‘টাইটানিক’ থেকে কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন জ্যাক এবং রোজ? চমকে দেবে টাকার অংক

টাইটানিকের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন লিওনার্দো এবং কেট?

Riya Chatterjee

Published on:

১৯১২ সালে গভীর সমুদ্রের বুকে ডুবে গিয়েছিল বিলাসবহুল টাইটানিক (Titanic) জাহাজ। এই দুর্ঘটনায় বহু মানুষের সলিল সমাধি ঘটে। আজও সেই টাইটানিক জাহাজ থেকে ঘিরে রয়েছে কত মিথ, কত গল্প! টাইটানিককে নিয়ে মানুষের জানার আগ্রহের যেন শেষ নেই। ১৯৯৭ সালে সেই ডুবন্ত জাহাজ এবং তার হতভাগ্য আরোহীদের নিয়ে একটি সিনেমা বানিয়েছিলেন জেমস ক্যামেরন। সিনেমাটি আজও দর্শকদের কাছে খুবই জনপ্রিয়।

আটলান্টিক সমুদ্রের বুকে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের গল্প বড় পর্দায় ফুটে উঠতেই তা গোটা পৃথিবী জুড়ে দারুণ ব্যবসা করে। এই ছবিতে আরোহীদের মধ্যে থাকা জ্যাক এবং রোজকে নায়ক এবং নায়িকা হিসেবে দেখানো হয়েছিল। জ্যাক এবং রোজের ভূমিকাতে অভিনয় করেন যথাক্রমে লিওনার্দো ডিক্যাপ্রিও (Lionardo Decaprio) এবং কেট উইন্সলেট (Kate Elizabeth Winslet)

TITANIC

যে কয়েকজন সৌভাগ্যবান ওই দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফিরেছিলেন রোজ তাদের মধ্যে ছিলেন একজন। কিন্তু জ্যাককে বাঁচানো যায়নি। হতভাগ্য জাহাজের সমস্ত যাত্রীদের সঙ্গে সঙ্গে তাদের ভালোবাসার কাহিনীরও যেন সলিল সমাধি ঘটে। এই দুটি চরিত্রকে দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন লিওনার্দো এবং কেট।

এতদিনে প্রকাশ্যে এল টাইটানিক সিনেমা থেকে নায়ক এবং নায়িকা অর্থাৎ লিওনার্দো এবং কেট কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সেই খতিয়ান। সম্প্রতি একটি আন্তর্জাতিক মিডিয়াতে এই সম্পর্কিত তথ্য প্রকাশ্যে এসেছে। সেখানে জ্যাক এবং রোজের ভূমিকার জন্য লিওনার্দো এবং কেটের পারিশ্রমিকের অংকটা জানানো হয়েছে।

TITANIC

টাইটানিক সিনেমার জন্য কেট ২ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক নিয়েছিলেন। ভারতীয় মুদ্রায় সংখ্যাটা দাঁড়াচ্ছে ১৬ কোটি ৫১ লক্ষ ৫৪ হাজার ৬০০ টাকা। অন্যদিকে লিওনার্দো ডিক্যাপ্রিও জ্যাকের চরিত্রে অভিনয় করার জন্য ২.৫ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক নিয়েছিলেন। অর্থাৎ ভারতীয় মুদ্রায় তিনি পেয়েছিলেন ২০ কোটি, ৬৪ লক্ষ ৪৩ হাজার ২৫০ টাকা।

TITANIC

আরও পড়ুন : স্বামীর সুইসাইড নোট শেষ করে দেয় রেখার জীবন, মুকেশ কী লিখেছিলেন জানলে হুঁশ উড়ে যাবে

তবে শুধু পারিশ্রমিক নয়, সেই সঙ্গে লাভের থেকে একটা অংশ লিওনার্দো নিয়েছিলেন বলে শোনা যায়। যে কারণে তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। ছবির নায়িকা হিসেবে কেটকে বেছে নেওয়ার ক্ষেত্রে অনেক বড় বড় নায়িকাদের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। তবে পরিচালক কিছুটা ঝুঁকি নিয়ে নায়িকা বাছাই করেছিলেন এবং তিনি যে কতটা সঠিক ছিলেন জ্যাক এবং রোজের আজকের এই অটুট জনপ্রিয়তা তার প্রমাণ।

আরও পড়ুন : বিয়ের পর শ্বশুরবাড়িতে মুখ দেখাতে পারেননি, রানীকে পুত্রবধূ হিসেবে মেনে নেননি আদিত্যর পরিবার