ফের বদলে গেল মুখ, ‘এই পথ যদি না শেষ হয়’ থেকে সরে যাচ্ছেন এই অভিনেত্রী

জি বাংলার (Zee Bangla) ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoi) ধারাবাহিকটি দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে বরাবর। সরকার পরিবারের প্রত্যেক সদস্যকে আপন করে নিয়েছেন দর্শকরা। তবে ইদানিং ধারাবাহিকে বারবার কাস্টিংয়ে পরিবর্তন আনা হচ্ছে। প্রথমে ধারাবাহিকের খলনায়িকা রিনিকে সরানো হয়। এরপর বাড়ির সব থেকে ছোট সদস্য মিমিরও মুখবদল হল। এখন আবার বদলে যাচ্ছে ‘ঠাম্মি’র মুখ।

একবার নয়, দুইবার নয় এই নিয়ে তিনবার ঠাম্মিকে সরানো হল ধারাবাহিক থেকে। ধারাবাহিক শুরু হওয়ার মুহূর্তে ঠাম্মি ওরফে রমা সরকারের ভূমিকায় অভিনয় করছিলেন অলকানন্দা রায়। আচমকা তাকে সরিয়ে কল্যাণী মন্ডলকে চরিত্রটি দেওয়া হয়। তিনি বেশ কয়েকদিন ধরেই অভিনয় করে যাচ্ছিলেন। তার মুখের সঙ্গে মানিয়েও নিয়েছিলেন দর্শকরা। তবে এবার শোনা যাচ্ছে ফের ঠাম্মির কাস্টিংয়ে পরিবর্তন আনা হচ্ছে।

কল্যাণী মন্ডলের বদলে এই চরিত্রে অভিনয় করতে আসছেন কুমকুম ভট্টাচার্য। অলকানন্দা রায় থেকে শুরু করে কল্যাণী মন্ডল, দর্শক সাদরেই ‘ঠাম্মি’ চরিত্রাভিনেত্রীদের গ্রহণ করেছিলেন। তাদের অভিনয় নজর কেড়েছিল। কুমকুম ভট্টাচার্য্যের উপরেও আস্থা রাখছেন দর্শকদের একাংশ। তবে পছন্দের চরিত্রে বারবার এই মুখবদল অনেকেই ভালভাবে নিচ্ছেন না।

ঠাম্মি চরিত্রটি ভীষণ পজেটিভ একটা চরিত্র। তিনি বরাবর নায়িকা উর্মির পাশে থাকেন। কখনও কখনও পরিবারের সকলের বিরুদ্ধে গিয়েও উর্মির পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাকে। বলতে গেলে সরকার পরিবারে উর্মির অনেক বড় সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করেন তিনি। কল্যাণী মন্ডল এতদিন দক্ষতার সঙ্গে চরিত্রটিকে ফুটিয়ে তুলেছিলেন।

সাধারণত যেকোনও ধারাবাহিকে হঠাৎ করে চরিত্রের মুখ বদলে দেওয়া হলে দর্শকদের তার সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হয়। যেমনটা হয়েছিল এই ধারাবাহিকের ‘মিমি’ চরিত্রটির ক্ষেত্রে। তনুশ্রী সাহার বদলে সদ্য লিজা সরকার ধারাবাহিকে পা রেখেছেন। তার অভিনয় নিয়ে প্রশ্ন না উঠলেও আগের মিমির সঙ্গে নতুন মিমির লুকসের পার্থক্য নিয়ে সরব হয়েছিলেন দর্শকরা। আগের মিমি তনুশ্রী সাহার চুল ছিল লম্বা। নতুন মিমির শর্ট হেয়ার সঙ্গে কালারিং চুল ছিল দর্শকদের একাংশের আপত্তির কারণ।