AI-তে হলিউড সিনেমার জনপ্রিয় চরিত্রে কেমন লাগছে বলিউড তারকাদের? দেখুন ছবি

আধুনিক যুগে‌ প্রায় সব জায়গাতেই বাড়ছে ‘এ আই'(AI)-এর প্রয়োগ। ধীরে ধীরে আমাদের কর্মক্ষেত্রেও এর প্রয়োগ বাড়বে। তবে এই ‘এ আই’ সাহায্য বদলে ফেলা যায় যে কোনও তারকার রূপ। সম্প্রতি, এক ব্যক্তি ‘এ আই’-এর ব্যবহার করে আশ্চর্য ভাবে বদলে ফেলেছেন শাহরুখ খান, অজয়, অক্ষয় সহ বেশি কিছু বলিউড তারকার লুক যা দেখলে অবাক হবেন অনেকেই। ‘Lazy Eight’ নামের এক টুইটার ব্যবহারকারী এই ‘এআই’ ছবি শেয়ার করেছেন। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে সেই ছবিগুলি। এই প্রতিবেদনে দেওয়া হল তারকাদের এই আশ্চর্য লুকের‌ ছবি।

SHAH RUKH KHAN

র‍্যাম্বো শাহরুখ (Rambo Shah Rukh): বলিউডের বাদশা শাহরুখ খানকে হবহু না হলেও অনেকটা ‘র‍্যাম্বো’র মতোই লাগছে। হলিউডের বিখ্যাত চরিত্রগুলির মধ্যে অন্যতম হল সিভাস্টার স্টেলনের ‘র‍্যাম্বো’ চরিত্রটি। এই লুকে শাহরুখ খানকে দেখে একজন টুইট করেছেন, “এলন মাস্ক স্টেরয়েড গ্রহণ করেছেন।” তবে অনেকের আবার শাহরুখের এই লুক পছন্দও হয়েছে।

   

AJAY DEVGAN

গ্ল্যাডিয়েটর অজয় (Gladiator Ajay): ২০০০ সালে মুক্তি পাওয়া হলিউডের বিখ্যাত ছবি ‘গ্ল্যাডিয়েটর’। এবার ‘এ আই’-এর ব্যবহারে বলিউডের সিংঘম অজয় দেবগনকে বানিয়ে ফেলা হল ‘গ্ল্যাডিয়েটর’। তার এই লুক দেখে অবাক হয়েছেন বহু। সেই জন্য অনেকেই শেয়ার করেছেন অজয়ের ছবি।

KUNAL KHEMU

জোকার কুনাল খেমু (Joker Kunal Khemu): অন্যদিকে বলিউডের জনপ্রিয় অভিনেতা কুনাল খেমু হয়ে উঠেছেন হলিউডের জনপ্রিয় খলনায়কদের মধ্যে একজন। সুপারহিরো ব্যাটমানের সবচেয়ে বড় শত্রু জোকার। কুনাল খেমুকে এই লুকে দারুন লেগেছে। তার এই আশ্চর্য লুকের‌ ছবি অনেকেরই রিটুইট করেছেন।

ANUPAM KHER

ইয়োদা অনুপম খের (Yoda Anupam Kher): ‘স্টার ওয়ার্স’ ছবির জনপ্রিয় চরিত্র গুলির মধ্যে একটি হল ইয়োদা। এই ইয়োদার সাজে সেজে উঠেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খের।‌ তার‌ এই‌ লুক দেখে‌ সবাই অবাক হয়েছেন। অনেকের ভালো‌ লেগেছে তার এই আশ্চর্য লুক।

AKSHAY KUMAR

ইন্ডিয়ানা জোন্স অক্ষয় (Indiana Jones Akshay): হলিউডের অ্যাডভেঞ্চার ড্রামা ছবিগুলির মধ্যে অন্যতম হল ‘ইন্ডিয়ানা জোন্স’। জনপ্রিয় সিরিজ ছবিগুলির মধ্যে অন্যতম হল এই ছবি। ছবির‌ ইন্ডিয়না জোন্স মতো বলিউডের অক্ষয় কুমারকে সাজিয়ে তুলেছে ‘এ আই’। বলিউড তারকাদের এই আশ্চর্য ছবি‌ দেখতে চলে যেতে হবে ‘Lazy Eight’ টুইটার অ্যাকাউন্টে।