২০০০ কোটির দঙ্গলও ফেল! ১২ দিনে ‘গদর ২’ কত টাকা আয় করল জানলে চোখ কপালে উঠবে

১২ দিনেই সব রেকর্ড পার, বক্স অফিসে সব রেকর্ড ভেঙ্গে দিল ‘গদর ২’ এর ব্যবসা

Gadar 2 Box Office Collection : গত ১১ অগাস্ট সমস্ত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গদর ২।আর এই ছবিতে সানি দেওল (Sunny Deol)আমিশা প্যাটেল (Ameesha Patel) -র জুটি বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে। আর তাতেই ধামাকা শুরু হয়েছে। যা হার মানিয়ে দিয়েছে অতীতের সমস্ত রেকর্ডকে। আর এবার আমির খান অভিনীত ‘দঙ্গল’ (Dangal) সিনেমার রেকর্ড ভাঙল ‘গদর টু’ (Gadar 2)

বলিউড (Bollywood) -এ অনিল শর্মা পরিচালিত সিনেমা ‘গদর’ ২০০১ সালে মুক্তি পেয়েছিল। ১৯৪৭ সালে দেশ ভাগের প্রেক্ষাপটে ছিল এই সিনেমা। তার ২২ বছর পর মুক্তি পেয়েছে এই সিনেমার সিকুয়েল।  এই ছবিতে সানি দেওলের চরিত্রের নাম তারা সিং, পেশায় ট্রাক ড্রাইভার। আর আমিশাকে দেখা গেছে শাকিনার চরিত্রে। গদর এর মত গদর ২ তেও সানি – আমিশার জুটি সাড়া ফেলে দিয়েছে।

GADAR

আর এই ছবি মুক্তি পাওয়ার আগে থেকেই বক্স অফিস ব্যাবসা করা শুরু করে দিয়েছিলো। ছবিটি প্রথম সপ্তাহেই ১০০ কোটির গন্ডি পেরিয়েছিল । এরপর দ্বিতীয় সপ্তাহে আরও এক নতুন দৃষ্টান্ত গড়েছে এই সিনেমা। মুক্তির ১০ দিনে শুধু ভারতে আয় করা হিন্দি সিনেমার তালিকায় সানির সিনেমার অবস্থান এখন চতুর্থ। এরপরে আমির খানের অতীতের রেকর্ড ভাঙলেন সানি।

সোমবারই আমির খানের দঙ্গলের রেকর্ড ভেঙে দিয়েছে গদর ২। তারা সিং আর শকিনার এই জুটির ছবি শুধু ভারতের বক্স অফিসে আয় করেছে ৩৮৮.৬০ কোটি টাকা। অন্যদিকে আমির খানের ‘দঙ্গল’ সিনেমা আয় করেছিল ৩৭৪.৪৩ কোটি টাকা। এখন সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় চতুর্থ নম্বরে আছে গদর ২।

GADAR

বর্তমানে দেশে সবথেকে বেশি উপার্জিত হিন্দি ছবি হলো পাঠান। এই ছবিটি ভারতের বক্স অফিসে ব্যবসা করেছিল ৫২৪.৬২ কোটি টাকা। তারপর ৫১০.৯৯ কোটি টাকা ব্যবসা করে দ্বিতীয় স্থানে রয়েছে বাহুবলী ২। তৃতীয় স্থানে রয়েছে কেজিএফ ২। এই ছবিটি ব্যাবসা করেছে ৪৩৪.৭০ কোটি টাকা। আর এবার ৩৮৮.৬০ কোটি টাকা উপার্জন করে দঙ্গলকে পিছনে ফেলে চতুর্থ স্থান দখল করলো গদর ২।

Gadar 2

আরও পড়ুন : ‘গদর ২’ অভিনেতারা কে কত পারিশ্রমিক পেলেন? চমকে দেবে সানি দেওলের পারিশ্রমিক

এই প্রসঙ্গে ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ টুইটারে লিখেছিলেন, ‘গদর ২-এর অপ্রতিরোধ্য গতি, থামার নাম নিচ্ছে না দ্বিতীয় সোমবারেও। টপকে গেল দঙ্গল ২-এর রোজগারকে। এবারে চতুর্থ সবথেকে বেশি উপার্জিত বলিউড সিনেমা। দ্বিতীয় সপ্তাহের আয়: শুক্রবার ২০.৫০ কোটি, শনিবার ৩১.০৭ কোটি, রবিবার ৩৮.৯০ কোটি, সোমবার ১৩.৫০ কোটি। মোট আয় ৩৮৮.৬০ কোটি।’ উল্লেখ্য, আমির খানের ‘দঙ্গল’ গোটা বিশ্ব জুড়ে ২ হাজার কোটি টাকার ব্যবসা করেছিল। গদর এই রেকর্ড টপকাতে পারে কিনা সেটাই দেখার।

আরও পড়ুন : বাস্তবের ‘তারা সিং’ আসলে কে? এই ভারতীয় সৈনিকের কাহিনী চোখে জল এনে দেবে