বিগ বস থেকে সোজা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ! গান গেয়ে ভাইরাল এই গায়িকা আসলে কে?

বিশ্বকাপ ক্রিকেটের ময়দানে গান গেয়ে মুগ্ধ করেছেন, ভাইরাল এই গায়িকা আসলে কে জানেন?

রবিবার ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল (ICC ODI world cup finale) ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গুজরাতের আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। আর এদিন সেখানকার মঞ্চে দেবা দেবা, প্রভু কে নাম…একের পর হিট গান দিয়ে ফাইনালের মঞ্চ জমিয়ে রেখেছিলো বলিউড (Bollywood) সঙ্গীত শিল্পীরা। সেই সব উপস্থিত থাকা সঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন আকাসা সিংহ (Akasa Singh)। গান ছাড়াও একাধিক গুন বর্তমান এই অভিনেত্রীর মধ্যে।

মহারাষ্ট্রের মুম্বইয়ে ১৯৯৪ সালের ২ এপ্রিল জন্ম আকাসার। এই শিল্পীর বাবা সঙ্গীত জগতের মানুষ আর মা নৃত্যশিল্পীর। আর বাবাকে গান করতে দেখেই গানের প্রতি আগ্রহ জন্মেছিল আকাসার। তবে তার সঙ্গে স্কুলে পড়াকালীন মাত্র ১৫ বছর বয়সে এক পাঞ্জাবি ধারাবাহিকে অভিনয়ে হাতে খড়ি হয়ে যায়।

Akasa Singh

এরপর যখন ১৭ বছর বয়স হয় এই শিল্পীর তখন তিনি মিকা সিংয়ের হাত ধরে গানের জগতে প্রবেশ করেন। মিকা সিংয়ের ব্যান্ডে যুক্ত হতে শেষ বিদেশে গান করার সুযোগ পান আকাসা। পাশাপাশি তিনি ইউটিউব চ্যানেল খুলে নিজের গানের ভিডিও পোস্ট করতে থাকেন আর সেখান থেকেই আসে সুবর্ণ সুযোগ। ২০১৪ তে গানের রিয়েলিটি শোতে গান করার সুযোগ পান।

সেখান থেকেই তার গানের জাদুতে মুগ্ধ হয়ে হিমেশ রেশমিয়া বলিউডে গান করার সুযোগ করে দেন। বলিউডের অন্যতম রোমান্টিক ছবি ‘সনম তেরি কসম’ এর ‘খিঁচ মেরি ফোটো’ গান গেয়ে রাতারাতি জনপ্রিয়তা পান তিনি। এছাড়াও ‘সুইটি ওয়েডস এনআরআই’, ‘ভারত’, ‘ড্রাইভ’, ‘গুড নিউজ়’, ‘লভ আজ কাল’-এর মতো হিন্দি ছবিতে গান করার সুযোগ পেয়েছিলেন আকাসা।

Akasa Singh

আরও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন ‘তুম তো ঠেহরে পরদেশী’ গায়ক? এখন কোথায় কীভাবে কাটছে তার দিন

তবে গান ছাড়াও ওয়েব সিরিজেও অভিনয় করেছেন এই গায়িকা। ‘ইয়ে হ্যায় আশিকি’ নামে একটি ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন তিনি। আবার চলতি বছরের ডিসেম্বর মাসে মুক্তি পাবে তার অভিনীত ‘চমক’ নামে একটি ওয়েব সিরিজ়। এছাড়াও ‘অ্যাঞ্জেলস অফ রক’, ‘সিক্রেট সাইড’ নামে একাধিক শোয়ের সঞ্চলনা করেছেন।

আরও পড়ুন : অরিজিত থেকে শ্রেয়া, গান গেয়ে কে কত পারিশ্রমিক পান? কার পারিশ্রমিক বেশি

Akasa Singh

আরও পড়ুন : ভারতের সবথেকে ধনী গায়িকা কে? তার মোট সম্পত্তির পরিমাণ কত?

তিনি বিগ বস এ ২০২১ সালে প্রতিযোগী হিসেবে অংশ গ্রহণ করেছিলেন। সেখানে আরও এক প্রতিযোগী প্রতীক সহজপালের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়ায়। যদিও তারা নিজেদেরকে ভালো বন্ধু বলেই পরিচয় দিয়েছেন সবসময়। এসব বিতর্ক পিছনে ফেলে নিজের মত এগিয়ে গেছে এই সঙ্গীত শিল্পী। বর্তমানে সমাজ মাধ্যমে তার অনুরাগীর সংখ্যা ৭ লক্ষ ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন : গানে গানে মাতিয়ে ছিলেন বলিউড, কোথায় হারিয়ে গেলেন ৯০ দশকের গায়করা