বাবা-মায়েরা সবসময় ছেলেমেয়েদের হাসিখুশি দেখতে চান। কেরিয়ার হোক কিংবা ব্যক্তিগত জীবন, ছেলেমেয়েদের গায়ে এক ফোঁটা আঁচড় পড়লে তার আঘাত সব থেকে বেশি লাগে বাবা-মায়েদের বুকে। ছোট থেকে তারা যেভাবে সন্তানদের আগলে রাখেন, বড় হয়ে যাওয়ার পর সন্তানদেরও দায়িত্ব থাকে বাবা-মাকে খুশি রাখার।
কম বয়সে মাকে হারালে বাবাকে আঁকড়েই বেড়ে ওঠে সন্তান। কিন্তু একাকীত্বটা যেন কোথাও ঘিরে থাকে বাবাকে। সন্তান চাইলেও সেই পরিসরে ঢুকতে পারে না অনেক সময়। তাই এই যুগের আধুনিকমনস্ক সন্তানেরা বাবা-মায়েদের দ্বিতীয় বিয়ে (Marriage) দেয় নিজেরা দাঁড়িয়ে থেকে। সম্প্রতি সিরিয়ালের এক অভিনেত্রী তার বাবার জন্য এমনই এক পদক্ষেপ নিলেন।
আগামী সপ্তাহেই বাবার দ্বিতীয় বিয়ে দেবেন টেলিভিশনের জনপ্রিয় এক অভিনেত্রী। সাধারণত যে বয়সে বাবা নিজে দাঁড়িয়ে থেকে মেয়েদের দিয়ে দেন সেই বয়সে এই অভিনেত্রী নিজের বাবার বিয়ে দিচ্ছেন। বিষয়টা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এখন। বাবা যাতে একাকিত্বে না ভোগেন তার জন্য স্টার প্লাস (Star Plus) চ্যানেলের ইমলি (Imlie) সিরিয়ালের নায়িকা সম্বুল তাওকির (Sumbul Touqeer) এই সিদ্ধান্ত নিয়েছেন।
হিন্দি সিরিয়ালটি আসলে জনপ্রিয় বাংলা সিরিয়াল ইষ্টিকুটুম (Ishtikutum) এর হিন্দি রিমেক। বাংলায় সিরিয়ালটি যেমন জনপ্রিয় হয়েছিল হিন্দিতেও তেমনই রয়েছে এর জনপ্রিয়তা। সিরিয়ালের নায়িকাও তাই দর্শকদের কাছে খুবই পরিচিত। তিনি তার বাবার দ্বিতীয় বিয়ে দিচ্ছেন এই খবর জানার পর দারুণ খুশি হয়ে তাকে সাধুবাদ জানাচ্ছেন ভক্তরা।
উল্লেখ্য, ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস সিজন ১৬ (Big Boss Season 16) এর দৌড়াতে প্রথমবার লাইম লাইটে আসেন সম্বুল। এরপর ইমলি সিরিয়ালটি তাকে আরও বেশি জনপ্রিয় করে তোলে। অভিনেত্রী জানিয়েছেন তিনি এবং তার বোন প্ল্যান করে বাবাকে রাজি করিয়েছেন দ্বিতীয় বিয়ের জন্য।
আরও পড়ুন : মিঠাই থেকে দীপা, ডাবল রোলে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন এই ৫ সিরিয়াল অভিনেত্রী
সম্বুলের কথায়, “আমরা খুব খুশি নিলোফারের মধ্য দিয়ে আমরা নতুন মা পাব। একজন নতুন বোন পাব। আমাদের জীবনটা যেন এবার নতুন পথে গড়াবে।” সম্বুলের নতুন মা একজন ডিভোর্সী। তার এক মেয়ে রয়েছে। সম্বুল বলেছেন, “মা ছেড়ে যাওয়ার পর বাবা আমাদের অনেক কষ্ট করেই বড় করেছেন তবে এবার আমাদের পালা।”
আরও পড়ুন : খলনায়িকা হয়ে শুরু করেন অভিনয়, আজ বাংলা সিরিয়ালের সেরা নায়িকা এই ৪ অভিনেত্রী