

বলিউড সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনকে (Aishwarya Rai Bachchan) ইদানিং ছবিতে তেমন দেখা যায়। শেষবার ২০১৮ সালে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ক্যামিও চরিত্রে তার দেখা মিলেছিল। তারপর থেকেই থেকেই বেপাত্তা এই সুন্দরী। তবে এবার বলিউড সুন্দরীর আবারও পর্দায় ফেরার পালা। খুব শীঘ্রই নতুন ছবিতে দেখা মিলবে ঐশ্বর্যর।
এক দশক আগে অভিষেক বচ্চনকে বিয়ে করার পর থেকেই বলিউডে খুব বেছে বেছে ছবিতে অভিনয় করেন ঐশ্বর্য। আপাতত ইন্ডাস্ট্রি থেকে দূরে শ্বশুর-শাশুড়ি স্বামী এবং মেয়েকে নিয়ে এখন সুখে ঘরকন্না করছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। তবে এবার দক্ষিণী ছবির (South Indian Film Industry) হাত ধরে আবার ক্যামেরার সামনে ফিরতে চলেছেন ঐশ্বর্য।
কল্কি কৃষ্ণমূর্তির উপন্যাস ‘পোন্নিয়িন সেলভান’এর ওপর ভিত্তি করে তামিলনাড়ুর বিখ্যাত পরিচালক মনিরত্নম বানাচ্ছেন ‘পোন্নিয়িন সেলভান ১’। এই উপন্যাসটির বেশ জনপ্রিয়তা রয়েছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুর চোলা সময়কালের গল্প তুলে ধরা হবে এই ছবিতে। ছবিতে ঐশ্বর্যের লুক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
রাজকীয় বেশে ঐশ্বর্যের লুক রীতিমত নজর কেড়েছে। মণিরত্নমের এই মাস্টারপিস ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিক্রম। রয়েছেন তামিল তারকা কার্তি, জয়েম রবিও। এছাড়া নজরকাড়া কাস্টিংয়ে রয়েছেন শোভিতা ধূলিপালা, তৃষা, ঐশ্বর্য লক্ষ্মী, জয়রাম এবং বিক্রম প্রভু। এবার আর কোনও ক্যামিও চরিত্র নয়, দক্ষিণী ছবি ‘পোন্নিয়িন সেলভান ১’-এ বেশ গুরুত্বপূর্ণ চরিত্র পেয়েছেন তিনি।
অবশ্য দক্ষিণী ইন্ডাস্ট্রির সঙ্গে ঐশ্বর্যর পুরনো সম্পর্ক রয়েছে। এর আগে রজনীকান্তের সঙ্গে ‘রোবট’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। প্রায় ৩০ বছর বাদে আবারও বড় ব্যানারে দেখা যাবে বিশ্বসুন্দরীকে। মণিরত্নমের স্বপ্নের প্রজেক্ট এই ছবিটি এর আগেও ২ বার বানানোর চেষ্টা হয়েছিল। তৃতীয়বার ৫০০ কোটি টাকার বাজেট ধরে এগোচ্ছেন পরিচালক। খুব স্বভাবতই ছবিটি ঐশ্বর্যের কেরিয়ারের নতুন ইনিংসের জন্য মাইলস্টোন হতে চলেছে। ছবিটি আগামী ৩০শে সেপ্টেম্বর মুক্তি পাবে বড় পর্দায়।