

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির দাপটে বলিউডের (Bollywood) হাল খুবই খারাপ। একের পর এক ধামাকা দেখাচ্ছে কলিউড। কলিউড যেখানে হলিউডকে টেক্কা দিচ্ছে সেখানে বলিউড একেবারে কোণঠাসা হয়ে পড়ছে। কিন্তু বলিউডের এই দুর্দিনে আশার আলো হয়ে দেখা দিচ্ছেন নতুন প্রজন্মের নায়ক-নায়িকারা। শাহরুখ খান, সালমান খান, আমির খান, অক্ষয় কুমারদের মত তারকারা একসময় বলিউডের মাথা হয়ে দাঁড়িয়ে বলিউডকে এগিয়ে নিয়ে গিয়েছেন। এখন তাদের ম্যাজিকও কার্যত বিফলে যাচ্ছে।
তবে এরই মধ্যে কিন্তু নেটিজেনদের চোখ খুঁজে নিয়েছে তাদের নতুন ‘কিং’কে (New King Of Bollywood After Shah Rukh Khan)! শাহরুখের পর বলিউডে তার যোগ্য উত্তরাধিকারী আর কে হতে পারেন? নেটিজেনদের রায়ে, তিনি হলেন কার্তিক আরিয়ান (Kartik Aryan)। তার সঙ্গে কিং খানের অনেক মিল খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। বলিউডে কেরিয়ার শুরুর দিকে শাহরুখের মত কার্তিকেরও কোনও গডফাদার ছিল না। শাহরুখের মত কার্তিকও নিজের দমে আজ একের পর এক সুপার হিট ছবি উপহার দিচ্ছেন।
‘পেয়ার কা পঞ্চনামা’, থেকে শুরু করে ‘সোনু কি টিটু কি সুইটি’ এবং হালফিলে ‘ভুলভুলাইয়া ২’, কার্তিকের কেরিয়ার গ্রাফ এপর্যন্ত কখনও নামেনি। দর্শকদের মাঝে তার জনপ্রিয়তা তুঙ্গে। ভবিষ্যতে আরও অনেক কিছুই তারা প্রত্যাশা রাখছেন তাদের নতুন ‘কিং’এর কাছে! যদিও কার্তিক অবশ্য ‘কিং’ সম্বোধন নিয়ে বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছেন।
সংবাদমাধ্যম সূত্রে নেটিজেনদের রায় শুনে কার্তিক তার সাক্ষাৎকারে বলেছেন, “আমার মনে হয় না আমি ‘কিং’ সম্বোধনটা গ্রহণ করতে পারব বলে। আমাকে এখনও অনেক পথ চলতে হবে। এখনই সময় আসেনি এটা বলার। এখন তো সবে অল্প রাস্তা হেঁটেছি। তবে, যদি বলতেই হয়, আমি ‘প্রিন্স’ নামটা নিতে চাইব। মজা করে বললাম। আমি অত্যন্ত খুশি যে প্রথম ছবি থেকেই দর্শক আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন। ‘সোনু কি টিটু কি সুইটি’, ‘পেয়ার কা পঞ্চনামা’ আর বর্তমানে ‘ভুলভুলাইয়া টু’। সবকটা ছবিই বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। ব্যস, আমি যেন দর্শকদের বিনোদন দিতে পারি, এটাই চাই”।
উল্লেখ্য, কার্তিকের কেরিয়ার কিন্তু মাঝে প্রবল ধাক্কার মুখে পড়ে। বলিউডের নামকরা প্রযোজক করণ জোহরের সঙ্গে মনোমালিন্যের জেরে তার হাত থেকে বেরিয়ে গিয়েছিল একের পর এক ছবি। কিন্তু কার্তিক সত্যিই যেন বলিউডে রাজত্ব করার ভাগ্য নিয়ে এসেছেন। তাই বলিউড যাদের অঙ্গুলিহেলনে চলে তাদের মুখের উপর বুড়ো আঙুল দেখিয়েই আজ সুপারস্টার কার্তিক আরিয়ান।