বাংলার নাম ডুবিয়েছে! সুপারহিট এই ৫ বাংলা সিরিয়ালের হিন্দি রিমেক চূড়ান্ত ফ্লপ হয়েছে

Bengali Mega Serials Remake In Hindi : বাংলা টেলিভিশনে একের পর এক নতুন ধারাবাহিক (Bengali Mega Serial) আসছে। কিন্তু তার মধ্যে এমন কিছু ধারাবাহিক আছে যা দর্শক খুব পছন্দ করেছিল। আর সেই কারণে সেই ধারাবাহিক গুলোর হিন্দি রিমেকও শুরু করেছিল চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু বাংলায় জনপ্রিয়তা পেলেও হিন্দিতে সুপার ফ্লপ এই ধারাবাহিকগুলো। চলুন জেনে নিই তালিকায় কোন কোন ধারাবাহিক গুলি আছে।

১.পটল কুমার গানওয়ালা (Potol Kumar Gaanwala) : সরল-সাধাসিধে পটল, যে তার হাসি ও গান দিয়ে সকলকে জয় করে। হিয়া দে, সাহেব চ্যাটার্জি, স্বাগতা মুখার্জি, ভাস্কর ব্যানার্জি অভিনীত ‘‌পটল কুমার গানওয়ালা’‌ এতটাই হিট ছিল যে এই ধারাবাহিকটি হিন্দি ছাড়াও অন্য ভাষাতেও তৈরি হয়। হিন্দিতে এই ধারাবাহিকের নাম ছিল ‘‌কুলফি কমার বাজোওয়ালা’‌। কিন্তু এই সিরিয়াল কিছুদিন ভাল চললেও, ‘পটলে’র মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেনি ‘কুলফি’৷

MERI MAA

২. মা (Maa) : বাংলা টেলিভিশন জগতে ‘‌মা.‌.‌.‌তোমায় ছাড়া ঘুম আসে না’‌-এর মতো ধারাবাহিক সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছিল। এই ধারাবাহিকে মা-মেয়ের বন্ধনকে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এই ধারাবাহিকের জনপ্রিয়তার পরই তা হিন্দিতে তৈরি হয়। তবে অবনীত কউর ও সায়ন্তনী ঘোষ অভিনীত ‘‌মেরি মা’‌ সেভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারেনি এবং শীঘ্রই এই ধারাবাহিকটি শেষ করে দেওয়া হয়। মালায়ালাম ভাষাতেও এই ধারাবাহিকটি হয়, যার নাম ছিল ‘‌আম্মা’‌।

৩. কে আপন কে পর (Ke Apon Ke Por) : এই সিরিয়ালের জবা চরিত্রটি দর্শকদের মন রীতিমতো জয় করে নিয়েছিল। আর তাই এর রিমেক ও বানানো হয়েছিল হিন্দিতে। নাম ছিল ‘সাথ নিভানা সাথিয়া’র প্রথম সিজন সফল হওয়ার পরে ‘সাথ নিভানা সাথিয়া ২’ শুরু হয়৷ তবে এই সিরিয়ালটি সফলতা পেয়েছিল।

MITHAI

৪. মিঠাই (Mithai) : এই সময়ের অন্যতম সেরা সিরিয়ালের নাম বলতে বললে ‘মিঠাই’-এর। আর অন্যান্য ভাষার পাশাপাশি এটির হিন্দি রিমেক ও বানানো হয়েছিল। আর তাতে অভিনয় করেছিলেন বঙ্গতনয়া দেবত্তমা সাহা এবং আশীষ ভরদ্বাজ। কিন্তু বাংলার ছিটেফোঁটা জনপ্রিয়তাও পায়নি হিন্দি মিঠাই।

Shaurya Aur Anokhi Ki Kahan

আরো পড়ুন : মা-ছেলের ফুলশয্যা নিয়ে তোলপাড় দর্শকমহল! অবশেষে মুখ খুললেন ‘শিমুল’ মানালি

৫. মোহর (Mohor) : এই সিরিয়ালের শঙ্খ আর মোহরের জুটি ছিল হিট। আর বাংলা সিরিয়াল ‘মোহর’ এর জনপ্রিয়তাও ভালো ছিল। এই কারনেই ‘মোহরের’ হিন্দি রিমেক হিসেবে শুরু হয় ‘শৌর্য অউর অনোখী কী কহানি’৷ কিন্তু বাংলা ধারাবাহিকের মত মোটেই ভাল ফল করতে পারেনি এই হিন্দি সিরিয়াল৷

আরো পড়ুন : ‘লাভ বিয়ে আজ কাল’ এর শ্রাবণ আসলে কে? রইল স্টার জলসার নতুন নায়িকার পরিচয়