টিআরপি তালিকাতে আচমকার মহা পরিবর্তন! বেঙ্গল টপার সিরিয়াল কে? চমকে দেবে ফলাফল

Bengali Mega Serial`s TRP List Released On 6th July 2023 : এক সপ্তাহ শেষ, টিআরপি (TRP) তালিকাও চলে এল হাতে। নিয়ম মেনে বৃহস্পতিবার প্রকাশিত হল বাংলা টেলিভিশন (Bengali Telivision) -র টিআরপি তালিকা। প্রত্যেকবারের মত এবারও স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলা (Zee Bangla) -র সিরিয়ালের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। তবে এই দফায় কিন্তু স্টার জলসা জি বাংলাকে গুণে গুণে টেক্কা দিয়েছে। টিআরপিতে সেরা ৫ এর মধ্যে দারুণ ফল করেছে স্টার জলসা।

যেমনটা দেখা যাচ্ছে প্রথম স্থান কিন্তু অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) -র হাতেই রয়েছে। অনুরাগের ছোঁয়া সিরিয়ালটি ৮.৬ নম্বর পেয়েছে। কিন্তু জি বাংলার ফুলকি (Phulki) সিরিয়ালটিও কম যাচ্ছে না। শুরু সপ্তাহ থেকেই টিআরপিতে সেরার সেরা স্থান দখল করার লড়াইয়ে এগিয়ে আছে ফুলকি। পরপর তিন সপ্তাহ টিআরপি তালিকাতে দ্বিতীয় স্থান ধরে রেখেছে জি বাংলার নতুন সিরিয়াল।

Phulki

ফুলকি সিরিয়ালের বর্তমানে প্রাপ্ত নম্বর ৭.৯। আর তৃতীয় স্থানে আছে জগদ্ধাত্রী (Jagadhatri) সিরিয়ালটি। জগদ্ধাত্রীর প্রাপ্ত নম্বর ৭.৫। হরগৌরী পাইস হোটেল পেয়েছে ৭.১ নম্বর। সব হিসেব উল্টে দিয়ে হরগৌরী পাইস হোটেল দশম স্থান থেকে একেবারে চতুর্থ স্থানে উঠে এসেছে। রাঙ্গা বউ এবং বাংলা মিডিয়াম যৌথভাবে পঞ্চম স্থান দখল করতে পেরেছে। এই দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৭।

নিম ফুলের মধু রয়েছে ষষ্ঠ স্থানে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৬। এই সপ্তাহে নিম ফুলের মধুকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছে বাংলা মিডিয়াম। আর পঞ্চমীকে টেক্কা দিয়েছে রাঙা বউ। পঞ্চমী সিরিয়ালটি পেয়েছে ৬ নম্বর। যে কারণে এই সিরিয়ালটি টিআরপি তালিকাতে সপ্তম স্থানে রয়েছে। আর অষ্টম স্থানে আছে সোহাগ জল। ধারাবাহিকটি অন্তিম সপ্তাহে পেয়েছে ৫.৫ নম্বর।

SOHAG JOL

সোহাগ জল অন্তিম সপ্তাহে এক্কাদোক্কার কাছে স্লট জিতে স্লট লিডার হয়েছে। তবে এক্কাদোক্কার টিআরপিও কিন্তু কিছু কম নয়। ৫.৩ নম্বর পেয়ে নবম স্থানে রয়েছে এই সিরিয়ালটি। দশম স্থানে উঠে এসেছে সন্ধ্যাতারা। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.১। এই সপ্তাহে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ সেরা দশের তালিকাতে ঢুকতে পারল না।

KAR KACHE KOI MONER KOTHA

আরও পড়ুন : বাংলা সিরিয়ালের সুপারহিট জুটি, জানেন কত পারিশ্রমিক পাচ্ছেন ‘নিম ফুলের মধু’র সৃজন-পর্ণা?

এদিকে টিআরপি তালিকাতে জায়গা করে নেওয়ার জন্য তৈরি হচ্ছে কার কাছে কই মনের কথা। আগামী সপ্তাহে এই সিরিয়ালটিও সেরা তালিকাতে ঢুকে পড়তে পারবে বলে মনে করছেন অনুরাগীরা। মানালি দের সিরিয়াল প্রাইম টাইমে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের বিপরীতে ভালো টিআরপি তুলতে পারবে বলে মনে করছেন মানালির ভক্তরা।

আরও পড়ুন : বিয়ের পর মা হতে চান না? কোন ঘটনার কারণে সন্তান নিতে পারছেন না মানালি দে