বিয়ে কাকে বলে? ক্লাস টু-য়ের ছাত্রের উত্তর দেখে মাথায় হাত শিক্ষকের

বিয়ে কাকে বলে? ক্লাস টু-এর ছাত্রের উত্তর দেখে হতবাক সোশ্যাল মিডিয়া

সমাজ এবং সামাজিক বন্ধন কিংবা সম্পর্কের বিষয়ে ছোটদের যাতে ধারণা তৈরি হয় তার জন্য প্রাথমিকের পড়াশোনায় এর উল্লেখ থাকে। সেখানে মা-বাবা, কাকা, দাদা কিংবা পরিবারের বাকি সদস্যদের সম্পর্কে পরিচিত হতে পারে তারা। ঠিক একইভাবে বিয়ে (Marriage) নিয়েও ছোটদের মধ্যে সামাজিক বোধ তৈরি করার জন্য এই বিষয়টির উল্লেখ থাকে।

বিয়ে কাকে বলে? এই প্রশ্নের উত্তর বড়রা বড়দের মত করে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু প্রাথমিকের শিশুরা বিয়ে সম্পর্কে কী ভাবে বা এই বিষয়ে তাদের কেমন ধারণা রয়েছে তা যাচাই করার জন্য পরীক্ষাতে এই প্রশ্নটাই করা হয়েছিল (Essay On Marriage)। তাতে এক পরীক্ষার্থী যে উত্তর লিখেছে তা দেখে কার্যত মাথায় হাত পড়েছে শিক্ষকের। তার সেই উত্তর পত্রটি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল (Viral News) হয়ে গিয়েছে।

MARRIAGE

বিয়ে নিয়ে যুগের পর যুগ ধরে নানা গুরুগম্ভীর আলোচনা এবং রসিকতা দুটোই হয়ে এসেছে। এই বিষয়ে এই নানা মুনির রয়েছে নানা মত। তবে ওই স্কুল পড়ুয়া ছাত্রটি বিয়েকে যেভাবে বর্ণনা করেছে তা দেখে সোশ্যাল মিডিয়ার বাসিন্দারা হেসে কুটোপাটি হচ্ছেন। কারণ সে যেভাবে বিয়ের সংজ্ঞা লিখেছে তাতে নাকি সারল্যের সঙ্গেই বিয়ের প্রকৃত অর্থ উঠে এসেছে বলে মত প্রকাশ করছেন নেটিজেনরা।

ওই পড়ুয়া লিখেছে, “বিয়ে তখনই হয়, যখন মেয়ের বাবা-মা তাঁদের মেয়েকে বলেন,‘তুমি এখন বড় হয়ে গেছো। তোমাকে আর খাওয়াতে পারছি না। যাও একজন লোককে খোঁজো যিনি তোমাকে খাওয়াবে।’ একইভাবে ছেলের বাড়িতে বলে, ‘বড় হয়েছো, এবার বিয়ের করো।” এরপর আবার বিয়ের বিষয়ে খুঁটিনাটি বিষয় যেমন বিয়ের পর কী হয় তাও সে লিখেছে।

ভাইরাল হওয়া ওই উত্তরপত্রে পরের অংশ দেখা যাচ্ছে সে লিখে রেখেছে, “ছেলে ও মেয়ে উভয়ে নিজেদের পরীক্ষা করে এবং খুশি হন। তারপর তারা একসঙ্গে থাকতে রাজি হয়। সন্তান পাওয়ার জন্য বাজে কাজ করতে শুরু করে”। শিক্ষক মহাশয় তার এই উত্তর দেখে ভীষণ চটে গিয়ে কেটে দিয়ে নম্বরের জায়গায় শূন্য বসিয়ে দিয়েছেন।

EAASY ON MARRIAGE

আরও পড়ুন : ‘ব্যান’ করেও লাভ হল না, এবার ঘরে বসে মোবাইলেই দেখা যাবে ‘দ্য কেরালা স্টোরি’

তবে শিক্ষক মহাশয় এই উত্তরে খুশি না হলেও নেটিজেনরা কিন্তু ওই ছোট্ট শিশুটিকে সাধুবাদ দিচ্ছেন। সোশ্যাল মিডিয়াতে এই ভাইরাল পোস্ট এর কমেন্ট বক্সে নানা প্রতিক্রিয়া চোখে পড়ছে। তাদের মতে বিয়ের আসল সত্যিটাই তুলে ধরেছে ওই পড়ুয়া। এর জন্য তাকে ফুল মার্কস দেওয়া উচিত বলেই মনে করছেন তারা।

আরও পড়ুন : শুধুই নকশা নয়, বিস্কুটের গায়ে এমন অসংখ্য ছিদ্র থাকার আসল কারণ জানেন?