হারিয়েছেন কথা বলার ক্ষমতা, বন্ধ হল গান গাওয়া! আচমকা কী হল অদিতি মুন্সির?

তার গলায় ভক্তিগীতি শুনলে যেন এক নিমেষে মন ভালো হয়ে যায়। যেমন মিষ্টি সুর ঠিক তেমনি মিষ্টি দেখতে তিনি। কথা বলছি সংগীতশিল্পী অদিতি মুন্সির। জি বাংলা (Zee Bangla) -র সারেগামাপা (Sa Re Ga Ma Pa) – র মঞ্চথেকে উঠে আসা এই সংগীতশিল্পী আজ প্রত্যেক বাঙালির ঘরের খুব কাছের মানুষ। কিন্তু কি এমন হলো যার ফলে অদিতি মুন্সি (Aditi Munshi)কে গান গাওয়া বন্ধ করে দিতে হলো?

গায়িকা ও বিধায়ক অদিতি মুন্সি

৩৫ বছর বয়সী এই সংগীতশিল্পীর জন্ম বাগুইহাটিতে। ‘কৃষ্ণকলি আমি তাকেই বলি’, ধারাবাহিককে একের এক ভক্তিমূলক গান গেয়ে মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। শিল্পী হওয়ার পাশাপাশি তিনি একজন বিধায়কও। ২০১৮ সালের ২৪ জানুয়ারি দেবরাজ চক্রবর্তীকে বিবাহ করেন তিনি। কাজের পাশাপাশি সংসার, তার ওপর রাজনৈতিক জীবন সবকিছুই সামলাচ্ছেন তিনি নিপুণভাবে। তাহলে কি ব্যক্তিগত কারণেই গান ছেড়ে দিচ্ছেন তিনি?

Aditi Munshi

সব শো বাতিল করে দিলেন অদিতি

গত ২০ নভেম্বর সোমবার অদিতির ডানকুনির ষষ্ঠী তলা উল্কা সংঘ ক্লাবে, ২২ নভেম্বর চন্দননগরের কানাইলাল পল্লী, ২৩ নভেম্বর কনক পুরের বালিপুর তরুণ সংঘ ক্লাব, ২৬ নভেম্বর কদমতলা ঘাট এবং বাবুঘাটে গান গাওয়ার কথা ছিল অদিতির। কিন্তু একের পর এক সমস্ত বাতিল করতে বাধ্য হন তিনি। অদিতির শো বাতিল হয়ে যাওয়ার ফলে কিছুটা হলেও সমস্যায় পড়তে হয়েছে উদ্যোক্তাদের। জগদ্ধাত্রী পূজার আগেই কেন অদিতি সব শো বাতিল করে দিলেন?

কেন অদিতি সব শো বাতিল করে দিলেন?

অনেকেই ভাবছেন রাজনৈতিক কাজের চাপের কারণে হয়তো অদিতি আপাতত সংগীত জগত থেকে বিরতি নিচ্ছেন আবার অনেকেই ভাবছেন অদিতি হয়তো মা হতে চলেছেন তাই এই মুহূর্তে তিনি বিশ্রাম নিচ্ছেন নিজের বাড়িতে। তবে সবকিছু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অদিতি নিজেই জানালেন কি কারণে তিনি শো বাতিল করে দিচ্ছেন। রাজনৈতিক টানাপোড়েন নাকি ব্যক্তিগত কারণ?

Aditi Munshi

আরও পড়ুন : অরিজিত থেকে শ্রেয়া, গান গেয়ে কে কত পারিশ্রমিক পান? কার পারিশ্রমিক বেশি

শারীরিকভাবে অসুস্থ অদিতি মুন্সি

না, ব্যাপারটা একেবারেই তা নয়। আসলে অদিতির গলায় সংক্রমণ হয়েছে আর তাই চিকিৎসকের পরামর্শ মেনে বেশ কিছু দিনের জন্য গান গাওয়া বন্ধ করে রেখেছেন তিনি। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করে অদিতি লেখেন, “শারীরিক অসুস্থতার কারণে নভেম্বর মাসের সমস্ত অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হচ্ছি। অনুষ্ঠানের কর্মকর্তা এবং শ্রোতা বন্ধুদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। খুব শীঘ্রই আমি আপনাদের গান শোনাতে পারব এমনটাই আশা করছি।”

আরও পড়ুন : ভারতের সবথেকে ধনী গায়িকা কে? তার মোট সম্পত্তির পরিমাণ কত?

Aditi Munshi

আরও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন ‘তুম তো ঠেহরে পরদেশী’ গায়ক? এখন কোথায় কীভাবে কাটছে তার দিন

এখন কেমন আছেন অদিতি মুন্সি

অদিতি জানিয়েছেন, তার গলার অবস্থা এখন এতটাই খারাপ যে তিনি কথাও ভালো করে বলতে পারছেন না। চিকিৎসকের পরামর্শে তাই আপাতত গান গাওয়া বন্ধ রেখেছেন তিনি। বাড়িতে কথাও তেমন ভাবে বলছেন না অদিতি। তবে গায়িকা আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্র তিনি আবার সুস্থ হয়ে উঠবেন এবং সকলকে হরিনাম শোনাবেন।

আরও পড়ুন : বিগ বস থেকে সোজা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ! গান গেয়ে ভাইরাল এই গায়িকা আসলে কে?