নিয়তির নিষ্ঠুর পরিহাস, ফুলের মত মেয়েকে হারালেন সারেগামাপার অ্যালবার্ট কাবো

Albert Kaboo`s Little Baby Passed Away : নিয়তি বড়ই নিষ্ঠুর। ফুলের মত নিষ্পাপ শিশুর জীবনেরও তার হাতে যেন রক্ষা নেই। সারেগামাপা (Sa Re Ga Ma Pa) খ্যাত বিখ্যাত গায়ক অ্যালবার্ট কাবো (Albert Kaboo) -র ছোট্ট একরত্তি শিশুসন্তানকেও ছিনিয়ে নিয়েছে নিয়তি। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এই দুঃসংবাদ শেয়ার করেছেন গায়ক। তার আদরের মেয়ে ছোট্ট এভিলিন লেপচা (Evelyn Lepcha) না ফেরার দেশে চলে গিয়েছে।

অ্যালবার্ট কাবো সারেগামাপা থেকেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এই পাহাড়ি গায়কের গান মুগ্ধ করে দেয় শ্রোতাদের। এই মঞ্চেই আলবার্ট কাবোর পরিবারের সঙ্গেও পরিচিত হয়েছিলেন দর্শকরা। তার স্ত্রী এবং আট মাসের ছোট্ট সন্তানকেও দেখেছিলেন তারা। সেই এভিলিন আজ আর নেই। বাবা-মায়ের কোল খালি করে অনেক দূরে চলে গিয়েছে সে।

ALBERT KABOO

অ্যালবার্ট সোশ্যাল মিডিয়াতে এই দুঃসংবাদ শেয়ার করার পর নেটিজেনরা যেন বিশ্বাসই করে উঠতে পারছিলেন না এই কঠিন সত্যিটাকে। প্রতিযোগিতা চলার সময় স্বামীকে সাপোর্ট করার জন্য অ্যালবার্টের স্ত্রী পূজা ৮ মাসের মেয়েকে কোলে নিয়ে হাজির হয়েছিলেন সারেগামাপার মঞ্চে। কাবোর স্ত্রী এবং সন্তানকে দেখে মন ভেঙেছিল হাজার হাজার মহিলা অনুরাগীর।

সোশ্যাল মিডিয়াতে মেয়েকে কোলে নিয়ে মিষ্টি একটি ছবি শেয়ার করে কাবো ক্যাপশনে লিখেছেন, “গল্পটা শেষ হলেও যাত্রাটা শেষ নয়। তুমি আমাদের জীবনের সবচেয়ে মিষ্টি গানটা গেয়েছো। আমাদের ধ্রুবতারা হয়ে থেকো তুমি। আর আমাদের পথ দেখিও। ওখানে ভালো থেকো। তোমার আত্মার শান্তি কামনা করি এভিলিন লেপচা”। সন্তান হারিয়ে কাবো এবং পূজার পুরো সংসারটাই উলটপালট হয়ে গিয়েছে।

PUJA AND ALBERT

শুধু অ্যালবার্ট কাবো নয়, সোশ্যাল মিডিয়াতে তার স্ত্রী এবং কন্যাও সেনসেশন হয়ে উঠেছিলেন। নেটিজেনরা বেশ চিনে নিয়েছিলেন পূজা এবং এভিলিনকেও। যতদূর জানা যাচ্ছে কাবোর মেয়ে অসুস্থ ছিল কিছুদিন ধরে। তাকে কলকাতার একটি নামী হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা চলছিল। কিন্তু শেষ রক্ষা আর হল না। কাবো এবং তার পরিবারের প্রতি সহানুভূতি প্রদর্শন করছেন নেটিজেনরা।

আরও পড়ুন : গান গাইতে এসে মাতলামি! নোবেলকে জুতোপেটা করে মঞ্চ থেকে তাড়ালেন দর্শকরা

অ্যালবার্ট কাবোর পোস্টটি শেয়ার করে সমবেদনা জানিয়েছেন সংগীত শিল্পী জোজো। সংগীত দুনিয়ার অন্যান্য তারকারাও গায়ককে সমবেদনা জানানোর চেষ্টা করেছেন। প্রিয় গায়কের পরিবারে এমন দুঃসময় চলছে জেনে ভক্তদেরও চোখে জল এসে গিয়েছে। কেউ লিখছেন, “জানিনা কি লেখা উচিত। এই শোকের সান্ত্বনা হয় না। ভগবান তোমায় শক্তি দিক।”

আরও পড়ুন : কোথায় হারিয়ে গেল সারেগামাপা প্রাক্তন বিজয়ীরা? এখন কি করছে তারা?