সেরা বৌমা, স্ত্রী থেকে সেরা মা ‘মিঠাই’, সৌমিতৃষার অভিনয় দর্শকদের চোখে আনছে জল

জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai) সিরিয়াল দেখতে দেখতে দুই বছর পার করে ফেলল। মাঝে সিরিয়ালের টিআরপি কিছুটা কমে গেলেও দর্শকরা কিন্তু এতটুকু আগ্রহ হারাননি মিঠাইয়ের গল্পের থেকে। এখন আবার নতুন করে নতুনভাবে সেজে উঠেছে গল্প। গল্পের পাশাপাশি নজর কাড়ছে মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডুর ‍(Soumitrisha Kundu) অভিনয়।

ধারাবাহিকের নায়িকার অভিনয়টা অবশ্য প্রথম থেকেই দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। লেখিকা যেমন যত্ন করে মিঠাইয়ের চরিত্রের নানা শেডস তার লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তেমনই যত্ন নিয়ে সেই চরিত্রটিকে পর্দায় উপস্থাপন করছেন সৌমিতৃষা। অভিনয় দক্ষতায় তিনি দর্শকদের চোখে জল এনে দিতে পারেন।

MITHAI

প্রথম থেকেই মিঠাই ছিল প্রাণোচ্ছল হাসিখুশি স্বভাবের একটি মেয়ে। উচ্ছে বাবুর সঙ্গে তার খুনসুটি দর্শকরা বেশ উপভোগ করেছেন। সেই সঙ্গে সে ছিল বাড়ির আদর্শ বৌমা। যে কারণে সিদ্ধার্থ তো তাকে আবার মেডেলও দিয়েছিল। তবে এখন মিঠাই সম্পূর্ণ আলাদা একটা মানুষে পরিণত হয়েছে।

দুর্ঘটনার পর থেকে নিজের স্মৃতি হারিয়ে ফেলে মিঠাই। তারপর থেকে লোভী নফর চাঁদের বাড়ির এক কোণায় মেয়েকে নিয়ে ভয়ে ভয়ে দিন কেটেছে তার। একদিকে স্মৃতি হারানোর যন্ত্রণা, অন্যদিকে বিগত কয়েক বছর ধরে ক্রমাগত অবহেলা ও খারাপ ব্যবহার পেয়ে মিঠাইয়ের চরিত্রে আমুল পরিবর্তন এসেছে। এই চরিত্রটিকেও দারুণভাবে পর্দায় উপস্থাপন করছেন সৌমিতৃষা।

MITHAI

মিঠাই, মিঠি থেকে বর্তমান মিঠাই, এই তিনটি চরিত্রকেই দক্ষ ভাবে পর্দায় ফুটিয়ে তুলছেন নায়িকা। এখন তো আবার একসঙ্গে মিঠি এবং মিঠাইয়ের দুটি চরিত্রকেই পর্দায় ফুটিয়ে তুলতে হচ্ছে তাকে। তবে আদর্শ মেয়ে, বৌমা, স্ত্রী হওয়ার পর মা, শাক্য ও মিষ্টির বন্ধু হিসেবেও দশে দশ পাওয়ার দাবি রাখেন তিনি।

MITHI MITHAI

বর্তমান মিঠাইয়ের কষ্ট অভিনেত্রী এত সুন্দরভাবে পর্দায় তুলে ধরছেন যে চোখে জল ধরে রাখতে পারছে না দর্শকরা। তাই দর্শকদের নজরে প্রতিমুহূর্তে সেরা অভিনেত্রী হিসেবে জায়গা করে নিচ্ছেন তিনি। মিঠাই, মিঠি কিংবা মিষ্টির মা, এই তিনটি চরিত্রে প্রাণ ঢেলে অভিনয় করছেন তিনি। দর্শকরা তাই তার প্রশংসায় পঞ্চমুখ।