অভিনয় ছেড়ে দেহব্যবসা, শেষ জীবনে ভিক্ষা করে অনাহারে মারা যান এই অভিনেত্রী

Tragic Life Of South Actress Nisha Noor : নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে প্রতিদিন হাজার হাজার যুবক-যুবতী ইন্ডাস্ট্রিতে আসেন। সকলের স্বপ্ন যে পূরণ হয় এমন নয়। আবার অনেক সময় এটাও দেখা যায় যে একসময়ের জনপ্রিয় নায়ক কিংবা নায়িকারা তাদের সামান্যতম ভুলের খেসারত হিসেবে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গিয়েছেন। এদের মধ্যে কারও কারও তো আবার খুবই মর্মান্তিক পরিণতি হয়েছে। এমনই এক অভিনেত্রী ছিলেন নিশা নুর (Nisha Noor)।

নিশা ছিলেন দক্ষিণী সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী। একটা সময় ছিল যখন ইন্ডাস্ট্রিতে তিনি তার অভিনয়ের জোরে বড় বড় তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন। তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষার ছবিতে তার বেশ চাহিদা ছিল আশির দশকে। অভিনয়ের পাশাপাশি তার গ্ল্যামার মুগ্ধ করত দর্শকদের। কিন্তু এমন বড় মাপের অভিনেত্রীও ভুল পথে পা বাড়িয়ে বসেন।

NISHA NOOR

আশির দশকে ইন্ডাস্ট্রিতে বড় বড় তারকারা সেই সময় নিশার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকতেন। পর্দায় সাহসী দৃশ্যে অভিনয় করার জন্য তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। রজনীকান্ত থেকে শুরু করে কমল হাসানদের সঙ্গে তিনি অভিনয় করেছিলেন। সেই সঙ্গে বিশু, বালাচন্দ্রন, চন্দ্রশেখরের মত নামী পরিচালকদের সঙ্গেও তিনি কাজ করেছেন। কিন্তু হঠাৎ করেই তার জীবনে ঘনিয়ে আসে দুঃসময়।

একটা সময় পর নিশার হাতের ছবির প্রস্তাব আসা কমে যেতে শুরু করে। ইন্ডাস্ট্রিতে তেমন আর তিনি কাজের সুযোগ পাচ্ছিলেন না। ওই সময় এক প্রযোজক তাকে দেহ ব্যবসায় নামার কথা বলেন। নিশাও তার কথায় রাজি হয়ে যান। অভিনয় ছেড়ে তখন দেহ ব্যবসাই একমাত্র উপার্জনের রাস্তা হয়ে দাঁড়ায়। এদিকে নিশা যৌন পেশা নিয়েছেন জেনে ইন্ডাস্ট্রির মানুষেরাও তাকে এড়িয়ে চলতে শুরু করেন।

NISHA NOOR

ওই সময় শুধু ইন্ডাস্ট্রির লোকরাই যে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন তেমনটা নয়, নিশার পরিবারের কেউই তার খোঁজখবর রাখতেন না। এদিকে তার কষ্ট করে জমানো সমস্ত উপার্জন শেষ হয়ে গিয়েছিল। রাতারাতি তিনি পথের ভিখিরি হয়ে যান। একসময় ইন্ডাস্ট্রির সুপারহিট নায়িকার জায়গা হয় ফুটপাতে। ভিক্ষা করে অন্নসংস্থান করতেন তিনি।

Nisha Noor

আরো পড়ুন : বলিউডের সঙ্গে দক্ষিণের তারকাদের পারিশ্রমিকের তফাৎ কত, তালিকা দেখলে চমকে যাবেন

বেশ কিছু সময় বাদে তামিল একটি এনজিও একটা দরগার সামনের রাস্তা থেকে তাকে উদ্ধার করে। তখন তাকে চেনা ছিল মুশকিল। কোথায় সেই গ্ল্যামার? কঙ্কালসার, হার জিরজিরে, অনাহারে অভুক্ত নিশার দুর্বল শরীর দেখে আঁতকে উঠেছিলেন ভক্তরা। তার শরীরে এইডস রোগ বাসা বেঁধেছিল। ২০০৭ সালে একাকী নিঃসঙ্গ অবস্থায় তামিলনাড়ুর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরো পড়ুন : পারিশ্রমিক শুনলে লজ্জা পাবে শাহরুখ-সালমানরাও, দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা কে জানেন?