয়ের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে তিনি এসেছিলেন কলকাতায়।

লকডাউনের সময় তিনি কলকাতাতে এসেছিলেন অডিশন দেওয়ার জন্য। প্রথম অডিশনেই সিলেক্ট হয়ে যান আরাত্রিকা। তারপর মা এবং বাবাকে নিয়ে তিনি কলকাতায় চলে আসেন। পাকাপাকিভাবে সেখানেই থাকতে শুরু করেন অভিনেত্রী। সানবাংলায় সম্প্রচারিত ‘অগ্নিশিখা’ ধারাবাহিকের শিখা চরিত্র ছিল তার প্রথম কাজ। এরপর জি বাংলার রানী রাসমনির পর আবার জি-য়ের নতুন ধারাবাহিক ‘খেলনা বাড়ি’তে তিনিই হলেন নায়িকা।

‘অগ্নিশিখা’ ধারাবাহিকের শিখা চরিত্রের পর অভিনেত্রীর জনপ্রিয়তা বেশ বেড়েছে। ধারাবাহিক শেষ হওয়ার ঠিক দুদিনের মাথাতেই ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকের মিতুল চরিত্রটির জন্য তিনি সুযোগ পেয়ে যান। কাজের জন্য তাকে অপেক্ষা করতে হয়নি। এতে দারুণ খুশি অভিনেত্রী। ভবিষ্যতেও তিনি এভাবেই কাজের মধ্যেই থাকতে চান।

আরাত্রিকা এই সম্পর্কে সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, “আমি অভিনয়কে ভালোবাসি। অভিনয় ছাড়া চলতে পারি না। আমি একটা দিনও বিরতি চাই না। সব সময় কাজ করে যেতে চাই। কোথাও ঘুরতে বেড়ানোর জন্য যেন ছুটি লাগবে না আমায় কাজ করতে দিলে।” অগ্নিশিখা ধারাবাহিকের শেষের পথে তিনি চিন্তায় পড়ে গিয়েছিলেন। তবে জি বাংলা তাকে পরবর্তী কাজের সুযোগ দিল। এই ধারাবাহিক এখনও পর্যন্ত স্লট লিডার রয়েছে।