ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা আজ কোথায়? দেখুন কীভাবে দিন কাটাচ্ছেন তিনি?

Rakesh Sharma : চাঁদে চন্দ্রযান ৩ (Chandrayaan-3)এর সফল অবতরণের পর এখন গোটা বিশ্বে ভারত (India) -কে নিয়ে চর্চা চলছে। চাঁদের দক্ষিণ মেরুতে ভারত প্রথম দেশ হিসেবে পা রাখল। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেমন ভারতবাসীর উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে ঠিক তেমনই মিমে ভরে যাচ্ছে। এই মুহূর্তেই ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা (Rakesh Sharma) -র নাম উঠে আসছে বারবার। ইনিই প্রথম ভারতীয়, যিনি মহাকাশে পাড়ি দিয়েছিলেন। জানেন এখন কোথায় কেমন আছেন প্রথম ভারতীয় মহাকাশচারী (First Astronaut Of India)?

রাকেশ শর্মার সম্পর্কে জানতে হলে পিছিয়ে যেতে হবে বেশ কয়েক দশক। ১৯৪৯ সালের ১৩ই জানুয়ারি পাঞ্জাবের পাটিয়ালা শহরে জন্ম নেন রাকেশ শর্মা। এক পাঞ্জাবি হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন তিনি। ছোট থেকেই মেধাবী এবং ভীষণ সাহসী ছিলেন রাকেশ। ১৯৭০ সালে তিনি ভারতীয় বিমান বাহিনীতে যোগদান করেন। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধেও অংশ নিয়েছিলেন তিনি।

Rakesh Sharma

১৯৮২ সালে রাকেশ শর্মা রাশিয়া এবং ভারতের যৌথ মহাকাশ মিশনে অংশগ্রহণ করেন। এর ঠিক দুই বছর পর তিনি মহাকাশে যাওয়ার সুযোগ পান। ১৯৮৪ সালে প্রথম ভারতীয় তিনি মহাকাশে পাড়ি দেন। মহাকাশে তিনি ৭ দিন ২১ ঘণ্টা ৪০ মিনিট কাটিয়েছিলেন। এই মহাকাশ মিশনে রেকর্ড গড়েছিলেন রাকেশ শর্মা।

১৯৮৪ সালের ওই মহাকাশ মিশন থেকে ফিরে এসে আবার বিমান বাহিনীতে যোগদান করেন তিনি। ১৯৮৭ সাল পর্যন্ত তিনি ভারতীয় বিমান বাহিনীতেই উইং কমান্ডার হিসেবে কাজ করেছিলেন। তারপর হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডে যোগদান করেন তিনি। ২০২১ সালে রাকেশ শর্মা বেঙ্গালুরুর ক্যাডিলা লাবসের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত হন।

Rakesh Sharma

আরও পড়ুন : চাঁদের মাটিতে প্রস্রাব করলেই ঘটবে এই অদ্ভুতুড়ে কান্ড! জানালেন খোদ বিজ্ঞানীরা

বর্তমানে রাকেশ শর্মার বয়স ৭৩ বছর। এখন তিনি অবসর নিয়ে প্রচারের আড়ালে দিন কাটাচ্ছেন। বর্তমানে তামিলনাড়ুর কুন্নুরে স্ত্রী মধুর সঙ্গে নিরিবিলিতে দিন কাটাচ্ছেন তিনি। তবে এখনও তিনি কাজের মধ্যেই ডুবে রয়েছেন। গগনযানের জন্য ইসরোর জাতীয় উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে কাজ করেছিলেন তিনি। মহাকাশচারী নির্বাচন কার্যক্রমের পরিচালনার দায়িত্ব ছিল তার কাঁধে।

আরও পড়ুন : চাঁদে জমি কেনার খরচ কত? চাঁদে সম্পত্তি কিনতে গেলে কী কী করতে হবে?