South Indian Superstars Nick Names Given By Fans And Their Meanings : দিনে দিনে বাড়ছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি (South Indian Film Industry) -র জনপ্রিয়তা। দক্ষিণের তারকারা এখন আর শুধু তাদের আঞ্চলিক ইন্ডাস্ট্রির মধ্যে সীমাবদ্ধ নেই। বরং বলিউড (Bollywood) তারকাদের থেকেও গোটা ভারতবর্ষ জুড়ে তাদের জনপ্রিয়তা বেশি এখন। দক্ষিণী তারকাদের দেব-দেবী জ্ঞানে পূজা করা হয় সেখানে। ভক্তরা ভালবেসে তাদের নানা উপাধিও (Nick Name) দিয়েছেন। এক নজরে দেখে নিন সেই নাম এবং তাদের অর্থগুলি।
রজনীকান্ত (Rajinikanth) : এই মুহূর্তে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে রজনীকান্তের থেকে বেশি জনপ্রিয়তা নেই কারও। বয়স তার প্রায় আশি ছুঁয়েছে। তবে আজও দর্শকরা ‘থালাইভা’ (Thalaivaa) বলতে অজ্ঞান। ১৯৭৮ সালে রজনীকান্তের ছবি ‘ভৈরবী’মুক্তি পাওয়ার পর থেকেই তাকে এই নামে ডাকেন ভক্তরা। থালাইভা কথার অর্থ ‘সুপারস্টার’।
কমল হাসান (Kamal Haasan) : এই দক্ষিণী সুপারস্টারেরও বেশ জনপ্রিয়তা রয়েছে। বেশ কিছু বলিউড ছবিতেও তিনি অভিনয় করেছিলেন। ইন্ডাস্ট্রি ভালবেসে তাকে নাম দিয়েছে ‘উলগা নায়গান’ (Ulaga Nayagan) এবং ‘অন্দাভর’। যার অর্থ হল ‘বিশ্বের নায়ক’।
অজিত (Ajith) : এই দক্ষিণী সুপারস্টারকেও ভালোবেসে একটি উপাধি দিয়েছেন দর্শকরা। যদিও অজিত শুধু দক্ষিণের সুপারস্টার নন, গোটা ভারতবর্ষেই তিনি বিখ্যাত। তার অভিনীত ছবি ‘ধীনা’ মুক্তি পাওয়ার পর তার নাম হয় ‘থালা’ (Thala)। যার অর্থ, ‘যে নেতৃত্ব দেয়’।
সুরিয়া (Suriya) : দক্ষিণের পাশাপাশি এখন হিন্দি দর্শকদের কাছেও ভীষণ জনপ্রিয় হলেন সুরিয়া। তার ‘জয় ভীম’ ছবিটি মুক্তি পাওয়ার পর জনপ্রিয়তা অনেক বেড়েছে। তারও একটি খুব সুন্দর উপাধি রয়েছে। ভক্তরা তাকে নাম দিয়েছেন ‘নদীপন নায়কন’ (Nadippin Nayagan)। যে নামের অর্থ ‘যে নিজের কাজে সেরা’।
বিজয় (Vijay) : থালাইভা যেমন রজনীকান্ত, তেমনই দক্ষিণের থালাপতি হলেন বিজয়। স্বয়ং শাহরুখ খানও তার অভিনয়ের প্রশংসা করেন। প্রথমে তাকে ভক্তরা ভালবেসে নাম দিয়েছিলেন ‘ইলায়া থালাপতি’। যদিও এখন তাকে ভক্তরা ডাকেন শুধু ‘থালাপতি’ (Thalapati) বলে। যার অর্থ ‘কমান্ডার’।
যশ (Yash) : ‘কেজিএফ’ (KGF) হিট হওয়ার পর তেলেগু সুপারস্টার যশের খ্যাতি গোটা ভারতবর্ষে ছড়িয়েছে। তিনি এখন দক্ষিণের প্রথম সারির একজন অভিনেতা। যশের আরেক নাম ‘নঞ্জুদেশ্বরা’। এটা মহাদেবের আরেক নাম।
আরও পড়ুন : দেবতার মত পুজো পান রোজ, এই ৬ তারকার নামে মন্দির রয়েছে ভারতে
অল্লু অর্জুন (Allu Arjun) : অল্লু অর্জুন দক্ষিণের সব থেকে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন। ‘পুষ্পা’ ছবির পর তাকে এক ডাকে চেনে গোটা ভারতবর্ষ। ইন্ডাস্ট্রিতে তার স্টাইল স্টেটমেন্ট খুবই জনপ্রিয়। এই কারণেই অনুরাগী তাকে ‘স্টাইল আইকন’ (Style Icon) নাম দিয়েছেন।
আরও পড়ুন : পকেটে ৩০০ টাকা নিয়ে বাড়ি ছেড়েছিলেন, সেই ছেলেটাই আজ দক্ষিণী সুপারস্টার যশ