রাতারাতি বন্ধের মুখে স্টার জলসার এই ২ জনপ্রিয় সিরিয়াল! মাথায় হাত দর্শকদের

Star Jalsha Upcoming Serials : টিআরপি (TRP) তালিকাতে জি বাংলাকে পেছনে ফেলার জন্য স্টার জলসা (Star Jalsha) একেবারে বদ্ধপরিকর। তাই তো এখন এই চ্যানেলের যে সিরিয়ালগুলোর টিআরপি কম তাদের নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে কর্তৃপক্ষ। আসছে নতুন দুই সিরিয়াল ‘লাভ বিয়ে আজকাল’ (Love Bie Aaj Kal) এবং ‘তোমাদের রাণী’ (Tomader Rani)। স্বাভাবিকভাবেই নতুন সিরিয়াল আসা মানে পুরনো সিরিয়ালের উপর বসবে কোপ। তাই ভয়ে ভয়ে রয়েছেন স্টার জলসার দর্শকরা।

এই মুহূর্তে স্টার জলসার বেশকিছু সিরিয়ালের টিআরপি বেশ কম। বিশেষ করে এর মধ্যে বেশিরভাগ সিরিয়াল ধারাবাহিকভাবে প্রত্যেক সপ্তাহে স্লট হারাচ্ছে জি বাংলার কাছে। মাসের পর মাস লোকসানের মুখে পড়ে যাচ্ছে স্টার জলসা। নতুন-পুরনো নির্বিশেষে একাধিক সিরিয়ালের মাথার উপর তাই এখন ঝুলছে খাঁড়া। এই তালিকায় যেমন রয়েছে বাংলা মিডিয়াম (Bangla Medium), পঞ্চমী (Ponchomi) থেকে শুরু করে তুঁতে (Tunte), এক্কাদোক্কা (Ekka Dokka) এবং গুড্ডি (Guddi)

TOMADER RANI

টিআরপি তালিকা বিচার করলে দেখা যাবে মাসের পর মাস এই সিরিয়ালগুলোর টিআরপি কম। কাজেই এই পিছিয়ে পড়া সিরিয়ালগুলোর ভক্তদের মধ্যে দেখা দিচ্ছে আতঙ্ক। এদিকে তোমাদের রাণী এবং লাভ বিয়ে আজকাল, এই দুটি আসন্ন সিরিয়াল নিঃসন্দেহে টিআরপি মেটেরিয়াল। তাই নতুন সিরিয়াল প্রাইম টাইমই পাবে সেটাও নিশ্চিত। যতদূর জানা যাচ্ছে নতুন এই দুই সিরিয়ালের জন্য তুঁতে, বাংলা মিডিয়াম এবং পঞ্চমীকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে চ্যানেল।

স্টুডিও পাড়ায় গুঞ্জন, চ্যানেল ইতিমধ্যেই টেন্ট প্রোডাকশনকে নাকি জানিয়ে দিয়েছে তাদের নতুন কোনও সিরিয়াল আসার পরেও যদি বাংলা মিডিয়াম স্লট না পায়, তাহলে বাংলা মিডিয়ামকে বন্ধ করে দিতে হবে। অর্থাৎ সেপ্টেম্বর মাসের দিকেই বন্ধ হয়ে যেতে পারে এই সিরিয়াল। অন্যদিকে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনার তালিকাতে রয়েছে পঞ্চমীও। রাঙা বউয়ের বিপরীতে এই সিরিয়ালও স্লট পাচ্ছে না।

Tunte

তবে বলতে গেলে সবথেকে খারাপ অবস্থা তুঁতের। স্লট পাওয়া তো দূর, শুরু হওয়ার পর থেকে দুমাস পেরিয়ে গেলেও এই সিরিয়ালটি সেরা দশের তালিকাতে উঠে আসতে পারেনি। দীপান্বিতা রক্ষিত এবং সৈয়দ আরেফিনের এই সিরিয়ালের বিপরীতে রয়েছে জগদ্ধাত্রী। গাঁটছড়াকে সরিয়ে সেই জায়গাতে আনা হয়েছিল তুঁতেকে। কিন্তু তুঁতের ফলাফল আশানুরূপ নয়।

TUNTE

আরও পড়ুন : নায়ক-নায়িকা থেকে পার্শ্বচরিত্র, স্টার জলসার অভিনেতারা কে কত বেতন পান?

সন্ধ্যা ৭ টার প্রাইম টাইমে দুর্বল স্লটের সিরিয়াল অবশ্যই রাখবে না স্টার জলসা। তবে সিরিয়ালটি যেহেতু নতুন তাই এখনই বন্ধ নাও হতে পারে। তবে এটাও নিশ্চিত যে শীঘ্রই স্টার জলসার দুটি সিরিয়াল বন্ধ হবে। তাই অন্য সিরিয়াল বন্ধ করে সেই জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে তুঁতেকে। পঞ্চমী, এক্কাদোক্কা, গুড্ডি, নাকি বাংলা মিডিয়াম, চ্যানেলের খাঁড়ার মুখে কে? জানা যাবে আর কিছুদিন পর।

আরও পড়ুন : দীপার দিন শেষ! আরও এক গর্ভবতী মায়ের সংগ্রাম নিয়ে আসছে এই নতুন সিরিয়াল