Mukesh Ambani`s Children`s Educational Qualification : ভারত তথা এশিয়ার বিখ্যাত ধনকুবের হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। বিশ্বের সেরা কোটিপতিদের তালিকায় তিনি প্রথম সারিতে থাকেন। ধীরুভাই আম্বানির দুই সন্তানের মধ্যে বড় ছেলে মুকেশ আম্বানির নেতৃত্বে রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ (Reliance Group Of Industry) পেয়েছে বিশ্ব জোড়া খ্যাতি। অবশ্য এখন রিলায়েন্সের খ্যাতির পেছনে মুকেশ আম্বানির সন্তানদের ভূমিকাও কিছু কম নয়।
মুকেশ আমদানি এবং নীতা আম্বানির তিন সন্তান। তারা হলেন অনন্ত আম্বানি (Anant Ambani), ইশা আম্বানি (Isha Ambani) এবং আকাশ আম্বানি (Akash Ambani)। আকাশ এবং ইশা হলেন জমজ ভাই-বোন। আর অনন্ত হলেন সবার ছোট। ব্যবসার সমস্ত দায়দায়িত্ব তিন সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছেন মুকেশ। তার তিন সন্তানরা কে কতদূর শিক্ষিত জানেন?
ধীরুভাই আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে স্থাপন করেছিলেন। তিনি খুব বেশি দূর পড়াশোনা করতে পারেননি। মেট্রিকুলেশন অব্দি পড়াশোনা করে তিনি চাকরি নিয়ে চলে যান সৌদি আরবে। তারপর দেশে ফিরে এসে তিনি রিলায়েন্স কোম্পানির প্রতিষ্ঠা করেন। তবে তিনি কিন্তু তার দুই সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। শুধু পুঁথিগত জ্ঞান নয়, ব্যবসা এবং আন্তর্জাতিক বিষয়ের জ্ঞানের জন্য তিনি আলাদা করে দুই ছেলের জন্য টিউশনের বন্দোবস্ত করেছিলেন।
মুকেশ আম্বানিও এই ধারা বজায় রাখেন। তিনিও তার তিন সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। তার বড় ছেলে আকাশ ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেন। তারপর তিনি আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটিতে ভর্তি হন। সেখান থেকে স্নাতক হয়ে ভারতে ফেরার পর তিনি ব্যবসার কাজে মন দেন। এখন তিনি রিলায়েন্স জিওর চেয়ারম্যানের পদে রয়েছেন।
অনন্ত আম্বানি হলেন মুকেশ এবং নীতার ছোট ছেলে। তিনিও আকাশের মতই প্রথমে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেন। তারপর দাদার মতোই আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটি থেকে স্নাতক হন। এখন তিনি রিলায়েন্স জিওর অতিরিক্ত চেয়ারম্যানের পদে রয়েছেন তিনি। দুই ভাইয়ের মত ইশাও শিক্ষাজীবন শুরু করেন তার ঠাকুরদার স্কুল থেকেই।
আরো পড়ুন : নীতার থেকেও সুন্দরী আম্বানী পরিবারের ছোট বউ! দেখুন ফটো গ্যালারী
আসলে মুকেশ আম্বানির তিন সন্তানের মধ্যে আসলে ইশা আম্বানি সবথেকে বেশি শিক্ষিত। তিনি স্কুল পাশ করার পর মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছিলেন। তারপর তিনি স্টানফোর্ড থেকে এমবিএ পাস করেন। ফিরে এসে এখন তিনিও বাবার ব্যবসার ভার সামলাচ্ছেন। রিলায়েন্স রিটেল ব্যবসার দায়িত্ব সামলাচ্ছেন তিনি।
আরো পড়ুন : বিশ্বের সবথেকে দামী কোন ৫ টি জিনিস নীতা আম্বানিকে দিয়েছেন মুকেশ আম্বানি?