দেবতার মত পুজো পান রোজ, এই ৬ তারকার নামে মন্দির রয়েছে ভারতে

অভিনয়ের দুনিয়ার তারকাদের ফ্যান ফলোয়ার্সের সংখ্যা প্রচুর। কারও কারও তো আবার কয়েক কোটি ভক্ত রয়েছেন। বলিউড (Bollywood) এবং কলিউডের (Kollywood) তারকাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের দেবতার মত মনে করেন ভক্তরা। আজ এই প্রতিবেদনে রইল সেই ছয় তারকার তালিকা যাদের নামে দেশের বিভিন্ন প্রান্তে মূর্তি এবং মন্দির রয়েছে।

সোনু সুদ (Sonu Sud) : এই তালিকায় সবার আগে নাম উঠে আসে সোনু সুদের। বলিউডের এই অভিনেতা করোনার সময় অসহায় আর্ত মানুষদের পাশে দাঁড়িয়ে ছিলেন। তিনি গরিব মানুষের মসিহা। তেলেঙ্গানার দুব্বা টান্ডা গ্রামে তার নামে একটি মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে তার মূর্তিও আছে।।

NAGARJUNA

নাগার্জুন (Nagarjuna) : দক্ষিণের এই তারকার ভক্ত সংখ্যাও কিছু কম নয়। শুধু দক্ষিণেই নয় নাগার্জুনের ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে। বহু বছর আগে দক্ষিণে তার নামে একটি মন্দির প্রতিষ্ঠা হয়েছে। অন্নমাচার্য নামের মন্দিরটি নাগার্জুনের নামেই প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরটি বানাতে ২২ বছর সময় লাগে।

রজনীকান্ত (Rajnikant) : রজনীকান্ত হলেন দক্ষিণের থালাইভা। তার জনপ্রিয়তা তো এখনও তুঙ্গে। বয়সটা তার কাছে একটা সংখ্যা মাত্র। রজনীকান্তকে তার ভক্তরা ঈশ্বর বলে মনে করেন। তার নামে কর্নাটকের কোলার জেলার কোটিলিঙ্গেশ্বর মন্দিরে সহস্র লিঙ্গম তৈরি হয়েছে।

AMITABH BACHCHAN

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) : খোদ কলকাতার বুকে অমিতাভ বচ্চনের একটি মূর্তি এবং মন্দির রয়েছে। এই মন্দিরের নাম বচ্চন ধাম। অমিতাভের কলকাতার ভক্তরা এই মন্দিরটির প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে অমিতাভের মূর্তি স্থাপন করেছেন। সেখানে তাকে দেবতার মত পুজো করা হয়।

মমতা কুলকার্নি (Mamta Kulkarni) : বলিউডের এই অভিনেত্রী এক সময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। যদিও পরবর্তী দিনে তিনি আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে পড়েন বলে জানা যায়। তার স্বামী চোরা চালানের সঙ্গে যুক্ত ছিলেন। তবে মমতার অভিনয় এবং সৌন্দর্যের পূজারীরা অন্ধপ্রদেশের নেলোরে তার নামে একটি মন্দির প্রতিষ্ঠা করেন।

HANSIKA MOTWANI

হানসিকা মোতওয়ানি (Hansika Motwani) : শাহরুখ খান, রানী এবং কাজলের ‘কুছ কুছ হোতা হে’ ছবির ছোট্ট মিষ্টি অঞ্জলিকে নিশ্চয়ই ভুলে যাননি আপনি? ছোট্ট সেই মেয়েটারও বেশ বড় ফ্যানবেস রয়েছে। মাদুরাইতে একটি মন্দির আছে যেখানে হানসিকার প্রতিমা স্থাপন করে রোজ পুজো করা হয়।