অভিনয়ে টেক্কা দিচ্ছেন পুরনোদের, রইল বাংলা সিরিয়ালের নবাগত অভিনেতাদের আসল নাম-পরিচয়

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বর্তমানে এক ঝাঁক নতুন তারকার দেখা মিলছে। নায়ক থেকে নায়িকা, নতুন নতুন মুখের আবির্ভাব ঘটছে স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলা (Zee Bangla) -র সিরিয়ালগুলোতে। এদের মধ্যে কিছু কিছু অভিনেতা এবং অভিনেত্রীকে দর্শকরা খুবই পছন্দ করছেন এখন। তাই আজকের এই প্রতিবেদনে রইল দর্শকদের পছন্দের সেই অভিনেতা ও অভিনেত্রীদের আসল নাম ও পরিচয়।

কথা চক্রবর্তী (Kotha Chakraborty) : গাঁটছড়া (Gantchchora) সিরিয়াল থেকে খড়ি চলে যাওয়ার পর এসেছে গঙ্গা। খড়ি এবং ঋদ্ধিমানের ছেলে আয়ুষ্মানের বিপরীতে দেখানো হচ্ছে গঙ্গাকে। তার আসল নাম কথা চক্রবর্তী। তিনি এর আগে মহাপীঠ তারাপীঠ (Mohapith Tarapith) ধারাবাহিকে একটি চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া আকাশ আট চ্যানেলের ‘তোমায় হৃদ মাঝারে রাখবো’ (Tomay Hridmajhare Rakhbo) -তে নায়িকা হিসেবে অভিনয় করেন এই অভিনেত্রী।

khelna bari

ইন্দ্রানী ভট্টাচার্য (Indrani Bhattacharya) : খেলনা বাড়ি (Khelna Bari) সিরিয়ালের মিতুলের মেয়ে গুগলি হয়ে ধারাবাহিকে প্রবেশ করেছেন ইন্দ্রানী ভট্টাচার্য। এর আগে তাকে জি বাংলাতে লালকুঠি (Laal Kuthi) সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছিল। তাছাড়া এই পথ যদি না শেষ হয় (Ei Poth Jodi Na Sesh Hoi) সিরিয়ালেও কিছুদিন অভিনয় করেছিলেন। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও তার বেশ নামডাক রয়েছে।

সপ্তর্ষি রায়চৌধুরী (Soptorshi Roy Chowdhury) : খেলনা বাড়ির সিরিয়ালটিতে মিতুল এবং ইন্দ্রর ছেলে আদর ওরফে শিবার চরিত্রে অভিনয় করছেন সপ্তর্ষি রায়চৌধুরী। এই অভিনেতা এর আগে কানামাছি, চ্যাম্প, বাদশা, দিওয়ানা, রয়েল বেঙ্গল টাইগারের মত জনপ্রিয় সব সিনেমাতে শিশু শিল্পী হয়ে অভিনয় করেন। সেই সঙ্গে শুভদৃষ্টি, কপালকুণ্ডলার মত বাংলা সিরিয়ালেও অভিনয় করেছিলেন তিনি।

AYANNA CHATTERJEE 1

অয়ন্যা চট্টোপাধ্যায় (Ayonna Chatterjee) : স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (Komola O Sriman Prithviraj) -র নায়িকা কমলার চরিত্রে অভিনয় করছেন অয়ন্যা চট্টোপাধ্যায়। তাকে জি বাংলাতে প্রথম বার করুণাময়ী রানী রাসমণি (Korunamoyee Rani Rashmoni) সিরিয়ালে ছোট্ট সারদা মায়ের ভূমিকাতে দেখা গিয়েছিল। এছাড়া বোধিসত্বের বোধবুদ্ধিতেও ছিলেন তিনি। তিনি মিমি চক্রবর্তীর সঙ্গে ‘মিনি’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন। আবার একটি হিন্দি ওয়েব সিরিজে বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের সঙ্গেও কাজ করেছেন।

SUKRITO BOSE

আরও পড়ুন : সিরিয়ালের পর্দায় নয়, বাস্তবেই বাবার দ্বিতীয় বিয়ে দিচ্ছেন এই সিরিয়াল অভিনেত্রী

সুকৃৎ সাহা (Sukrito Saha) : কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ সিরিয়ালের নায়ক পৃথ্বীরাজের চরিত্রে অভিনয় করছেন সুকৃৎ সাহা। তার অভিনয়ে দর্শকরা মুগ্ধ। এর আগে হইচই প্ল্যাটফর্মে শ্রীকান্ত নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ।

আরও পড়ুন : রাতারাতি স্টার জলসার সময়সূচিতে এল মহাপরিবর্তন, বদলে গেল জনপ্রিয় সিরিয়ালের স্লট