রানী মুখার্জীর বাড়ি যেন রাজপ্রাসাদ, দেখুন অন্দরমহলের চোখ ধাঁধানো ছবি গ্যালারী

Rani Mukerji House Photo : রানী মুখার্জি (Rani Mukerji) বলিউড (Bollywood) -র একজন খুব বিখ্যাত অভিনেত্রী। গত ২০ বছর ধরে তিনি তার অভিনয় কেরিয়ারে বহু সুপারহিট সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন। তবে এখন সেভাবে তাকে আর সিনেমাতে দেখা যায় না। তার পরেও রানী মুখার্জির অর্থ সম্পত্তি কোটি কোটি টাকা। এমনকি তার বাড়িও কোন রাজপ্রাসাদের থেকে কম সুন্দর নয়। চলুন দেখে নিই তার বাড়ির অন্দরমহল কেমন।

১৯৯৬ সালের বলিউড ফিল্ম “রাজা কি আয়েগি বারাত” এর মাধ্যমে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন। যদিও তার আগে নিজের বাবার পরিচালিত বিয়ের ফুল নামে বাংলা সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গেছে। এছাড়াও রানীর অভিনয় কেরিয়ারে একাধিক হিট ছবিতে অভিনয় করতে দেখা গেছে।

RANI MUKERJI AND ADITYA CHOPRA

‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘সাথিয়া’, ‘যুবা’, ‘হাম তুম’, ‘বীর-জারা’, ‘ব্ল্যাক’, ‘বান্টি অর বাবলি’, ‘কভি আলবিদা না কেহনা’, ‘নো ওয়ান কিলড জ্যাসিকা’, ‘তালাস: দ্য অ্যান্সার লাইস উইদিন’,‌ ‘মারদানি, ‘হিঁচকি’ র মত সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গেছে। তবে তিনি এখন অভিনয় জগৎ থেকে দূরেই আছেন। কিন্তু তাতে লাইম লাইট থেকে সরে যাননি। প্রায়শই তিনি সংবাদ শিরোনামের ওপরে থাকেন।

কর্মজীবনের সাফল্যের কারণে রানী মুখার্জি সম্পত্তির পরিমাণ বেশ ভালই। সূত্রের খবর, বর্তমানে রানী মুখার্জি প্রায় ২০০ কোটি টাকার সম্পত্তির মালিক। ‘মুম্বাইয়ের রুস্তমজি প্যারামাউন্টে’ একটি বিলাসবহুল প্রাসাদ কিনেছেন তিনি। যার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হতেই ক্রমশ ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়।

Rani Mukerji House Photo

মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গেছে রানি মুখার্জির এই বাড়ির দাম প্রায় ৭ কোটি টাকারও বেশি। রানীর এই প্রাসাদটি অভিনেতা টাইগার শ্রফ, অভিনেত্রী দিশা পাটান, এবং কুনাল পান্ডিয়ার ফ্ল্যাটের পাশাপাশি। এই বাড়িটি অত্যন্ত আধুনিক ডিজাইনে প্রস্তুত করা হয়েছে। বাড়িটি কোনো রাজমহল থেকে কোনো অংশে কম নয়।

Rani Mukerji House Photo

আরও পড়ুন : বিয়ের পর শ্বশুরবাড়িতে মুখ দেখাতে পারেননি, রানীকে পুত্রবধূ হিসেবে মেনে নেননি আদিত্যর পরিবার

রানি মুখার্জির এই বাড়িটিতে মোট দুটি পার্কিং এলাকা রয়েছে। ৩৫৪৫ বর্গফুট জায়গার মধ্যে তৈরি অভিনেত্রীর বাড়ির বারান্দাতেই সহজেই একটি বড় পার্টির আয়োজন করা যায়। বাড়িটি আউটডোর ফিটনেস স্টেশন, সুইমিং পুল, গেমিং এরিয়া, মিনি থিয়েটার এবং বাচ্চাদের খেলার জায়গার মতো অনেক সুবিধা দিয়ে সজ্জিত। এছাড়াও একটি বড় লাইব্রেরিও রয়েছে, যেখানে নিজের পছন্দের বইয়ের সংগ্রহ রেখেছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন : ১৭ বছরেই প্রথম মা হন, রানী মুখার্জীর সেই মেয়েকে এখন কেমন দেখতে হয়েছে দেখুন