মুঘলরা দখল না করলে কেমন দেখতে হত ভারতবর্ষ? দেখুন ছবিগ্যালারি

মুঘলদের দাপট না থাকলে কেমন দেখতে হত ভারতবর্ষকে?

ভারতে বহু বিদেশী শক্তি আক্রমন করেছে। আর তার মধ্যে অন্যতম হল মুঘল যুগ (Mughal Era)। ভারতের ইতিহাসে মুঘল যুগ নিঃসন্দেহে একটা বড় পর্ব। আর সেই মুঘল ইতিহাসকে অগ্রাহ্য করে কখনই ভারতের প্রাচীন ইতিহাস সম্পূর্ণ হতে পারে না।কিন্তু মুঘলদের ভারত শাসনের ফলে ভারতের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনে অনেক খারাপ প্রভাব পরেছিল। তবে মুঘল সহ অন্য বিদেশী শক্তিরা যদি ভারতে না আসত, তাহলে আজকে ভারতবর্ষ অন্যরম হত। আর সেই দৃশ্যই কল্পনা করল কৃত্যিম বুদ্ধিমত্তা (AI)।

প্রকৃত পক্ষে ভারতে মুঘল যুগের সূচনা ১৫২৬ খ্রিস্টাব্দে। মুঘল সাম্রাজ্য মূলত শক্তিশালী হয় ১৫৫৬ খ্রিস্টাব্দ থেকে ১৬৮৯ সালে পর্যন্ত। ১৬৮৯ সালের থেকে মুঘলদের সঙ্গে ইংরেজ বণিকদের লড়াই সূচিত হয় এবং তার একপ্ৰকার সমাধান হয় ১৭৬৫ সালে সুবে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রদানের মধ্যে দিয়ে। কিন্তু এই সময়টার মধ্যে ভারতের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক  অনেক ক্ষতি হয়েছিল।

ANCIENT INDIA

১. শহর – মুঘলদের ভারতে সাম্রাজ্য গড়ে তোলার পর এখানকার  শহরগুলির পরিকাঠামো সম্পূর্ণ ভাবে ভেঙে তাকে নতুন রুপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। যার থেকে জন্ম নেয় ইন্দ-ইসালামীয় শিল্প রীতির। এছাড়াও বাংলার গৌড়, মধ্য ভারতের কনৌজ এবং বর্তমান পাকিস্তানের লাহোর সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরের অনেক সাধারণ মানুষকে হত্যা করা হয়। যার ফলে দেশের পরিকাঠামোর বহু শতাব্দি পিছিয়ে যায়।

২. অর্থনীতি – বার বার বিদেশি আক্রমণ কোনোকালেই ভারতের জন্য ভালো হয়নি।সুলতাম মাহমুদের ১৭ বার ভারত আক্রমন থেকে শুরু করে ব্রিটিশ সাম্রাজ্যের শাসনের ফলে ভারতের অর্থনীতি ব্যাবস্থা ভেঙে পড়ে। ব্যপক লুঠ ও বহু মানুষের মৃত্যু দেশের অর্থনীতিকে বহু বার ধ্বংস করেছে। যদি এই আক্রমন না হত দেশের অর্থনীতি অনেক বড় হত বলে বিশেষঞ্জদের এক অংশ মনে করেন।

ANCIENT INDIA

৩. মন্দির – ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ হলো মন্দির।যেটি প্রাচীন কাল থেকেই গুরুত্ব পেয়ে আসছে।কিন্তু কিন্তু মুঘল শাসনকালে ব্যাপক হারে হিন্দু মন্দির ধ্বংস করা হয়। ভারতে অনুমানিক ৪০হাজার মন্দির ধ্বংস করেছিল মুঘল শক্তি। যদি তাদের শাসন প্রতিষ্ঠিত না হত তাহলে আজ ভারতের বহু প্রাচিন মন্দির টিকে থাকত ও আমাদের অবাক করত।

৪. গঙ্গা অববাহিকা – পরবর্তি বৈদিক যুগ থেকেই ভারতীয় উপমহাদেশে গঙ্গা নদী ও তার অববাহিকার গুরুত্ব বিকাশ পাই। এই গঙ্গা অববাহিকার জন্য বড় বড় শহর ও যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। এছাড়াও নদী ভিত্তিক বাণিজ্যেরও ব্যাপক উন্নতি হয়। কিন্তু মুঘল ও দিল্লি সুলতানি আক্রমনে এই অঞ্চলটি সম্পূর্ণ রূপে পালটে যায়।

ANCIENT INDIA

আরও পড়ুন : মুকেশ আম্বানি থেকে রতন টাটা, মহিলা হলে কেমন দেখতে হতেন বিশ্বসেরা ধনকুবেররা?

৫.বিশ্ববিদ্যালয় – মুঘল সাম্রাজ্য কলে ভারতে নালন্দা ও বিক্রমশীলার মত একাধিক বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব ছিল। যেখানে স্থানীয় রাজাদের খরচে বিনামূল্যে শিক্ষা দেওয়া হত। এদের শিক্ষার মান এতটাই উন্নত ছিল যে সারা বিশ্ব থেকে শিক্ষার্থীরা এখানে আসতেন। কিন্তু বিদেশী আক্রমনকালে এই শিক্ষাকেন্দ্রগুলি ধ্বংস হওয়ায় দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়।

আরও পড়ুন : AI-তে হলিউড সিনেমার জনপ্রিয় চরিত্রে কেমন লাগছে বলিউড তারকাদের? দেখুন ছবি