দক্ষিণী সিনেমার ভয়ে কাঁপছে বলিউড, ‘লাল সিং চড্ডা’র ডেট পিছোলেন আমির খান

দীর্ঘ দুই বছর ধরে আটকে আছে আমির খান (Aamir Khan) এবং করিনা কাপুরের (Kareena Kapoor) ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chadda)। করোনার দাপটে কিছুতেই মুক্তি পাচ্ছে না ছবিটি। তার উপর আবার রয়েছে দক্ষিণী সিনেমার খাঁড়া ঝুলছে বলিউডের মাথার উপর। তাই বারবার ‘লাল সিং চাড্ডা’র মুক্তির ডেট পিছিয়ে যাচ্ছে। এখন উপায়?

ঘোষণা করেও শেষমেষ মুক্তি থেকে পিছিয়ে আসতে হয়েছে নির্মাতাদের। এই ছবি আবার আমিরের ড্রিম প্রজেক্ট ‘ফরেস্ট গাম্প’ এর অফিশিয়াল রিমেক! এই ছবি ব্যর্থ হলে আমিরের কাছে তা হবে অনেক বড় ধাক্কা। দু’বার পেছানো হয়েছে মুক্তির তারিখ। এরপর আগামীতে ১৪ই এপ্রিল মুক্তির কথা হয়। তবে পরিস্থিতি বিবেচনা করে এই তারিখও পিছিয়ে যায়। অবশেষে ১১ই আগস্ট মুক্তির দিন নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে দক্ষিণী ছবির যে রমরমা বাজার চলছে তাতে কোনও এক দক্ষিণীর ছবি বিপরীতে বলিউড ছবির মুক্তি দিতে ভয় পাচ্ছেন নির্মাতারা। এদিকে দর্শকরা ২ বছর অপেক্ষা করছেন ছবিটির জন্য। ১৪ ই এপ্রিলেও ছবি মুক্তি সম্ভব নয়। আমির খান জানিয়েছেন, লাল সিং চাড্ডার পোস্ট প্রোডাকশনের কাজ এখনও অনেক বাকি এবং তা কোনওভাবেই ১৪ ই এপ্রিলের মধ্যে শেষ হবে না।

এদিকে এই কথায় বেজায় চটে গিয়েছেন দর্শকরা। তার উপর আবার নতুন বিপদ, ১১ই আগস্ট ‘লাল সিং চাড্ডা’র মুক্তির দিন প্রভাসের ‘আদিপুরুষ’ মুক্তি পাওয়ার কথা। তবে পরিস্থিতি বুঝে আমিরকে নিজের জায়গা ছেড়ে দিলেন প্রভাস। ‘লাল সিং চাড্ডা’র বিপরীতে প্রভাসের ‘আদিপুরুষ’ মুক্তি পায় তাহলে ছবি প্রায় ফ্লপ হতে বাধ্য। তেমনটা বুঝে তাই সরে দাঁড়ালেন প্রভাস নিজেই। যে কারণে আমির খান তার প্রতি কৃতজ্ঞ।

একটি বিবৃতিতে আমির খান প্রভাসের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। প্রভাস এবং আদিপুরুষের সম্পূর্ণ টিমের প্রতি তিনি ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য ‘আদিপুরুষ’ ছবিতে প্রভাস ছাড়াও অভিনয় করছেন সাইফ আলি খান এবং কৃতি শ্যানন। ১৪ই এপ্রিল আমিরের ছবিটি মুক্তি পেলে বিপদে পড়ে যেতেন শাহিদ কাপুর। কারণ তার অভিনীত ‘জার্সি’ ছবিটি ওইদিনই মুক্তি পাচ্ছে। ‘লাল সিং চাড্ডা’র সঙ্গে ‘জার্সি’ মুক্তি পেলে অনিশ্চয়তার মুখে পড়ে যেত শাহিদ অভিনীত ছবিটি।