জি বাংলা থেকে স্টার জলসা, বাংলা সিরিয়ালের নায়িকারা কে কত টাকা বেতন পায় দেখুন

জি বাংলা নাকি স্টার জলসা, বাংলা সিরিয়ালের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী কে জানেন?

Highest Paid Bengali Serial Actress : বাংলা ধারাবাহিক (Bengali Mega Serial) -র প্রসঙ্গ এলেই বিশেষ কয়েক জন অভিনেত্রীদের কথা উঠে আসে। ছোট পর্দায় অভিনয় করলেও,জনপ্রিয়তার দিক থেকে এরা বড় পর্দার অভিনেত্রীদের থেকে একটুও পিছিয়ে নেই। এদের ভক্তদের সংখ্যাও গুনে শেষ করা যায় না। নিজেদের জনপ্রিয়তার সঙ্গে মানানসই পারিশ্রমিকও পান এরা। দেখে নেওয়া যাক এই মুহূর্তে বাংলা ধারাবাহিকের হায়েস্ট পেড অভিনেত্রী কে।

অরুণিমা হালদার (Arunima Haldar) – ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকের মধ্যে দিয়ে অভিনয় জগতে হাতে খড়ি অভিনেত্রী অরুণিমা হালদারের। তিনি বরফি চরিত্রে অভিনয় করে রীতিমত দর্শকদের নজর কেড়ে নিয়েছিলেন। এখন তিনি জি বাংলার ‘মন দিতে চাই’ ধারাবাহিকে তিতিরের চরিত্রে অভিনয় করছেন। তিনি এই ধারাবাহিকের জন্য ১ লাখ ২০ হাজার টাকা পারিশ্রমিক নেন।

GOURI ELO

মোহনা মাইতি (Mohana Maiti) – খুব কম বয়সেই ‘গৌরী এলো’ ধারাবাহিকে সফল ভাবে অভিনয় করছেন মোহনা মাইতি। তবে প্রথমদিকে এই সিরিয়ালের টিআরপি ভালো থাকলেও এখন তার মান কমছে। তবে অভিনেত্রী হিসেবে এখনও বেশ ভালই পারিশ্রমিক পান অভিনেত্রী। এখন তিনি ১ লাখ ২৫ হাজার টাকা মাসিক বেতন পান।

দিব্যানি মন্ডল (Divyani Mondal) – এইঅভিনেত্রীর প্রথম ধারাবাহিক হলো ‘ফুলকি’। প্রথম ধারাবাহিকেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শক মন্ডলীর মন জয় করে নিয়েছেন তিনি। তিনি এই মুহূর্তে পারিশ্রমিক পান ১ লাখ ১২ হাজার টাকা। পারিশ্রমিকের নিরিখে তিনি রয়েছেন দশম স্থানে।

Icche Putul Megh

তিতিক্ষা দাস (Titiksha Das) – কালার্স বাংলাতে ইতিমধ্যে দুটি ধারাবাহিকে অভিনয় করে ফেলেছেন তিতিক্ষা। সেগুলি হল ‘দত্ত অ্যান্ড বৌমা’, এছাড়া রয়েছে ‘জয় জগন্নাথ’। আর এবার ইচ্ছে পুতুল ধারাবাহিকে একেবারে চুপচাপ একটি মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তিতিক্ষাকে। এই মুহূর্তে প্রত্যেক মাসে ১ লাখ ২৪ হাজার টাকা পারিশ্রমিক পান জনপ্রিয় অভিনেত্রী তিতিক্ষা দাস।

শ্রাবণী ভুঁইয়া (Shrabani Bhuniya) – একাধিক ধারাবাহিককে অভিনয় করে দর্শকদের মন ইতিমধ্যেই জয় করে নিয়েছেন শ্রাবণী ভুইয়া। বর্তমানে তিনি মুকুট ধারাবাহিক অভিনয় করছেন। তবে তার সিরিয়াল টিআরপির তালিকায় প্রথম দিকে না থাকলেও তিনি বেশ মোটা পারিশ্রমিক পান। মাসিক ১ লাখ ৩২ হাজার টাকা বেতন পান তিনি।

RANGA BOU

শ্রুতি দাস (Shruti Das) – বর্তমান বাংলার সিরিয়ালের অন্যতম অভিনেত্রী হলেন শ্রুতি দাস। এখন তিনি ‘রাঙা বউ’ ধারাবাহিকে পাখির চরিত্রে অভিনয় করছেন। তার অভিনয় জীবন শুরু ত্রিনয়নী নামে জনপ্রিয় ধারাবাহিক দিয়ে। বর্তমানে তিনি রাঙা বউ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা পারিশ্রমিক পান।

আরাত্রিকা মাইতি (Aratrika Maity) – জি বাংলার অন্যতম ধারাবাহিক হলো খেলনা বাড়ি। আর সেই ধারাবাহিকের মূল চরিত্র মিতুলের এর ভূমিকা অভিনয় করছেন আর আরাত্রিকা মাইতি। এখন তিনি ‘বেল্ট কাকি’ নামে দর্শক মহলে পরিচিত। তিনি প্রত্যেক মাসে ১ লাখ ৪০ হাজার টাকা পারিশ্রমিক পান খেলনা বাড়ির জন্য।

NEEM PHULER MODHU

পল্লবী শর্মা (Pallavi Sharma) – এর আগে কে আপন কে পর ধারাবাহিকে জনপ্রিয় চরিত্র জবার ভূমিকায় অভিনয় করেছিলেন পল্লবী শর্মা। প্রথম ধারাবাইকেই নিজের অভিনয় দিয়ে বাজিমাত করে দিয়েছিলেন তিনি। এখন তাকে দেখা যাচ্ছে জি বাংলার অন্যতম সিরিয়াল নিম ফুলের মধুতে। জানা গেছে তিনি প্রত্যেক মাসে ২ লাখ ২২ হাজার টাকা নেন।

মানালি দে (Manali Dey) – বউ কথা কও ধারাবাহিকক দিয়ে অভিনয় জগতে হাতে খড়ি। এখন একাধিক ধারাবাহিককে অভিনয় করতে দেখা গেছে তাকে। এছাড়াও তিনি সিনেমাতে অভিনয় করেছেন। এখন তিনি জি বাংলার সবচেয়ে চর্চিত ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। তিনি প্রত্যেক মাসে ২ লাখ ৬০ হাজার টাকা পারিশ্রমিক নেন।

ANKITA MALLICK

আরও পড়ুন : বাংলায় সুপারহিট কিন্তু হিন্দিতে সুপারফ্লপ! রিমেক বানিয়ে মুখ পুড়েছে এই ৫ সিরিয়ালের

অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) – এখন টিআরপির তালিকায় সর্বোচ্চ উপরে আছে জি বাংলার অন্যতম ধারাবাহিক জগদ্ধাত্রী। আর এই ধারাবাইকে জগদ্ধাত্রী ভূমিকা অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। তিনি তার প্রথম ধারাবাহিকই নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন। তবে এই মুহূর্তে তিনি সর্বোচ্চ বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। এখন ২ লাখ ৮৫ হাজার টাকা পারিশ্রমিক পান তিনি।

আরও পড়ুন : সূর্য-দীপা নয়, জগদ্ধাত্রীও ফেল‍! বাংলা সিরিয়ালের ‘সেরা জুটি’ পুরস্কার পেল কারা?