লতার কালজয়ী গানে ঠোঁট মিলিয়ে বিখ্যাত হয়েছেন এই ৫ বলিউড নায়িকা

৬০-৭০ এর দশকে বলিউডের কন্ঠ হয়ে উঠেছিলেন তিনি। শুধু ওই সময়কালেরই নয়, লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) এভারগ্রীন গায়িকা। তার গান কালজয়ী হয়ে থেকে যাবে শ্রোতাদের মাঝে। তার মত গায়িকা না থাকলে সঙ্গীতজগত অপূর্ণই থেকে যেত। তার গাওয়া গানে ঠোঁট মিলিয়েই বলিউডের নায়িকারা বিখ্যাত হয়েছেন। এই তালিকাটা বৃহৎ। আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে ‌ বলিউডের (Bollywood) কালজয়ী যুগের এমন কিছু নায়িকার (Actress) কথা তুলে ধরব, লতার কন্ঠই যাদের জন্য জনপ্রিয়তার মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল।

মীনা কুমারী (Meena Kumari) : বলিউডের আকাশে তার আবির্ভাব অনেকটা ধূমকেতুর মতো। খুব কম সময়ের মধ্যেই তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছতে পেরেছিলেন। লতা মঙ্গেশকরের কন্ঠের সঙ্গে ঠোঁট মিলিয়ে ক্যামেরার সামনে তিনি গেয়েছিলেন ইনহি লোগোনে, আজিব দাসতা হ্যায় ইয়ে, মওসম হ্যায় আসিকানার মতো একাধিক কালজয়ী গান। তবুও শেষমেষ খ্যাতি ধরে রাখতে পারেননি তিনি। হতাশা গ্রাস করেছিল তাকে। তাই খুব কম বয়সেই তার মৃত্যু হয়।

নার্গিস (Nargis) : বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী নার্গিস। খুব ছোট থেকেই তিনি অভিনয় করতে শুরু করেন। ১৯৪০-১৯৬০, প্রায় দুই দশক যাবত তিনি ইন্ডাস্ট্রিতে অভিনয় করেছেন। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বারবার পুরস্কৃত হয়েছেন। লতার কন্ঠে তার গাওয়া ঘর আয়া পরদেশী মেরা, জানে না নজর পেহচানে, পেয়ার হুয়া ইকরার হুয়া, রাজা কি আয়েগি বরাতের মতো গান অনেক জনপ্রিয় হয়েছিল।

Wahida Rahman

ওয়াহিদা রহমান (Wahida Rahman) : নাচে-অভিনয় পারদর্শী ছিলেন এই অভিনেত্রী। লতা মঙ্গেশকরের দৌলতে তার ছবির গানও অনেক জনপ্রিয় হত। লতা মঙ্গেশকরের আজ ফির জিনে কি তামান্না হ্যায়, রঙ্গিলা রে, পিয়া তোসে নয়না লাগে রে, জাদুগর তারা নয়নার মতো গানের লিপ দিয়েছিলেন তিনি।

রেখা (Rekha) : তেলেগু ছবিতে শিশুশিল্পী হিসেবে তার হাতে খড়ি হয়েছিল। একসময় তিনি বলিউডের নামী নায়িকা হয়ে ওঠেন। জিতেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, শ্রেষ্ঠ অভিনেত্রী এবং শ্রেষ্ঠ সহ অভিনেত্রীর পুরস্কার। লতা মঙ্গেশকর তার জন্য গেয়েছিলেন সলামি ইশক্ মেরি জান, পরদেশিয়া, আজ ইমতেহা হ্যায়, ইয়ে কাহা আ গয়ে হামের মতো গানগুলি।

মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) : মাধুরী দীক্ষিতের নাচ এবং অভিনয় আজও প্রশংসা পায়। একসময় বলিউডের আকাশজুড়ে রাজত্ব করেছিলেন এই তারকা। রাম লক্ষণ, ত্রিদেব, দিল, সাজন, খলনায়ক, হাম আপকে হ্যায় কৌন, দিল তো পাগল হ্যায়, লজ্জা, দেবদাসের মত সুপারহিট ছবিতে তিনি অভিনয় করেছেন। লতা মঙ্গেশকর তার জন্য ঢোলনা, লে লে দিল দে দে দিল, মায় নি মায়ে, আরে রে আরে ইয়ে কেয়া হুয়ার মতো গান গেয়েছিলেন।