টিআরপি লিস্টে ব্যাপক রদবদল, গাঁটছড়ার ঝড়ে উড়ে গেল মিঠাই

এবারেও মন খারাপ মিঠাইভক্তদের (Mithai)। চলতি সপ্তাহের টিআরপি (TRP) তালিকা প্রকাশের আগে পর্যন্ত দর্শক আশা করেছিলেন মিঠাইরানী নির্ঘাত তার হারিয়ে যাওয়া রাজত্ব ফিরে পাবে। তবে সে গুড়ে বালি। কারণ এই সপ্তাহের টিআরপি তালিকাতে দেখা যাচ্ছে প্রথম স্থান তো দূরের কথা, দ্বিতীয় স্থানেও অন্য ধারাবাহিকের নাম! তাই মন খারাপের অনুভূতি এবারেও গেল না মিঠাইভক্তদের। প্রথম স্থান কার দখলে রইল?

গত সপ্তাহের পর ফের একবার স্টার জলসার ‘গাঁটছড়া’ হল বেঙ্গল টপার। ৯.৭ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে গৌরব চ্যাটার্জী এবং সোলাঙ্কি রায়ের এই ধারাবাহিক। নতুন ধারাবাহিক গাঁটছড়া গত সপ্তাহেও বেঙ্গল টপার হয়ে দেখিয়েছে। টানা তিন সপ্তাহ নিজের স্থান ধরে রেখেছে গাঁটছড়া। দ্বিতীয় স্থানে রয়েছে মন ফাগুন। এই ধারাবাহিকের সংগৃহীত নম্বর ৯.৬। তবে নিজের জায়গা হারালেও গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে নিজের অবস্থান বেশ খানিকটা শুধরে নিয়েছেন মিঠাই।

গত সপ্তাহে মিঠাই এক ধাপে পঞ্চম স্থানে ছিটকে গিয়েছিল। তবে এই সপ্তাহে সেরা তিনে জায়গা ধরে রাখতে পেরেছে। ৯.৪ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার এই ধারাবাহিক। চতুর্থ স্থানে রয়েছে দুটি ধারাবাহিক। স্টার জলসার আলতা ফড়িং এবং আয় তবে সহচরী ৯.১ নম্বর সংগ্রহ করে যৌথভাবে চতুর্থ স্থান দখল করে রয়েছে। পঞ্চম স্থানে রয়েছে ধূলোকণা। স্টার জলসার এই ধারাবাহিকের সংগ্রহ ৮.৭ নম্বর।

এদিকে নতুন ধারাবাহিক অনুরাগের ছোঁয়াও প্রথম সপ্তাহেই টিআরপি তালিকায় ঢুকে পড়েছে। ধারাবাহিকের সংগৃহীত নম্বর ৮.২। টিআরপি তালিকায় প্রাপ্ত স্থান ষষ্ঠ। জি বাংলার উমা ধারাবাহিকটিও টিআরপি তালিকার সেরা দশে রয়েছে। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৪, অবস্থান রয়েছে সপ্তম স্থানে। অষ্টম স্থানে চলে গিয়েছে খুকুমণি হোম ডেলিভারি। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৩।

জি বাংলার তিনটি ধারাবাহিক টিআরপি তালিকার সেরা দশের শেষ তিনটি স্থান দখল করে নিয়েছে। খুকুমণির পাশাপাশি পিলুও রয়েছে অষ্টম স্থানে। সংগৃহীত নম্বর ৭.৩। নবম স্থানে রয়েছে যমুনা ঢাকি, প্রাপ্ত নম্বর ৭.০। অপরাজিতা অপু ৬.৬ নম্বর পেয়ে দশম স্থানে রয়েছে। এদিকে রিয়েলিটি শো’গুলির মধ্যে সুপার সিঙ্গার ৫.৯ নম্বর পেয়ে দাদাগিরিকেও টেক্কা দিয়ে গিয়েছে। ০.১ এর পার্থক্যে পিছিয়ে রইল দাদাগিরি।