উত্তম কুমারের ডাবল পারিশ্রমিক নিতেন! ছবি পিছু সুচিত্রা সেনের দর জানলে এখনকার নায়িকারাও লজ্জা পাবে

Suchitra Sen salary per movie : টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির প্রথম সুপারহিট জুটি উত্তম কুমার (Uttam Kumar) এবং সুচিত্রা সেন (Suchitra Sen)। ৫ দশক পরেও যাদের জনপ্রিয়তাকে ছাপিয়ে যাবে এমন আর কোনও নায়ক-নায়িকার খোঁজ মেলেনি। উত্তম-সুচিত্রার জুটি মানেই ছবি হিট, এমনই ধারণার প্রচলন ছিল ষাটের দশকের ইন্ডাস্ট্রিতে। তাদের জুটির যেমন জনপ্রিয়তা ছিল, তেমনই তাদের পারিশ্রমিকের অংকটাও ছিল আকাশছোঁয়া। ছবি পিছু সুচিত্রা সেনের পারিশ্রমিক জানলে আপনি চমকে যাবেন (Suchitra Sen`s Charges Per Movie)

বাংলা সিনেমায় স্বর্ণযুগ নিয়ে এসেছিলেন উত্তম-সুচিত্রা। তাদের অভিনীত সিনেমাগুলো আজও এই প্রজন্মের দর্শকরা পছন্দ করেন। বলতে গেলে সিনেমার মাধ্যমে বাঙালিকে প্রেম করতে শিখিয়েছিলেন তারা। স্বাভাবিকভাবেই তৎকালীন সময়ের নায়িকাদের মধ্যে সেরা ছিলেন সুচিত্রা। তাই তার পারিশ্রমিকটাও ছিল চড়া। ছবি পিছু সুচিত্রা সেন কত টাকা পারিশ্রমিক নিতেন জানেন?

SUCHITRA SEN

ষাটের দশকে শুধু টলিউড ইন্ডাস্ট্রিতে নয়, বলিউডেও পা রেখেছিলেন বাংলার এই মহানায়িকা। তার পারিশ্রমিকের অংক বিচার করলে বলা যায় গত ৫ দশকে ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হলেন সুচিত্রা। এত বছর পেরিয়ে গেলেও পারিশ্রমিকের বিচারে সুচিত্রা সেনকে টক্কর দেওয়ার মত সাধ্য টলিউডের এই প্রজন্মের নায়িকাদেরও হয়নি।

এখনকার যুগে টলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলী। তিনি ছবি পিছু ২৫ থেকে ২৭ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। পারিশ্রমিকের অংকের বিচারে সুচিত্রা সেনকে ছাপিয়ে যেতে পারেননি তিনিও। কারণ ষাটের দশকে দাঁড়িয়ে সুচিত্রা যে পারিশ্রমিক নিতেন তার অর্থ মূল্য এই বাজারে অনায়াসে ৭০-৮০ লক্ষ টাকা ছাপিয়ে যাবে।

SUCHITRA AND UTTAM KUMAR

যতদূর জানা যায় ওই সময়ে একেকটি ছবির জন্য সুচিত্রা ৬০ থেকে ৭০ হাজার টাকা পারিশ্রমিক নিতেন। এটা ছিল সুচিত্রার অভিনয় জীবনের শুরুর দিকের পারিশ্রমিক। এরপর তিনিই ইন্ডাস্ট্রির প্রথম তারকা হয়ে ওঠেন যিনি পারিশ্রমিক বাড়িয়ে ছবি কিছু এক লক্ষ টাকা করে দেন। ‘হার মানা হার’, ‘নবরাগ’ ছবির জন্য তিনি এক লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। ‘গৃহদাহ’ এবং ‘দত্তা’ ছবির জন্য নিয়েছিলেন ১ লক্ষ ২৫ হাজার টাকা।

SUCHITRA SEN

আরো পড়ুন : মৃত্যুর আগে সুচিত্রাকে এই শেষকথা বলতে চেয়েছিলেন উত্তমকুমার, না শুনে আফসোস করতেন মহানায়িকা

আর সুচিত্রা সেনের সমসাময়িক অন্যান্য নায়িকাদের পারিশ্রমিক ছিল খুবই কম। সুপ্রিয়া দেবী, মাধবী মুখোপাধ্যায়রা পেতেন আনুমানিক ৩০ হাজার টাকা করে। এমনকি উত্তম কুমারের পারিশ্রমিকও নাকি সুচিত্রা সেনের থেকে কম হয়ে দাঁড়াত কিছু কিছু সিনেমার ক্ষেত্রে। তাই পারিশ্রমিকের বিচারে সুচিত্রাকে টক্কর দেওয়ার মত সাধ্য এখন এই প্রজন্মের নায়িকাদের হয়নি।

আরো পড়ুন : ‘রমা তোমার সাথে যদি আমার বিয়ে হত!’, উত্তম কুমারের প্রস্তাবের এই জবাব দেন সুচিত্রা