কুটকাচালি-পরকীয়া ছাড়াও ব্যাপক হিট, দর্শকদের বিচারে আজও সেরা এই ৬ বাংলা সিরিয়াল

কুটকাচালি-পরকীয়া ছিল না, সাহিত্যনির্ভর এই ৬ বাংলা সিরিয়াল দর্শকদের বিচারে আজও সেরা

Bengali Literature Based Popular Mega Serials : ইদানিং বাংলা সিরিয়াল (Bengali Mega Serial) গুলোর বেশিরভাগ গল্পেই উঠে আসে পরকীয়া, কুটকাচালি কিংবা সাংসারিক ঝগড়া-ঝামেলা। এসব দেখতে দেখতে বিরক্ত বোধ করেন দর্শকরা। পরকীয়া কিংবা কুটকাচালি ছাড়া ভাল উন্নতমানের কনটেন্ট চান তারা। যেমন সিরিয়াল আগেও এসেছে টেলিভিশনে। আজকের এই প্রতিবেদনে রইল বাংলা সাহিত্য নির্ভর (Bengali Literature Based) জনপ্রিয় কিছু সিরিয়ালের তালিকা যেগুলো দর্শকরা খুব পছন্দ করেছিলেন।

দেবী চৌধুরানী (Debi Choudhurani) : বঙ্কিমচন্দ্রের কালজয়ী উপন্যাস অবলম্বনে দেবী চৌধুরানী সিরিয়ালটিও জনপ্রিয়তার বিচারে ছিল সেরা। স্টার জলসাতে সম্প্রচারিত এই সিরিয়ালে মুখ্য ভূমিকাতে অভিনয় করেছিলেন সোনামণি সাহা। তার বিপরীতে ব্রজেশ্বরের ভূমিকাতে ছিলেন রাহুল মজুমদার।

Ananya Chatterjee

সুবর্ণলতা (Subarnalata) : বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখিকা আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা উপন্যাস অবলম্বনে জী বাংলাতে শুরু হয়েছিল সিরিয়াল সুবর্ণলতা। মুখ্য ভূমিকাতে অভিনয় করেছিলেন অনন্যা চ্যাটার্জী। এই সিরিয়ালটির জনপ্রিয়তা আজও রয়েছে দর্শকদের মধ্যে। আজও সিরিয়ালের রিপিট টেলিকাস্ট দেখতে পছন্দ করেন দর্শকরা।

কপাল কুন্ডলা (Kopalkundola) : বঙ্কিমচন্দ্রের আরও এক কালজয়ী উপন্যাস কপালকুণ্ডলা অবলম্বনেও সিরিয়াল বানিয়েছে স্টার জলসা। এই সিরিয়ালেরও বেশ জনপ্রিয়তা ছিল। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকাতে অভিনয় করেছিলেন সৌমি চ্যাটার্জী। তার বিপরীতে ছিলেন শৌনক রায়।

Khirer Putul

ক্ষীরের পুতুল (Khirer Putul) : অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোটদের জন্য উপন্যাস ক্ষীরের পুতুল অবলম্বনেও সিরিয়াল তৈরি হয়েছে বাংলায়। কালার্স বাংলাতে সম্প্রচারিত হত এই সিরিয়াল। রূপকথা নির্ভর এই সিরিয়ালে সুয়োরানীর চরিত্রে অভিনয় করেন শ্রীতমা রায়চৌধুরী। দুয়োরানীর চরিত্রে অভিনয় করেছিলেন সুদীপ্তা রায়। আর রাজার চরিত্রে ছিলেন সুমন দে।

কেয়া পাতার নৌকো (Keya Patar Nouka) : প্রফুল্ল রায়ের লেখা বিখ্যাত উপন্যাস ‘কেয়া পাতার নৌকো’ অবলম্বনে এই সিরিয়ালটির সম্প্রচার হত জি বাংলাতে। মুখ্য ভূমিকাতে অভিনয় করেছিলেন ঈপ্সিতা মুখার্জি এবং দেবোত্তম মজুমদার।

Chokher Bali

আরো পড়ুন : দিদি-বোন দুজনেই কাঁপাচ্ছে টিভি পর্দা, ‘ফুলকি’ দিব্যানির দিদি হলেন সিরিয়ালের এই অভিনেত্রী

চোখের বালি (Chokher Bali) : রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চোখের বালি উপন্যাস অবলম্বনে সিনেমার পাশাপাশি সিরিয়ালও তৈরি হয়েছে বাংলায়। জি বাংলাতে সম্প্রচারিত এই সিরিয়ালে বিহারীর চরিত্রে অভিনয় করেন শেখ রেজওয়ান রাব্বানী। মহেন্দ্র চরিত্রে ছিলেন রোহিত সামন্ত। সুদীপ্তা রায় আশা লতা এবং তানিয়া গাঙ্গুলী বিনোদিনীর ভূমিকাতে অভিনয় করেন।

আরো পড়ুন : চুপিসারে বিয়ে সেরে নিলেন জী বাংলার জনপ্রিয় নায়িকা, দেখুন ছবিগ্যালারি